Sujanto Vibes

Sujanto Vibes Reaction Man — গান গৃহ — Sujanto Vibes
(1)

একবার ভাবুন মানুষ কতটা নির্মম, কতটা ভয়ংকর হলে এভাবে নির্দোষ দু’জনকে পিটিয়ে প্রাণ নিতে পারে?রংপুরের তারাগঞ্জে মেয়ের বিয়ের...
11/08/2025

একবার ভাবুন মানুষ কতটা নির্মম, কতটা ভয়ংকর হলে এভাবে নির্দোষ দু’জনকে পিটিয়ে প্রাণ নিতে পারে?

রংপুরের তারাগঞ্জে মেয়ের বিয়ের দিন ঠিক করতে গিয়ে চিরবিদায় নিলেন রুপলাল দাস (৪০) ও তাঁর আত্মীয় প্রদীপ দাস (৩৫)। শনিবার রাত ৯টার দিকে সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলায় ভ্যানচোর সন্দেহে তাঁদের আটক করে স্থানীয়রা নির্মমভাবে পিটিয়ে হত্যা করে।

প্রদীপ দাস নিজের ভ্যানে করে রুপলালকে নিতে যাচ্ছিলেন, যাতে পরদিন রুপলালের মেয়ের বিয়ের দিন ঠিক করা যায়। কিন্তু অপরিচিত পথে ঢুকে পড়ায় স্থানীয়দের সন্দেহ হয়। এরপর বটতলা থেকে টেনে নিয়ে স্কুল মাঠে প্রকাশ্যে মারধর করা হয় তাঁদের।

গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর সেদিন রাতেই রুপলাল মারা যান, আর ভোরে প্রদীপও চলে যান না-ফেরার দেশে।

"স্বামীর নিষ্ঠুরতা! অসুস্থ স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা"শেরপুরের শ্রীবরদী উপজেলার, কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর কান...
09/08/2025

"স্বামীর নিষ্ঠুরতা! অসুস্থ স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা"

শেরপুরের শ্রীবরদী উপজেলার, কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর কানিপাড়া বাজার সংলগ্ন এলাকায় ঘটে গেছে এক শিউরে ওঠার মতো ঘটনা।
এক অসহায় অসুস্থ নারীকে জীবিত কবর দেওয়ার চেষ্টা করেছে তারই স্বামী! 😢

স্থানীয়দের দাবি, বহুদিন ধরেই ওই নারী স্বামীর হাতে অমানবিক নির্যাতনের শিকার হচ্ছিলেন। গতকাল নির্দয় স্বামী তাকে জীবন্ত মাটিচাপা দেওয়ার চেষ্টা করে! 🥹

এই ঘটনা কি কেন্দ্র করে এলাকাবাসী ক্ষোভে ফুঁসে উঠেছেন এবং দ্রুত দোষীর শাস্তি দাবি করেছেন। আমরা প্রশ্ন করি — একজন মানুষ কিভাবে এত নিষ্ঠুর হতে পারে? 💔

আজকের দিনটা ছিল দারুণ আনন্দময়। সকালে চিলমারী ব্রহ্মপুত্র নদে গিয়ে প্রকৃতির সৌন্দর্যে মন ভরে গেল। নৌকা ভ্রমণ আর কয়েকটি...
08/08/2025

আজকের দিনটা ছিল দারুণ আনন্দময়। সকালে চিলমারী ব্রহ্মপুত্র নদে গিয়ে প্রকৃতির সৌন্দর্যে মন ভরে গেল। নৌকা ভ্রমণ আর কয়েকটি গানের ভিডিও শুটে মুহূর্তগুলো আরও বিশেষ হয়ে উঠল। শেষে পরেশ কাকুর গানের ক্লাবে সুরের মূর্ছনায় সারাদিনের ক্লান্তি মুছে গেল।

08/08/2025

ব্রহ্মপুত্র নদের অসাধারণ প্রকৃতি
সাথে পরেশ কাকু...

👉 এই অসহায় মা ও সন্তানের দায়িত্ব কে নেবে?👉 সমাজ কি শুধু দেখেই যাবে?🟠  খুলনার পাইকগাছায় মানসিক ভারসাম্যহীন এক নারী মা হয়ে...
06/08/2025

👉 এই অসহায় মা ও সন্তানের দায়িত্ব কে নেবে?
👉 সমাজ কি শুধু দেখেই যাবে?

🟠 খুলনার পাইকগাছায় মানসিক ভারসাম্যহীন এক নারী মা হয়েছেন, কিন্তু জানা যায়নি সন্তানের পিতৃপরিচয়!

