Songbadbd.com

Songbadbd.com Bangladeshi Lat est Sports and Technology Online News provider

অঝরে কাঁধছেন পলক।
23/07/2025

অঝরে কাঁধছেন পলক।

**ম্যান সিটি বনাম আল হিলাল: ক্লাব বিশ্বকাপের এক শ্বাসরুদ্ধকর লড়াই!**ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে গতকাল অরল্যান...
01/07/2025

**ম্যান সিটি বনাম আল হিলাল: ক্লাব বিশ্বকাপের এক শ্বাসরুদ্ধকর লড়াই!**

ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে গতকাল অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ইউরোপীয় জায়ান্ট ম্যানচেস্টার সিটি এবং সৌদি আরবের শক্তিশালী দল আল হিলাল। ম্যাচটি ছিল রুদ্ধশ্বাস এবং নাটকীয়তায় ভরপুর, যেখানে আল হিলাল ৩-৪ গোলের ব্যবধানে ম্যান সিটিকে পরাজিত করে এক ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছে!

৯০ মিনিটের নির্ধারিত সময়ের পরেও যখন ম্যাচ ২-২ গোলে অমীমাংসিত ছিল, তখন অতিরিক্ত সময়ে খেলা গড়ায়। সেখানেও দুই দলের কেউই হাল ছাড়েনি, একের পর এক গোল করে ম্যাচে উত্তেজনা ধরে রাখে। অবশেষে, মার্কোস লিওনার্দোর অসাধারণ গোলে আল হিলাল ৪-৩ ব্যবধানে এগিয়ে যায় এবং ম্যান সিটিকে টুর্নামেন্ট থেকে ছিটকে দেয়।

ম্যানচেস্টার সিটি এই ম্যাচে তাদের তারকা খেলোয়াড়দের নিয়ে মাঠে নেমেছিল, যেখানে আর্লিং হাল্যান্ড, বের্নার্দো সিলভা এবং ফিল ফোডেন গোল করেন। কিন্তু আল হিলালের আক্রমণভাগ এবং বিশেষ করে কুলিবেলি, ম্যালকম ও মার্কোস লিওনার্দোর দুর্দান্ত পারফরম্যান্স সিটিকে হার মানতে বাধ্য করে। কালিমু কুলিবেলি এবং ম্যালকমও আল হিলালের হয়ে গোল করেন।

এই ম্যাচটি প্রমাণ করে দিল যে ফুটবল কতটা অনিশ্চিত এবং কিভাবে যেকোনো দলই তার সেরাটা দিয়ে বড় প্রতিপক্ষকে হারাতে পারে। আল হিলালের এই জয় নিঃসন্দেহে ক্লাব বিশ্বকাপের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। ম্যান সিটির জন্য এটি একটি অপ্রত্যাশিত ধাক্কা হলেও, আল হিলালের এই ঐতিহাসিক জয় বিশ্ব ফুটবলে তাদের অবস্থান আরও সুদৃঢ় করবে।

27/06/2025

সময় টিভির কাছে মানুষের জীবনের দাম মাত্র ১ লাখ!

আজ বিকেলের দিকে বেইলি রোড এলাকায় সময় টিভির গাড়ির ধাক্কায় প্রাণ হারায় উবার পাঠাও রাইড শেয়ারিং এক বাইকার। কয়েক ঘন্টা আগেও জীবিত সেই হতভাগা পাঠাও রাইডারে নিথর দেহ পড়ে আছে পদ্মা হাসপাতালে।

নিহত বাইক রাইডারের পরিবার থানায় গেলে সময় টিভি কর্তৃপক্ষ মাত্র ১ লাখ টাকায় ওই পরিবারকে সমঝোতা করতে বাধ্য করেছে। নিহত ব্যক্তির পরিবার ৫ লাখ টাকা দাবি করলেও মিডিয়ার হ্যাডমগিরি দেখিয়ে মাত্র ১ লাখ টাকায় ঘটনা রফাদফা করেছে সময় টিভি।

ঘটনার সমঝোতার সময় সময় টিভির ৫ টি গাড়ি রমনা থানায় দেখা যায়। ১ লাখ টাকা দিয়ে ঘটনাটি সমঝোতা করার চেষ্টা করলেও, কয়েক ঘন্টা আগে জীবিত এক জন ব্যক্তি,যার উপর ভর করে দুটি পরিবার চলে,তার জীবনের মূল্য মাত্র ১ লাখ টাকা। সময় টিভির এমন কান্ড পরিষ্কারভাবে বুঝিয়ে দেয়, মানবিকতার ছিঁটেফোটাও নেই তাদের।

27/06/2025

অষ্টম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও ছাত্রদল নেতা, আতঙ্কে পরিবার

27/06/2025

ন্যাটো শীর্ষ সম্মেলনে যাওয়ার সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আপনারা যেমনটা জানেন, ভ্লাদিমির আমাকে ফোন করেছিলেন। তিনি বলেছিলেন, আমি কি আপনাকে ইরানের ব্যাপারে সাহায্য করতে পারি? আমি বলেছিলাম, না....

বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা দিয়ে জোর করে বাংলাদেশে পাঠানো হচ্ছে। ভারতের বহু বিজেপি শাসিত রাজ্যে এমনটাই হচ্ছে।-মমতা...
25/06/2025

বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা দিয়ে জোর করে বাংলাদেশে পাঠানো হচ্ছে। ভারতের বহু বিজেপি শাসিত রাজ্যে এমনটাই হচ্ছে।
-মমতা বন্দ্যোপাধ্যায়

25/06/2025

পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজের সূচী।
সবম্যাচ মিরপুরে, সব খেলাই বিকেল ছয়টায় শুরু।

তথ্যসূত্র: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

25/06/2025

“আমি ধৈর্য ধরেছি, ইতিহাস সবার প্রাপ্য বুঝিয়ে দেয়” : উপদেষ্টা আসিফ মাহমুদ

25/06/2025

ভারত যদি পানি না দেয়, তাহলে যু দ্ধে যাবে পাকিস্তান: বিলাওয়াল ভুট্টো

25/06/2025

‘মব’ তৈরি করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে লাঞ্ছনার ঘটনায় জামিন...

দেশে প্রথমবারের মতো চালু হলো গুগল পে। টেক জায়ান্ট গুগলের সঙ্গে মিলে গুগলের ডিজিটাল ওয়ালেট সেবা এনেছে বেসরকারি খাতের সিটি...
25/06/2025

দেশে প্রথমবারের মতো চালু হলো গুগল পে।

টেক জায়ান্ট গুগলের সঙ্গে মিলে গুগলের ডিজিটাল ওয়ালেট সেবা এনেছে বেসরকারি খাতের সিটি ব্যাংক।

এখন থেকে ব্যাংকটির গ্রাহকরা তাদের মাস্টারকার্ড বা ভিসা কার্ড গুগল ওয়ালেট-এ সংযুক্ত করে গুগল পে ব্যবহার করে পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। গ্রাহককে আলাদাভাবে ব্যাংকের প্লাস্টিক কার্ড (ডেবিট ও ক্রেডিট) ব্যবহার করতে হবে না।

24/06/2025

প্রশ্নফাঁস ঠেকাতে ১৫ আগস্ট পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ ঘোষণা

Address

Mirpur
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Songbadbd.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Songbadbd.com:

Share