PRIME X Entertainment

PRIME X Entertainment Stay tuned Entertainment is in art like color in pictures.
(228)

05/09/2025
10/08/2025
28/07/2025
23/06/2025
09/06/2025
05/06/2025
02/05/2025

বিদেশে এসে যেটা সবচেয়ে বেশি চোখে পড়ে; বাংলাদেশিরাই বাংলাদেশিদের এড়িয়ে চলে।😓🤷‍♀️

🍁 নতুন কেউ ইউরোপে এলেই ‘সিনিয়র অভিজ্ঞরা’ একটা কথাই আগে বলে, “বাংলাদেশি কমিউনিটি থেকে যত দূরে থাকতে পারো, তত ভালো।”

🌻 একটা সময় আমিও ভেবেছি—হ্যাঁ, কিছু ক্ষেত্রে কথাটা হয়তো ঠিক।
কারণ আমরা অনেকেই এমন অভিজ্ঞতার ভেতর দিয়ে গেছি যেখানে 'আপন মানুষ' ভিন্ন স্বার্থে ব্যবহার করেছে, তথ্য লুকিয়েছে বা সাহায্য করতে গিয়েও বিপদে ফেলেছে।

কিন্তু প্রশ্ন হলো; এই মানসিকতা কি আদৌ কাম্য?

একটা অচেনা দেশে, যেখানে না আছে আত্মীয়, না পুরোনো বন্ধুবান্ধব—
সেখানে যদি নিজের দেশের মানুষকেই মন খুলে কথা বলার সুযোগ না থাকে,
তাহলে আমাদের কমিউনিটি গড়ে উঠবে কেমন করে?

🍂 এটা সত্যি, কিছু দেশে বাংলাদেশের কমিউনিটি অনেক দারুণভাবে একসাথে কাজ করে। নতুন স্টুডেন্টরা আসলে সাহায্য করে, তথ্য দেয়, হাতে ধরে পথ দেখায়।

আবার কিছু দেশ আছে—পর্তুগাল, স্পেন, ফ্রান্স—যেখানে ‘কমিউনিটি’ মানে একদল দালাল, একঝাঁক স্বার্থপর মানুষ। তথ্য চাইলেও যেন হীরের দাম চায়, সাহায্য চাইলে উল্টো ধান্দা খোঁজে।

এক ভাই কিছুদিন আগে বলছিলেন, পর্তুগালে কী ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে পড়েছিলেন—দেশি কোন ভাই পাশে দাঁড়ায়নি।

✅ তাই বিদেশে এসে সবচেয়ে জরুরি কাজগুলোর একটা হলো—
বুঝে-শুনে সম্পর্ক গড়া। কার সঙ্গে সময় দিবেন, কার সঙ্গে দূরত্ব রাখবেন—এই বুদ্ধিটুকু খুব জরুরি।

কারণ একটা ভালো বন্ধু বা ছোট্ট সার্কেলই আপনাকে সাহস দেবে, তথ্য দেবে, অন্ধকার সময়েও আলো দেখাবে।

আর একটা ভুল গ্রুপের সাথে জড়ালে?
আপনার উন্নতির গতি কমে যাবে—হয়তো নিজেকে হারিয়েই ফেলবেন।

বিদেশ মানে একা পথ চলা না, বরং বুঝে-শুনে চলা।
কমিউনিটি মানে বিপদ না, সঠিক মানুষদের সাথে মিললে—এটাই হবে আপনার সবচেয়ে বড় শক্তি।

Sharmin Mitul

01/05/2025

🇪🇦পর্তুগালের পর বর্তমানে ইউরোপে স্থায়ী হওয়ার একটা সুন্দর সুযোগ দিচ্ছে স্পেন/SPAIN! 🇪🇦

✅স্পেন নিয়ে অনেকের প্রস্ন ছিল! যারা উচ্চশিক্ষার জন্য স্পেন কে অপশন হিসেবে রেখেছেন, আজকে তাদের বেসিক তথ্য দেওয়ার চেষ্টা করলাম!

🌻যাইহোক, চলুন একনজরে জেনে নিই স্পেনে পড়াশোনা সম্পর্কে সব দরকারি তথ্য:

👔টিউশন ফি কত?
সরকারি বিশ্ববিদ্যালয়ে বছরে মাত্র ১,০০০ থেকে ২,৫০০ ইউরো! প্রাইভেট হলে একটু বেশি, তবে তাও manageable।

🏛️বিখ্যাত কিছু বিশ্ববিদ্যালয়ের নাম:
- University of Barcelona
- Autonomous University of Madrid
- Pompeu Fabra University
- University of Valencia
- University of Granada

🚫স্পেনে ইংরেজি ভাষায় ব্যাচেলর প্রোগ্রাম সংখ্যায় তুলনামূলকভাবে কম। বেশিরভাগ কোর্স স্প্যানিশ ভাষায় হয়!

