Najmul Dhali

Najmul Dhali Virtue is its own reward

07/12/2024

'মৃত্যু'র অপর নাম অমৃত যার স্বাদ একবার পেলে আর কোন দিন মৃত্যু হবে না! অনন্তকাল মানুষ জীবিত থাকবে🪷

01/10/2024

আল্লাহর সাথে করা সম্পর্ক পৃথিবীর সকল সম্পর্কের চেয়ে শ্রেষ্ঠ।যিনি কখনোই ছেড়ে যায়💝

28/08/2024

দিন শেষে আল্লাহ ছাড়া কাউকেই পাবেন না।তাই দিনের শুরতেই আল্লাহ কে আপন করুন।

Really magic 🥀
27/01/2024

Really magic 🥀

❤️

💝💝
24/01/2024

💝💝

🥀
22/01/2024

🥀

20/01/2024

12march😊

বরাবরই সকলেরই 'ঢালী'পদবী নিয়ে একটা প্রশ্ন জেগেই উঠে,এরা কি হিন্দু বংশ নাকি মুসলিম বংশ⁉️এ আবার কেমন বংশ,কোন দিন নাম শুনি ...
16/01/2024

বরাবরই সকলেরই 'ঢালী'পদবী নিয়ে একটা প্রশ্ন জেগেই উঠে,এরা কি হিন্দু বংশ নাকি মুসলিম বংশ⁉️এ আবার কেমন বংশ,কোন দিন নাম শুনি নাই আরো হানতান প্রশ্ন সবারই মনে জাগে❗ এই বংশের নামটা এতোটাই আনকমন যে যারা এই বংশের লোক তারা দূরে কোথাও গেলে এই ঢালী নামেই পরিচিত পায়। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, হাইস্কুল লেভেল থেকেই ফ্রেন্ডসার্কেল নাজমুল না বলে সরাসরি ঢালী বলতো,তার দেখাদেখি পুরো স্কুলেই ঢালী নামে পরিচিত ছিলাম এমনকি টিচাররা অব্দি ঢালী নামে ডাকতো😌।এরপর কলেজ লেভেলে ঢালী নাম হাইড করাতাম যাতে সবাই নাজমুল নামেই চিনে, আশ্চর্যের বিষয় হলো কলেজেও কেমনে যেনো সবাই ঢালী নামের কথা শুনে এবং সকলেই ডাকতে শুরু করে😑।ব্যাপার কলেজ লেভেলে চুকিয়ে যাবে ভাবছিলাম,ও আল্লাহ এখন বিশ্ববিদ্যালয় লেভেলে এসেও সিনিয়র,ব্যাচমেট,জুনিয়র সবাই ঢালী নামেই চিনে🤢।বাপ মায়ের দেওয়া 'নাজমুল'নামটা প্রায় বিলুপ্তির পর্যায়।এমনকি বিশ্ববিদ্যালয়ের ম্যাম আমাকে এই ঢালী বংশের উত্থান সম্পর্কে জেনে আসার এসাইনমেন্টও দিছিলো✍️।
সব শেষ আমি নিজেই খুজতে শুরু করলাম আসলে এই বংশের নামকরণ হলো কিভাবে, কি এর ইতিহাস,কোন থেকে এলো এরা এই ইত্যাদি ইত্যাদি প্রশ্ন নিয়ে খুজতে গিয়ে যা পেলাম তা হলো-👇

