H A Billal Hossain

  • Home
  • H A Billal Hossain

H A Billal Hossain মুজিববাদ. জয় বাংলা. বাংলাদেশ

বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে ষড়যন্ত্রের এক নতুন রূপ নিয়েছে—নকল ও এডিট করা অডিও। যেমন সদ্য ঘটে যাওয়া ঘটনায় বিএনপি চেয়ারপ...
11/07/2025

বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে ষড়যন্ত্রের এক নতুন রূপ নিয়েছে—নকল ও এডিট করা অডিও। যেমন সদ্য ঘটে যাওয়া ঘটনায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি টাকার প্রতারণা হয়েছে। একইভাবে শেখ হাসিনার নামে একের পর এক ভুয়া অডিও ছড়ানো হচ্ছে, যা আর এখন নতুন কিছু নয়।

এই ধরনের ভুয়া অডিও ছড়িয়ে রাজনৈতিক নেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় হয়েছে। তারা ভুয়া কণ্ঠ, বিকৃত তথ্য এবং সাংবাদিকতার অপব্যবহার করে শেখ হাসিনার নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে চায়। কিন্তু জনগণ এখন অনেক সচেতন। তারা জানে, উন্নয়ন, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় শেখ হাসিনার ভূমিকা অডিও দিয়ে নয়, বাস্তব কাজের মাধ্যমেই পরিমাপযোগ্য।

আরও উদ্বেগজনক বিষয় হচ্ছে—আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাজুল ইসলাম এখন AI দিয়ে ভয়েস তৈরি করে বিদেশি সংবাদমাধ্যমে সরবরাহ করছে, কখনও বিক্রি করে, কখনও বা বিনামূল্যে। বিদেশি মিডিয়ার প্রতি মানুষের কিছুটা আস্থা থাকায়, এসব ভুয়া কনটেন্ট সহজেই বিশ্বাসযোগ্যতা পেয়ে যাচ্ছে।

তাজুল ইসলামের হুমকির মতো বক্তব্য স্পষ্ট করে যে, এই ধরনের নকল ভয়েস ভবিষ্যতেও চালিয়ে যাওয়া হবে। Gemini Veo-3-এর মতো উন্নত AI টুল ব্যবহারে আজ শুধু অডিও নয়, পূর্ণাঙ্গ ভিডিওও তৈরি করা সম্ভব হচ্ছে—যা সত্য-মিথ্যার সীমারেখা ঘোলাটে করে ফেলছে।

কিন্তু স্মরণ রাখতে হবে, শেখ হাসিনার মতো একজন পরীক্ষিত নেতা—যিনি পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংকের অযৌক্তিক অভিযোগ পেরিয়ে স্বনির্ভরতা দেখিয়েছেন, তিনিও জানেন কীভাবে এসব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হয়।

মিথ্যা অডিও দিয়ে নেতাকে থামানো যায় না, কারণ জনগণ এখন উন্নয়নের আওয়াজ চেনে।

11/07/2025
এটা কি সাংবাদিকতা, নাকি স্ক্রিপ্টেড অপপ্রচার?সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছেন সেই পরিচিত বিবিসি সাংবাদিক—যিনি বরাবর...
11/07/2025

এটা কি সাংবাদিকতা, নাকি স্ক্রিপ্টেড অপপ্রচার?

সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছেন সেই পরিচিত বিবিসি সাংবাদিক—যিনি বরাবরই শেখ হাসিনা সরকারবিরোধী বক্তব্যে সোচ্চার।
এই ব্যক্তি ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের সময় যখন দেশের তরুণেরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল, তখনো ‘এক দফা’ বা নির্দিষ্ট দাবি না থাকা সত্ত্বেও তার সোশ্যাল মিডিয়া ছিল শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্বেষমূলক পোস্টে ভরা।

এমনকি বিচারের আগেই ‘ফাঁসি চাই’ স্লোগান দিয়ে যারা আইন হাতে তুলে নিতে উসকানি দিয়েছিল, তাদের সুরেই কথা বলেছিলেন তিনি। আজ আবার তিনি একটি রিপোর্ট প্রকাশ করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে—এই রিপোর্ট কতটা নিরপেক্ষ বা গ্রহণযোগ্য?

