12/07/2025
মৃত্যুর দু'দিন পরে এসে সবার মানবিক চেতনা জাগ্রত হয়েছে,,,,🤐🤐
যখন প্রকাশ্যে শত শত মানুষের চোখের সামনে মাত্র কয়েকজন মারছিল তখন কোথায় ছিলো মানবিক চেতনা,,,,??
যখন এই অসহায় নিরপরাধ মানুষটাকে পাশবিক নির্যাতনের মাধ্যমে মারতেছিলো তখন কোথায় ছিলো মানুষের বিবেক,,,,?
আরে আমি ধরে নিলাম লোকটাকে কেউ চিনে না তাই এগিয়ে আসে নাই কিন্তু এমন নির্মম ভাবে মারছিলো এটাতো কারো কোন শত্রুর সাথে হোক এটা ও কাম্য নয়,,,😓😓😓
একটু ভেবে দেখেন তো ভাই যারা উপস্থিত দাড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন এই ঘটনা টা যদি আপনার বাবা, আপনার ভাই, আপনার খুব কাছের কারো সাথে হতো, তখন কি পারতেন এইভাবে দুরে দাঁড়িয়ে চুপচাপ দেখতে,,,,??
আরে এটা বাংলাদেশের চকবাজারের ঘটনা যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে কারো বিবেকে কি একটু জাগে নাই যে আমরা গিয়ে একটু তাকে সাহায্য করি, তখন কোথায় ছিলো মানুষের মানবিক চেতনা,,,,?
আর যখন নিরীহ মানুষটা এই যন্ত্রণা ভোগ করে দুনিয়া ছেড়ে চলে গেছে তখন সবার মানবিক চেতনা জাগ্রত হয়েছে বাহ,,রে মানুষ বাহ,,,😒
আর এখন সবার মানবিক চেতনা জাগ্রত হয়ে মিছিলে নেমেছে,, এখন কি পারবে কেউ যে ছোট ছোট বাচ্চা দুইটা তার বাবাকে হারিয়েছে তাদের বাবাকে ফিরিয়ে দিতে,,,? আর যে মনুষটা এই নির্মম যন্ত্রণা নিয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে তাকে কি কেউ ফিরিয়ে আনতে,,,?
মানুষ তুমি ধন্য কারন আল্লাহর সৃষ্টির সেরা করে এই দুনিয়ায় পাঠিয়েছে তাইতো তুমি এই সেরা জঘন্যতম কাজ করেও তুমার ভিতরে কোন অনুতাপ নেই আরো তরতাজা মানুষটা যখন লাশে পরিনত হয়েছে তখনও তার বুকের উপর উঠে আনন্দ উল্লাসে মেতে উঠো,,,😡
অন্যায় যে করে আর অন্যায় যে সহে দু'জনেই সমান অপরাধী হ্যা আমি জানি এই নির্মম মৃত্যুর সাজা এই পৃথিবীর মানুষ করতে পারবে না কিন্তু এই দিন দিন না আরো দিন আছে আজ হোক বা কাল সবাইকেই মৃত্যুর সাদ গ্রহন করতে হবে আর তখন এই সব অন্যায় এর পাই টু পাই হিসাব হবে ইনশাআল্লাহ,,,✌️
ইয়া আল্লাহ যারা মেরেছে তাদের তুমি হেদায়েত দাও,,,
আল্লাহ গো যে মারা গেছে তাকে আমি চিনিও না তাই তার মৃত্যুর ভিডিও দেখে সয্য করতে পারছি না আর তার পরিবারের লোকগুলো কি করে সয্য করবে গো আল্লাহ,, আল্লাহ যে পরিবার থেকে তাদের প্রিয় মানুষটা চলে গেছে আল্লাহ তুমি তাদের ধৈর্য্য ধরার তৌফিক দান করো,,,
আল্লাহ গো আর যেন দ্বিতীয় বার এরকম কোন ঘটনায় কোন মায়ের কোল যেন খালি না হয়,,, কোন সন্তান যেন তাদের বাবাকে এভাবে না হারায়,,, কোন স্ত্রীর চোখের সামনে যেন তার স্বামী কে এরকম নির্মমভাবে মরতে না হয়,,,,,,😭😭😭😭😭😭😭😭