
23/07/2025
কুমিল্লা টাউন হল মাঠে জনস্রোত; হাসনাত আবদুল্লাহর নামে মুখরিত স্লোগান
দেলোয়ার হোসেন: কুমিল্লা যেনো এক অন্য রূপে জেগে উঠেছিল। টাউন হল মাঠজুড়ে জনতার ঢল, স্লোগান আর আবেগের ঢেউ- সবকিছু মিলে যেন কোনো রাজনৈতিক সমাবেশ নয়, বরং এক সামাজিক আন্দোলনের চেহারা নিয়েছিল।
“চাঁদাবাজ মুক্ত কুমিল্লা চাই”, “মাদকমুক্ত শহর চাই”, “কুমিল্লার নামে বিভাগ চাই”- দাবি উঠলো গগনবিদারী স্লোগানে। এক পাশে আশির উর্দ্ধ এক বৃদ্ধা লাঠিতে ভর দিয়ে বললেন, “আমার নাতিনের চাকরি চাই…ঘোষ দিতামনো।” বৃদ্ধার কণ্ঠে যেন পুরো প্রজন্মের আকাঙ্ক্ষার প্রতিধ্বনি শোনা যাচ্ছিল।
সমাবেশে ২০ বছরের নিচে তরুণদের উপস্থিতিই বেশি চোখে পড়েছে। লাঙ্গলকোট থেকে আসা এক তরুণ জানালেন, “আবাবিল পাখি দেখতে আসছি। তারা জাতীয় বীর, আমি সালাম জানাতে এসেছি।”
চারপাশ থেকে আসা হাজারো মানুষের উচ্ছ্বাসে কুমিল্লা টাউন মাঠে তৈরি হয়েছিল এক অন্যরকম দৃশ্যপট। হাসনাত আবদুল্লাহর নামে মুগ্ধ জনতার স্লোগানে কাঁপছিলো নগরীর বাতাস।
শুধু রাজনীতি নয়, মানুষের স্বপ্ন, বঞ্চনার হাহাকার আর আশার আলো মিলে তৈরি হয়েছিল এই সমাবেশ। জুলাইয়ের এই পদযাত্রা যেনো কুমিল্লার ইতিহাসে এক ভিন্নমাত্রার আন্দোলনের সাক্ষী হয়ে রইলো।