13/07/2025
❤
**"আজ আমাদের একসাথে পথচলার তিনটি বছর পূর্ণ হলো...
তিনটি বসন্ত, তিনটি শীত, তিনটি ভালোবাসায় মোড়া বছর।
তুমি আমার জীবনের সেই আলো,
যার স্পর্শে প্রতিটা দিন নতুন করে বাঁচতে শিখি।
তোমার হাত ধরে যে যাত্রা শুরু করেছিলাম,
আজও সেই হাতই আমার সবচেয়ে নিরাপদ আশ্রয়।
তোমার হাসিতে আমার শান্তি,
তোমার চোখে আমার পৃথিবী।
বিবাহবার্ষিকীর এই দিনটিতে তোমায় শুধু একটা কথাই বলতে চাই —
ধন্য আমি, কারণ তুমি আমার জীবনসঙ্গী।
ভালোবাসি আজও, ঠিক প্রথম দিনের মতো... না হয় তার থেকেও একটু বেশি। 💗💗