Rakib Ahmed

Rakib Ahmed -শখের বয়সে ধৈর্য ধরে আছি.!🙂

- আমাকে বাস্তবতা শেখাতে আসবেন না.!😌🥀 বড্ড ফিরে পেতে মন চাই সেই দিনগুলো, যখন কোনো ভাবনা ছাড়াই ঘুমিয়ে যেতাম🙂

একটা বাংলা প্রবাদ আছে, বট তলায় বটের চারা নাই। কাক-পক্ষিতে কত লক্ষ লক্ষ পাকা-পাকা গোডা খায়, কত লক্ষ লক্ষ গোডা-হাটি নিচে ফ...
24/09/2025

একটা বাংলা প্রবাদ আছে, বট তলায় বটের চারা নাই। কাক-পক্ষিতে কত লক্ষ লক্ষ পাকা-পাকা গোডা খায়, কত লক্ষ লক্ষ গোডা-হাটি নিচে ফেলে, একেবারে মাটি ঢেকে ফেলে, তবুও কখনো কি বট গাছের নিচে বটের চারা দেখেছেন।

আমে গাছের নিচে আমের চারা, জাম গাছের নিচে জামের চারা, কলা গাছে নিচে কলার চারা, কিন্তু বট গাছের নিচে বটের চারা নাই।

বটের চারা দেখবেন তালগাছের কোমরের মধ্যে, খেজুর গাছের কোমরের মধ্যে, দালানের কার্নিশের মধ্যে, দানা পড়লো সব বট গাছের নিচে কিন্তু চারা কেন এসব জায়গায়।

এটার উপর বিজ্ঞানীরা গবেষণা করছে, যে রেজাল্ট তারা পেয়েছে সেটা হলো কথায় বলে, বটের তুললো ছায়া নাই, মায়ের তুললো মায়া নাই। বট গাছের ছায়াটা সবচেয়ে পারফেক্ট, শীতল, ঠান্ডা, আরামদায়ক।

এজন্য আল্লাহর এটা একটি কুদরত যে কাক-পক্ষীতে পাকা গোডা খাবে, এবং সেটা তার পেটে ২৪ ঘন্টা থাকবে, এবং আল্লাহ কাকপক্ষীর পেটের ভিতর এমন একটা মেশিন ফিট করে রেখেছেন, যে বটের গোডা-হাটিটা তার পেটের ভিতর থেকে রিফাইট-রিফাইন হবে। তারপর এ পক্ষী কোন গাছের উপর অথবা বিল্ডিংয়ের উপর পায়খানা করবে, আর সেখানে এ বটের চারা হবে এজন্য আপনি কোন মাটিতে এ চারা দেখবেন না।

😴😢
22/09/2025

😴😢

22/09/2025

বিদ্যুৎ ৫০ ইউনিট থেকে ৩০০ ইউনিট পর্যন্ত। প্রতি ইউনিটের দাম সমান করা দরকার।
শেয়ার করে ছড়িয়ে দিন...💪

22/09/2025

জঙ্গলের অর্থনীতি যতই দুর্বল হোক,
সিংহ কখনো ঘাস খাবে না.!☠️

22/09/2025

খুব পছন্দের মানুষও মন থেকে উইঠা যায় এমন ভাবে উইঠা যায় যে মানুষটা পছন্দের ছিল কিনা সেটা ভাবতেও বিরক্ত লাগে...!😅💔

অনেক সুন্দর ব্যবস্থা করেছেন বর্তমান সরকার😅
22/09/2025

অনেক সুন্দর ব্যবস্থা করেছেন বর্তমান সরকার😅

হাজারো সন্তানের বলতে না পারা কথা! 🙂🌸
22/09/2025

হাজারো সন্তানের বলতে না পারা কথা! 🙂🌸

21/09/2025

নাচতে হলে গান লাগিয়ে নাচেন, অন্যের কথায় নাচেন কেন? ☠️👌

21/09/2025

মহালয়া এই দিনেই নৌকা দুর্ঘটনা 73 জন মানুষের জীবন দিতে হয়েছে

😳😳
20/09/2025

😳😳

নিজের এলাকায় এই সব মাছ কি নামে পরিচিত..
20/09/2025

নিজের এলাকায় এই সব মাছ কি নামে পরিচিত..

Address

Dhaka
1011

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rakib Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share