27/10/2025
আজ লজ্জায় মাথা নিচু হয়ে আসে,
মুখ লুকানোরও জায়গা খুঁজে পাই না।
তবুও আকাশ কাপেনা..
যে নোবেলজয়ীকে একসময় দেশের হিরো ভাবা হয়েছিল,
তার মাত্র ষোলো মাসের শাসনেই
বাংলাদেশের নাম হয়ে গেছে ব্যঙ্গের প্রতীক।
সুদান, সোমালিয়া নয়
এখন উদাহরণ দেওয়া হয় বাংলাদেশকে নিয়ে!
বিদেশের মানুষ মজা করে বলে,
“This is not Bangladesh”
বাংলায় যেন বলে, “দেখো, এটা বাংলাদেশ না!”
হায় লজ্জা! কী ভয়াবহ অপমান!
পর্তুগালে আমার কিছু পরিচিতকে বলবো,
বিলবোর্ডটা যেন নামিয়ে দেয়
কিন্তু মনে প্রশ্ন জাগে বারবার, এভাবে আর কতদিন মহাজনের কৃতকর্ম ঢেকে রাখবো আমরা?