
11/08/2025
একবার ভাবুন মানুষ কতটা নির্মম, কতটা ভয়ংকর হলে এভাবে নির্দোষ দু’জনকে পিটিয়ে প্রাণ নিতে পারে?
রংপুরের তারাগঞ্জে মেয়ের বিয়ের দিন ঠিক করতে গিয়ে চিরবিদায় নিলেন রুপলাল দাস (৪০) ও তাঁর আত্মীয় প্রদীপ দাস (৩৫)। শনিবার রাত ৯টার দিকে সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলায় ভ্যানচোর সন্দেহে তাঁদের আটক করে স্থানীয়রা নির্মমভাবে পিটিয়ে হত্যা করে।
প্রদীপ দাস নিজের ভ্যানে করে রুপলালকে নিতে যাচ্ছিলেন, যাতে পরদিন রুপলালের মেয়ের বিয়ের দিন ঠিক করা যায়। কিন্তু অপরিচিত পথে ঢুকে পড়ায় স্থানীয়দের সন্দেহ হয়। এরপর বটতলা থেকে টেনে নিয়ে স্কুল মাঠে প্রকাশ্যে মারধর করা হয় তাঁদের।
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর সেদিন রাতেই রুপলাল মারা যান, আর ভোরে প্রদীপও চলে যান না-ফেরার দেশে।