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনির আগড়ঘাটা বাজার এলাকায় দীর্ঘদিন ধরে ঘুরে বেড়ানো এক মানসিক ভারসাম্যহীন নারী সম্প্রতি একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।

সন্তানের পিতা কে — তা কেউ জানে না। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় কিছু হৃদয়বান মানুষ মা ও নবজাতককে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করেন।
এখন মা ও শিশু দুজনই চিকিৎসাধীন রয়েছেন।

এমন দিন যেন শত্রুরও না হয়… 🥺মেয়ের বিয়ের রাতে—সারা বাড়ি আলোয় ঝলমল, আনন্দ-উৎসবে ভরে উঠেছিল চারদিক।সন্ধ্যার সময় কন্যার মা ঘ...
04/08/2025

এমন দিন যেন শত্রুরও না হয়… 🥺
মেয়ের বিয়ের রাতে—সারা বাড়ি আলোয় ঝলমল, আনন্দ-উৎসবে ভরে উঠেছিল চারদিক।
সন্ধ্যার সময় কন্যার মা ঘর ঝাড়ু দিচ্ছিলেন। ঠিক তখনই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা…

ডেকোরেশনের তারে লিক হয়ে বিদ্যুৎ চলে আসে ঘরের দরজায়। তিনি ঝাড়ু দিতে দিতে দরজায় হাত রাখতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

তড়িঘড়ি করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে, ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন… 😭
কন্যাকে তখন কিছু না জানিয়ে বলা হয় "চিকিৎসা চলছে । পরে হবিগঞ্জ কালীবাড়িতে নিয়ে গিয়ে বিয়ে সম্পন্ন করা হয়। 🥹

ভগবান যেন কাউকে এমন কঠিন সময়ের মুখোমুখি না করেন… 🙏🏼🥹
মায়ের আত্মা শান্তি কামনা করছি।
( ঠিকানা: গ্রাম: খড়িয়া
থানা: নবীগঞ্জ, জেলা: হবিগঞ্জ)

জীবন কতটা অদ্ভুত, কতটা ঠুনকো… বরের সাজে ঠিক কয়েক মুহূর্ত পর নতুন জীবন শুরু হওয়ার কথা ছিল, সেই পথেই মৃ/ত্যু এসে সব শেষ কর...
03/08/2025

জীবন কতটা অদ্ভুত, কতটা ঠুনকো…
বরের সাজে ঠিক কয়েক মুহূর্ত পর নতুন জীবন শুরু হওয়ার কথা ছিল,
সেই পথেই মৃ/ত্যু এসে সব শেষ করে দেয়…
নববধু সেজে অপেক্ষায় ছিল মেয়েটি—
তার স্বপ্ন, তার ভালোবাসা, সবকিছু মুহূর্তেই ছিন্নভিন্ন হয়ে যায়।

যে দুটি পরিবার ছিল আনন্দে আত্মহারা,
তাদের বুকভরা উল্লাস নিমেষেই রূপ নেয় অসহ্য বিষাদে।

এই হৃদয়বিদারক ঘটনা আমাদের শেখায়—
মৃ/ত্যু নিশ্চিত, আর জীবন… কেবল এক অনিশ্চিত পথ।

এমন হৃদয়বিদারক মৃ/ত্যু মেনে নেওয়া সত্যিই কষ্টকর… 😢কুমিল্লার চান্দিনার ডুমুরিয়া গ্রামের রিপন সরকার বর সেজে ঢাকার রূপগঞ্জে...
02/08/2025

এমন হৃদয়বিদারক মৃ/ত্যু মেনে নেওয়া সত্যিই কষ্টকর… 😢
কুমিল্লার চান্দিনার ডুমুরিয়া গ্রামের রিপন সরকার বর সেজে ঢাকার রূপগঞ্জে বিয়ে করতে যাচ্ছিলেন।
মাত্র কয়েক ঘণ্টা পরই জীবনের নতুন অধ্যায়ে পা রাখার কথা ছিল, কিন্তু আনন্দযাত্রা নিমিষেই রূপ নিলো বিষাদে—পথেই হঠাৎ অসুস্থ হয়ে মৃ/ত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

যে মেয়েটি নতুন জীবনসঙ্গীকে আলিঙ্গন করার অপেক্ষায় ছিল, জানি না, এত বড় শোক কীভাবে সে সহ্য করবে… 💔

31/07/2025

চলো গান শুনি

হেতে নাকি বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ ?🤔কিন্তু হেতে যে পুরুষ এটাতো আমি এই প্রথম শুনলাম।
29/07/2025

হেতে নাকি বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ ?🤔
কিন্তু হেতে যে পুরুষ এটাতো আমি এই প্রথম শুনলাম।

এর শেষ কোথায়...রংপুরের গঙ্গাছড়া থানার বেতগাড়ী ইউনিয়নের আলদাদপুর গ্রামে পরিকল্পিতভাবে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ তৈরি ...
28/07/2025

এর শেষ কোথায়...

রংপুরের গঙ্গাছড়া থানার বেতগাড়ী ইউনিয়নের আলদাদপুর গ্রামে পরিকল্পিতভাবে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ তৈরি করে প্রথমে ২০টি ঘর ভাঙচুর করা হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেও আরও ১০টি ঘর ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ভয়াবহভাবে নারীদের ওপর নির্যাতনও চালিয়েছে এই সন্ত্রাসীরা। এখন স্পষ্ট, এটি কোনো ধর্ম অবমাননার ঘটনা নয়—এটি ছিল একটি পূর্বপরিকল্পিত ও ঘৃণ্য ষড়যন্ত্র। সংখ্যালঘুদের উপর এই হামলার তীব্র নিন্দা জানাই 😪

কনটেন্ট ক্রিয়েশন কে পেশা হিসেবে দেখা কি যথাযথ হবে..? আপনাদের মতামত কি ...?
27/07/2025

কনটেন্ট ক্রিয়েশন কে পেশা হিসেবে দেখা কি যথাযথ হবে..? আপনাদের মতামত কি ...?

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sujanto Vibes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category