উপমহাদেশে ঢালী একটি অত্যন্ত অভিজাত বংশ। তবে এ বংশ হিন্দু ও মুসলিম উভয় ক্ষেত্রে ব্যবহার হতে দেখা যায়।কীভাবে ঢালী বংশের নামকরণ হয় তা নিশ্চিতভাবে জানা যায় না। তবে যতদূর জানা যায়, বহুকাল আগে ইরান থেকে এ ভারত উপমহাদেশে যুদ্ধের জন্য কোনো এক রাজার ফরমায়েশে কিছু সংখ্যক সৈন্য পাঠানো হয়, যারা ঢাল তলোয়ারের যুদ্ধে ঢাল নিয়ে যুদ্ধ মোকাবিলা করতে পারদর্শী ছিলো। এরপর এরা যখন ওই রাজার হয়ে যুদ্ধে জয়লাভ করে তখন তাদেরকে পুরষ্কার স্বরূপ এ উপমহাদেশেই থাকার জন্য জমি ও বিবাহের জন্য পাত্রী দান করা হয়। এরপর তারা এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করে। তখন থেকেই এ ঢালী পরিবারের জন্ম।
এছাড়াও ঢালীরা প্রভাবশালী হওয়ায় অনেকেই এ বংশ পদবী নিয়ে বিভিন্ন ধরনের কথা বলে থাকেন যার বেশিরভাগই অযৌক্তিক। ঢালী বংশের লোকজন যে যুদ্ধের সাথে জড়িত ছিলেন তার প্রমাণ পাওয়া যায় যশোহর-খুলনার ইতিহাস - দ্বিতীয় খণ্ড-তে, "এই সকল ঢালী সৈন্য কোন বাধা বিপত্তি মানিত না, প্রাণপাত করিয়াও যুদ্ধ করিত। খান জাহান আলীর পদাতিক সৈন্যের মত ইহাদিগেরও কোদাল বা কুঠার অস্ত্রমধ্যে গণ্য হইত। উহারা জঙ্গল কাটিত, গড় কাটিত এবং খাল নালা বাঁধিয়া পুল প্রস্তুত করিয়া চলিত। ইহার যুদ্ধক্ষেত্রে যেমন অদম্য যোদ্ধা, তেমনি জঙ্গলে কাঠুরিয়া, জলে নৌকার দাড়ী এবং পথে কোড়াদারের কাজ করিত। প্রতাপের পতনের পর এই সকল সৈন্য ও তাহাদের কার্য-প্রণালী দেশমধ্যে ব্যাপ্ত হইয়া পড়িয়াছিল। এই ঢালী সৈন্য প্রতাপাদিত্যের এক প্রধান অবলম্বন এবং তাহার সৈন্য গঠন-প্রণালীর প্রথম ও প্রধান বিশেষত্ব।"💪

আরেকটি মত থেকে পাওয়া যায়, এই বংশের মান মর্যাদা,অর্থনৈতিক অবস্থা অনেক ভালো ছিলো,লোক মুখে শুনা যায় এ বংশের লোকদের কাছে কেউ কিছু চাইলে তাহাকে দুহাত ভরে ঢেলে সব দিয়ে দিতো যার থেকে ঢালী নামের উৎপত্তি।

আমাদের বর্তমান বসতস্থানের ইতিহাস জানতে চাইলে বংশের বয়োবৃদ্ধ গণ বলেন আমাদের ইতিহাস বলতে আমরাই প্রথম এই অঞ্চলে আসি এবং এখানে যায়গা জমি খরিদ করে জঙ্গল কেটে আবাসস্থল তৈরি করি।এজন্য ঢালীদের এখানে খুব সম্মানের চোখে দেখা হয় এবং আমাদের কেন্দ্র করে অন্যান্য বংশীয় লোকজন এর আশেপাশে বসত স্থাপন করে।

এতোটুকু ইতিহাস আমি সংগ্রহ করতে পারছি। আগে কেউ ঢালী বলে ডাক দিলে খারাপ লাগতো তবে এটা এখন আমারই ভালো লাগা শুরু হয়ে গেছে, এখন আর তেমন কিছু মনে করি না। সত্যিই প্রতিটা বংশীয় মান-মর্যাদা এবং ইতিহাস খুবই সোনালী।

Address

Gopalganj
Dhaka

Telephone

+8801920600999

Website

Alerts

Be the first to know and let us send you an email when Najmul Dhali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Najmul Dhali:

Share