একই এলাকায় থেকে রিপোর্ট করছেন তিনি, অথচ—
• থানায় আগুন লাগার সময় তিনি চুপ ছিলেন,
• পুলিশ খুন হয়েছে—তিনি নীরব থেকেছেন,
• ৪০০ থানায় হামলা, অস্ত্র লুট—তার কাছে খবরই নয়,
• সোশ্যাল মিডিয়ায় স্নাইপারসহ অস্ত্র হাতে ছাত্রদের ছবি ঘুরছে—তাও তার দৃষ্টির বাইরে,
• অস্ত্রধারী আন্দোলনকারীদের নিয়ে তার কলমে একটিও শব্দ নেই।

এই হলো সেই তথাকথিত সাংবাদিকতা, যেখানে সত্য নয়, পক্ষপাতই আসল নিয়ামক।
যেখানে সাংবাদিকতা নয়, বরং ডিপ স্টেট বা বিদেশি এজেন্ডা বাস্তবায়নের ‘মাধ্যম’ হিসেবে ব্যবহৃত হচ্ছে রিপোর্টিং।

তাই প্রশ্ন উঠেই যায়:
আপনি কি এসবের মাঝে সাংবাদিকতার নিরপেক্ষতা খুঁজছেন?
না ভাই, এটা সাংবাদিকতা নয়—এটা স্ক্রিপ্টেড অপপ্রচার, সুচিন্তিত চরিত্রহনন।

দিল্লী না ঢাকা?
11/07/2025

দিল্লী না ঢাকা?

ভারতে আম উপহার পাঠালেন ড. ইউনূস

ূস #আমউপহার #বাংলাদেশভারতসম্পর্ক

10/07/2025

তড়িগড়ি নির্বাচন দিয়ে পালাবে ইন্নস্ —
এ যেন ‘সাইড়া দে মা, কাইন্দা বাঁচি’ রাজনীতির ক্লাইম্যাক্স!
যার হাতে ছিলো দেশের রাশ, এখন সে ভীরু চাষ।
ব্যালট নয়, বরং বাঁচার এক প্রার্থনা — তোরা কে নিবি ক্ষমতা?
পেছনে আগুন, সামনে ফাঁদ, ঘেরাও করেছে জনতার ধ্বনি:

10/07/2025

“অনুসন্ধানী প্রতিবেদন বলে দাবি করলেও বিবিসি সাংবাদিকতার ন্যূনতম নীতিমালাও মানতেও ব্যর্থ হয়েছে,” বলছেন শেখ হাসিনার ছেলে।

10/07/2025
10/07/2025

শা/লার জুলাই জ/ঙ্গিদের কাহিনি কেমন সিনেমাটিক!
কখনো পশ্চাতে গাড়ি হ্যান্দায় যায়, তো কখনো সমুদ্রে ডলফিনে পুক্কি মা’রে!
আসলে এরা যুদ্ধ করে, না নাটক করে—এইটা বুঝি না! 🫤

10/07/2025

BBC বাংলা হোলি আর্টিজান হামলার পটভূমিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জঙ্গিবাদবিরোধী নির্দেশনাকে বিকৃতভাবে উপস্থাপন করেছে। ২০১৬ সালের সেই ঐতিহাসিক নির্দেশনা তারা ভুলভাবে ২০২৪ সালের নামে প্রচার করেছে। এটি শহিদদের প্রতি চরম অসম্মান ও ইতিহাস বিকৃতির শামিল।

❤️
09/07/2025

❤️

উপমহাদেশে খুব কম নেতাই মিসেস ইন্দিরা গান্ধীর সামনে এত দৃঢ়ভাবে, সম্মানজনক ভঙ্গিতে বসতে সাহস পেতেন।
জয় বাংলা ✊

Address


Telephone

+8801711428772

Alerts

Be the first to know and let us send you an email when H A Billal Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to H A Billal Hossain:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share