03/06/2024
-সময়টা ২৯ জুন!
বাংলাদেশ vs ইন্ডিয়া ফাইনাল ম্যাচ চলছে!
টসে জিতে ব্যাট করার সীদ্ধান্ত নেন ক্যাপ্টেইন নাজমুল হাসান শান্ত!🥱
প্রথমে ব্যাট করতে নেমে বরাবরের মতো ২০ তম শূন্য রানে আউট হয়ে ফিরেন সৌম্য সরকার!
তবে লিটন দাস খেলেন এক অগ্নি ঝড়া ইনিংস!মাত্র ৯ বলেই করে ফেলেন বিশ্ব রেকর্ডময় ফিফটি!
কিন্তু হঠাৎ মোহাম্মদ সিরাজের একটা বল এসে লিটনের মেডেল স্টাম্প ভেংগে দেয়!😁
জী ভাই আপনারা যেটা ভাবছেন সেটাই!🥴
এর পরে মাঠে নামেন ক্যাপ্টেইম নাজমুল হাসান শান্তু! গতো ৫ ম্যাচে ৭০০ রান করে সবার উপরে তিনি!🥱
কিন্তু আজকে বেশি একটা সুবিধা করতে পারেন নাই!
১৭ বলে ৪ রান করে ভুমরার বলে আউট হয়ে ফিরেন!
এর পর বরাবরের মতো মাহমুদউল্লাহ, সাকিব,সবাই ভালোই খেলে যান!
অবশেষে স্কোর দাঁড়ায়...
২৫৬-৭ ২০ ওভারে!🥴😁
ভারতের জেতার জন্য প্রয়োজন ২৫৭!
প্রথম ৫ ওভারে ১৫ রানেই ভারত হারিয়ে ফেলেন ৭ উইকেট!
এর পর বোলিং এ আসেন সাকিব আল হাসান!😎
প্রথম ওভারেই ৩৬ রান দিয়ে ফেলেন!
তার পরের ওভারে আসেন তাঞ্জিদ হাসান সাকিব!
তিনিও রিতিমতো ধোলাই এর শিকার হন রিংকু সিংগ এর কাছে!
সবাই যখন একের পর এক ধোলাই খেতে থাকে, লাস্ট পর্যায়ে এমন হয়ে দাঁড়ায়,
ভারতের জেতার জন্য প্রয়োজন
৬ বলে ১১!
চারদিকে একটা থম থম পরিবেশ!🤗
কে আসবে বোলিংয়ে! সাকিব তো নিজে আসার জন্য খুব নাচানাচি করা শুরু করে দিছে!এমনিতেই ৩ ওভার করে ৯৯ রান দিয়ে ফেলছে!
তার উপর আবার লাস্ট ওভার করতে চাচ্ছে!
হঠাৎ ভীরের মধ্যে থেকে,
বিশ্ববাসিকে অভাক করে দিয়ে বল করতে আসেন ক্যাপ্টেন শান্ত!🥴
১ম বল ১ রান
২য় বল ডট
৩য় বল ২
৪ র্থ বল ১
৫ম বল ১
এখন ১ বলে প্রয়োজন ৬ রান!
আসছেন শান্ত.......
বল করলেন....
সজোরে হাকিয়েছেন পান্ডিয়া..
বল আকাশে উড়ছে মনে হয় বাউন্ডারির বাইরে যাবে...
কিন্তু নাহ!!🥴...সবাইকে অবাক করে দিয়ে একটা লাফ দিয়ে বলটাকে তালু বন্দি করেন
খেলার শুরুতে বি'''' চি হারিয়ে ফেলা লিটন কুমার দাস!
চারিদিকে হৈচৈ!
ওয়ার্ল্ড কাপ জিতে যাওয়ার আনন্দে বাংলাদেশে ৩০ দিন সরকারি ছুটির ঘোষণা দেয়া হয়!
আর এভাবেই একটা পুরো রাত আমার স্বপ্নে কাটিয়ে যায়!🥱😎🥴🤗
আপনারা কমেন্টে জানিয়ে দিন!
আমার এতো কষ্টের স্বপ্নটা কী পূরণ হবে?🥱
Copy post