🛎️IELTS স্কোর কত লাগে?
বেশিরভাগ ইংরেজি কোর্সের জন্য 6.0- 6.5 লাগে। তবে কিছু ইউনিভার্সিটি MOI (Medium of Instruction)-এও অ্যাডমিশন দেয়।

🌍Application Deadline:
- Fall intake সেপ্টেম্বর): মে-জুলাই
- Spring intake (জানুয়ারি): নভেম্বর-ডিসেম্বর
(বিশ্ববিদ্যালয়ভেদে ভিন্ন হতে পারে)

🍾স্টাডি গ্যাপ:
৫-৬ বছর পর্যন্ত গ্যাপ গ্রহণযোগ্য, যদি তার পিছনে যুক্তিসঙ্গত কারণ থাকে (চাকরি, কোর্স ইত্যাদি)।

💲 ব্যাংক স্টেটমেন্ট ও ব্লক মানি:
- মিনিমাম ৮,০০০-৯,০০০ ইউরো দেখাতে হয়, এক বছরের খরচ কভার করার জন্য।
- কিছু ক্ষেত্রে এটা ব্লক করে রাখাও লাগতে পারে, আবার কোথাও শুধু ব্যাঙ্ক স্টেটমেন্ট দিলেই হয়।

✴️মাসিক খরচ কত?
৫০০–৭৫০ ইউরো যেটায় বাসা ভাড়া, খাবার, ট্রান্সপোর্ট সব ম্যানেজ হয়ে যায়।

🔶ভিসা প্রসেসিং ধাপসমূহ:
- ইউনিভার্সিটিতে অ্যাডমিশন
- স্পেনের কনস্যুলেট বা ভিসা সেন্টারে আবেদন
- প্রয়োজনীয় ডকুমেন্ট: অফার লেটার, ভিসা ফর্ম, ব্যাংক স্টেটমেন্ট, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল, ইনস্যুরেন্স
- ভিসা ইন্টারভিউ (কিছু ক্ষেত্রে হয়)
- ভিসা প্রসেসিং টাইম: ৪-12 সপ্তাহ

☣️ভিসার জন্য ইন্ডিয়া যেতে হয়?
না, এখন ঢাকার স্প্যানিশ এম্ব্যাসি থেকেই স্টুডেন্ট ভিসা আবেদন করা যায়।

👨‍👩‍👧‍👧স্পাউস/বাচ্চা একসাথে নিতে পারব?
না, স্টুডেন্ট ভিসা দিয়ে সরাসরি স্পাউস বা বাচ্চা একসাথে নেয়া যায় না। পরে পার্মানেন্ট রেসিডেন্স বা ওয়ার্ক পারমিট পেলে স্পাউস জয়েন করতে পারে।

🌲পার্টটাইম কাজ করা যায়?
হ্যাঁ, প্রতি সপ্তাহে ২০ ঘণ্টা কাজ করা যায়। ছুটিতে ফুলটাইমও করা যায়!

🤯পড়াশোনার পর স্থায়ী হওয়া যাবে?
হ্যাঁ! মাস্টার্স শেষে Job Search Visa (1 year) পাওয়া যায়। চাকরি পেয়ে গেলে রেসিডেন্স পারমিট -> ৫ বছর পর স্থায়ী রেসিডেন্সের সুযোগ।

✅স্পেনে পড়াশোনার সুবিধা:
- ইউরোপে সহজে ভ্রমণ
- পড়াশোনার খরচ কম
- লাইফস্টাইল আর ওয়েদার চমৎকার
- কাজের সুযোগ ভালো
- স্প্যানিশ ভাষা শেখা মানে বাড়তি স্কিল

⛔অসুবিধা:
- স্প্যানিশ না জানলে শুরুর দিকে কষ্ট হবে বেশ, কিছু শহরে ইংরেজি একদম ই চলে না
- ভিসা প্রসেসিং স্লো
- লো ভিসা রেশিও‼️





































21/04/2025

Thank You

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when PRIME X Entertainment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Our Story

এই পেইজে খোলা হয়েছিলো ২০১১ সালে, যখন বাংলাদেশী টিভি চ্যানেলগুলোর কোন ফেইসবুক পেইজ ছিলো না। তাই আমরা চেষ্টা করেছিলাম সকল টিভি চ্যানেলের একটি ফ্যান পেইজ হওয়ার। এখন সবার ফেইসবুক পেইজ আছে, আমরাও আছি! পথচলায় সাথেই থাকুন || দেশীয় টিভি দেখুন, সমালোচনা করুন ||