31/03/2024
বাসায় ঢুকতেই শিমুল দেখে পুরো ঘর অন্ধকার। সে তার দাদুকে ডাকতেই পুরো ঘরে লাইট জ্বলে আলোকিত হয়ে উঠে। শিমুল দেখে দাদু সোফার এক পাশে লুকিয়ে আছে। সে দাদুর কাছে গিয়ে জিগ্যেস করে, দাদু তোমার কি হয়েছে ? তখন দাদু কিছুই বলে না। শিমুলের কাছে মনে হচ্ছে দাদু অনেকটা ভয় পেয়েছে, সে আবার জিজ্ঞেস দাদুকে জিগ্যেস করতেই, দাদু তাকে জড়িয়ে ধরে। দাদু বলে তুমি এসেছো দাদু ভাই, শিমুল জিগ্যেস করে, দাদু কি হয়েছে? বলো আমাকে। তখন শিমুলের দাদু যা বলে তা শুনে তার চোখ কপালে উঠে যায়।----প্রিয় পাঠক/পাঠিকা বলছিলাম এতোক্ষন মোঃ শিমুল ইসলাম এর লেখা প্রথম গল্প "সোসাইটিতে অতৃপ্ত আত্মা " গল্পটির কথা। রহস্যময় ও ভয়ঙ্কর এই গল্পটি আসবে, আজ রাত ঠিক নয়টায়। নিয়মিত গল্প পড়তে ভৌতিক গল্পকে ফলো করে সাথেই থাকুন।
Jannat Aktar ভৌতিক গল্প