
24/09/2025
একটা বাংলা প্রবাদ আছে, বট তলায় বটের চারা নাই। কাক-পক্ষিতে কত লক্ষ লক্ষ পাকা-পাকা গোডা খায়, কত লক্ষ লক্ষ গোডা-হাটি নিচে ফেলে, একেবারে মাটি ঢেকে ফেলে, তবুও কখনো কি বট গাছের নিচে বটের চারা দেখেছেন।
আমে গাছের নিচে আমের চারা, জাম গাছের নিচে জামের চারা, কলা গাছে নিচে কলার চারা, কিন্তু বট গাছের নিচে বটের চারা নাই।
বটের চারা দেখবেন তালগাছের কোমরের মধ্যে, খেজুর গাছের কোমরের মধ্যে, দালানের কার্নিশের মধ্যে, দানা পড়লো সব বট গাছের নিচে কিন্তু চারা কেন এসব জায়গায়।
এটার উপর বিজ্ঞানীরা গবেষণা করছে, যে রেজাল্ট তারা পেয়েছে সেটা হলো কথায় বলে, বটের তুললো ছায়া নাই, মায়ের তুললো মায়া নাই। বট গাছের ছায়াটা সবচেয়ে পারফেক্ট, শীতল, ঠান্ডা, আরামদায়ক।
এজন্য আল্লাহর এটা একটি কুদরত যে কাক-পক্ষীতে পাকা গোডা খাবে, এবং সেটা তার পেটে ২৪ ঘন্টা থাকবে, এবং আল্লাহ কাকপক্ষীর পেটের ভিতর এমন একটা মেশিন ফিট করে রেখেছেন, যে বটের গোডা-হাটিটা তার পেটের ভিতর থেকে রিফাইট-রিফাইন হবে। তারপর এ পক্ষী কোন গাছের উপর অথবা বিল্ডিংয়ের উপর পায়খানা করবে, আর সেখানে এ বটের চারা হবে এজন্য আপনি কোন মাটিতে এ চারা দেখবেন না।