Sultan

Sultan এসেই যখন পরেছেন, লাইক আর ফলো টা করেই দিন

24/06/2025

শুধু তুমি নেই

মেনশন করুন
23/06/2025

মেনশন করুন

23/06/2025

প্রকৃতি

100% Organic মি>সা>ই>ল from Bangladesh. No need GPS,  Only direct action boss! Bangali use this only for Peace (আহ শান্ত...
22/06/2025

100% Organic মি>সা>ই>ল from Bangladesh. No need GPS, Only direct action boss!
Bangali use this only for Peace (আহ শান্তি).

16/06/2025

আমি মেয়ে দেখলে চুল ঠিক করিনা,
তবে মেয়েরা আমার চাহুনি দেখলে ওড়না ঠিক করে.

16/06/2025

Thank you Meta for removing restrictions from my page.

30/05/2025

Afternoon after rain

30/05/2025
28/05/2025

লাইফে সব থেকে বড় কনফিউশন,
বিরিয়ানীতে দেয়া সেদ্ধ ডিম আসলে কখন খাওয়া উচিত 🤔

19/04/2025

Riding

আমরা স্বপ্ন দেখি, আর সেই স্বপ্ন বাস্তবে রূপ দিই! আজ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে আশিক ভাইয়ের প্রেজেন্ট...
09/04/2025

আমরা স্বপ্ন দেখি, আর সেই স্বপ্ন বাস্তবে রূপ দিই! আজ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে আশিক ভাইয়ের প্রেজেন্টেশন সবাইকে মুগ্ধ করেছে।

তিনি দুটো স্লাইডে দেখিয়েছেন কীভাবে বঙ্গোপসাগর আর চট্টগ্রাম বন্দর ব্যবহার করে ভারতের সেভেন সিস্টার্স, ভূটান, আর নেপালে বিনিয়োগকারীরা সহজে আর কম খরচে পণ্য রপ্তানি করতে পারবে।

আরেকটা বড় খবর দিয়েছেন—আমাদের বাংলাদেশি স্টার্টআপ শপআপ ১১০ মিলিয়ন ডলার বিনিয়োগ পেয়েছে, যা একক ডিল হিসেবে সর্বোচ্চ!

এই তরুণরা ড. ইউনূসের ডাকে বিদেশ ছেড়ে দেশে ফিরে এসেছে বাংলাদেশ গড়তে। আমরা তাদের হারতে দেব না, কখনো হতাশ হতে দেব না!

একটি ফোনকল, এক মিনিটের সিদ্ধান্ত এবং এক মাসের যাত্রাএকদিন দুপুরে হঠাৎই ফোন আসে প্রফেসর ইউনুসের কাছ থেকে। তিনি সরাসরি বলল...
09/04/2025

একটি ফোনকল, এক মিনিটের সিদ্ধান্ত এবং এক মাসের যাত্রা
একদিন দুপুরে হঠাৎই ফোন আসে প্রফেসর ইউনুসের কাছ থেকে। তিনি সরাসরি বললেন,
“আশিক, দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ এসেছে। তুমি আসবে তো?”
একটা মুহূর্তও দেরি করিনি।
নন্দিনীকে জিজ্ঞেস করিনি, কারণ জানতাম—আমার সিদ্ধান্তে ও কখনও বাধা হবে না।
সে একটা ৫৯ সেকেন্ডের হোয়াটসঅ্যাপ কলে আমি সিঙ্গাপুরের বিলাসবহুল, নিরাপদ, গোছানো জীবন পেছনে ফেলে দিলাম।
চলে এলাম বাংলাদেশে। দায়িত্ব নিলাম বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের—সংক্ষেপে BIDA—যেখানে কাজ আমার দেশের জন্য, দেশের মানুষদের জন্য।
বন্ধুরা মজা করে বলে, “তুই তো এখন দেশের চিফ মার্কেটিং অফিসার!”
তবে এই দায়িত্ব শুধু সম্মানের নয়—একটা বিশাল চাপ, বিশাল প্রত্যাশা, আর তার চেয়েও বড় দায়।
এই এক মাসে কোনও সপ্তাহে ছুটি কাটাইনি। শুক্র-শনিবার মিলিয়ে প্রতিদিন গড়ে ১৬-১৮ ঘণ্টা কাজ করছি।
প্রায় আড়াইশো সিইও, উদ্যোক্তা, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি।
চেষ্টা করছি বুঝতে—তাদের কোথায় বাধা লাগে, কেন নতুন বিনিয়োগে অনিশ্চয়তা তৈরি হয়, আর আমরা প্রশাসনিকভাবে কীভাবে এই সমস্যা সমাধানে এগিয়ে আসতে পারি।
আমার কাজ হলো নতুন বিনিয়োগ আনা, দেশি-বিদেশি উদ্যোক্তাদের আস্থা ফিরিয়ে আনা, এক কথায়—বাংলাদেশকে তুলে ধরা বিশ্বের বাণিজ্য মানচিত্রে।
আমরা একটা জনগণের সরকার। আমাদের কাছে প্রত্যাশা অনেক বেশি—এবং সেটা হওয়াই স্বাভাবিক।
জাতীয় ক্রিকেট দলের সঙ্গে এই জায়গাটা মিলে যায়—সবার চাওয়া আমরা জিতি, সবসময় ভালো পারফর্ম করি।
কিন্তু পরের বলটা একটু খারাপ হলেই চারদিক থেকে হু-হু করে ওঠে সমালোচনার ঝড়—কে দলে থাকবে, কে বাদ যাবে, ফিল্ডিং কেন এমন হল—সব কিছু নিয়েই কথা।
তেমনি, আমরাও প্রতিনিয়ত যাচাইয়ের মধ্যে আছি। কাজের ফলাফলে একটু খামতি হলে তার বিশ্লেষণ শুরু হয়, সমালোচনাও আসে।
তবুও এটা মেনে নেওয়া শিখেছি—কারণ দেশটা আমাদের। মানুষ বলবেই। তাদের বলার অধিকার আছে, কারণ আমরাই তাদের প্রতিনিধিত্ব করছি।
দিন শেষে যখন বাড়ি ফিরি, ফোনটাও তখনো বাজতে থাকে। মেইল-টেক্সট-হোয়াটসঅ্যাপে জমে থাকা মেসেজের ভিড়ে চোখ রাখি।
তারপর হালকা ক্লান্ত মনে ফেসবুক খুলে দেখি—সমালোচনার নতুন ঢেউ। এমনকি কখনও কখনও মনে হয়, আমার নিজের স্ত্রীও বুঝি বিরোধী দলে!
তখন নিজেকে বোঝাই—এইটাই তো বাস্তবতা। গণতন্ত্র মানেই ভিন্নমত, মানেই প্রশ্ন তোলা।
তাই আমরা ভুল করব, আবার শিখব, আবার শুধরাবো।
ধীরে

Address

Road 1, Mirpur
Dhaka

Telephone

+8801981812000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sultan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sultan:

Share