
01/07/2025
সন্তানদের সাফল্যে গর্বিত পিতা-মাতার প্রতি শ্রদ্ধাঞ্জলি ও অভিনন্দন 🌟
শ্রদ্ধা জানাই সেই মহান পিতা-মাতাকে (আমার শ্রদ্ধেয় বোন ও ভগ্নিপতি)—যাঁদের নিবিড় পরিচর্যা, অক্লান্ত পরিশ্রম ও অটুট মানসিক শক্তির ফলেই তাঁদের চার সন্তান আজ সফলতার শিখরে পৌঁছেছে।
🔹 বড় ছেলে Md. Jahin Shakil bhuiyan ৪৪তম বিসিএস পরীক্ষায় #প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত, বর্তমানে ঔষুধ তত্ত্বাবধায়ক, হিসেবে ঔষুধ প্রশাসন অধিদপ্তরে কর্মরত।
🔹 ছোট ছেলে দেশের শীর্ষ #মেডিকেল কলেজে পড়াশোনা করছে,
🔹 বড় মেয়ে #চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সুনামের সঙ্গে বিএসসি অনার্স ও মাস্টার্স পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে গভর্ন্যান্স স্টাডিজে মাস্টার্স এ প্রথম শ্রেণীতে প্রথম হয়েছে।
🔹 এবং ছোট মেয়ে #সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি অর্থনীতিতে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে।
গ্রামের একজন নিভৃতচারী অসাধারণ একজন মানুষ এই সন্তানদের পিতা, আর মাতা একজন গৃহিণী যিনি কিনা সন্তানদের প্রথম মেন্টর হিসেবে সবসময় নিয়োজিত ছিলেন— তাঁদের সীমিত সামর্থ্যকে তাঁরা পরিণত করেছেন অসীম শক্তিতে। নিঃশব্দে, নিরলসভাবে গড়ে তুলেছেন চারটি সম্ভাবনার প্রদীপ।
আজ তাঁদের এই বিজয় শুধু পরিবারের নয়, আমাদের সমাজেরও গর্ব।
তাঁদের প্রতি আমাদের হৃদয় থেকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।