08/10/2025
‘ দ্য সিক্রেট অব সিক্রেটস’
ড্যান ব্রাউন এর রবার্ট ল্যাংডন সিরিজের ৬ষ্ঠ বই ‘দ্য সিক্রেট অব সিক্রেটস’ নিঃসন্দেহে এমুহূর্তে পাঠক চাহিদার তুঙ্গে। এই বইয়ের অনুবাদে সর্বাগ্রে অন্যধারা, সাথে সময়ের অন্যতম সেরা দুই অনুবাদক জনাব ফুয়াদ আল ফিদাহ এবং মারুফ হোসেন। একজন পাঠকের পক্ষ হতে আপনাদের টুপি খোলা অভিনন্দন।
কাহিনী সংক্ষেপঃ
জাদুর শহর প্রাগে উপস্থিত বিখ্যাত সিম্বোলজিস্ট রবার্ট ল্যাংডন। উদ্দেশ্যঃ ডাকসাইটে নোয়েটিক বিজ্ঞানী ক্যাথেরিন সলোমনের একটি বিশেষ লেকচার শোনা। সদ্যই ক্যাথরিনের সাথে মন দেওয়া-নেওয়ার একটা সম্পর্কও গড়ে উঠেছে ল্যাংডনের।
নতুন এক বই প্রকাশ করতে চলেছে ক্যাথেরিন। বইটায় আছে এমন সব চাঞ্চল্যকর তথ্য, যা মানব-চেতনা সংক্রান্ত শতাব্দীপ্রাচীন বিশ্বাসকে এক ফুঁৎকারে উড়িয়ে দেবে!
কিন্তু সব ওলটপালট হয়ে গেল ভয়াবহ এক হত্যাকাণ্ডে। অকস্মাৎ উধাও হয়ে গেল ক্যাথরিন। গায়েব ওর অমূল্য পাণ্ডুলিপিটাও।
ভয়ংকর বিপদের জালে জড়িয়ে পড়ল ল্যাংডন। অসম্ভব ক্ষমতাধর কেউ লেগেছে ওর পেছনে, তার ওপর ওকে খুন করার জন্য তাড়া করছে প্রাগের হাজার বছরের প্রাচীন পুরাণ থেকে উঠে আসা এক ভয়ংকর আততায়ী।
শুরু হলো রুদ্ধশ্বাস দৌড়।
একদিকে অত্যাধুনিক বিজ্ঞান, আরেকদিকে আদিম জাদুবিদ্যা...এই দুই জগতের গোলকধাঁধায় ছুটতে ছুটতে ল্যাংডন মুখোমুখি হলো এক অবিশ্বাস্য সত্যের। বেরিয়ে এলো এক গোপন প্রজেক্টের কথা। এমন এক প্রজেক্ট, যা মানব মন সম্পর্কে আমাদের এতদিনের সব ধারণা চিরদিনের জন্য বদলে দেবে।
পাঠ প্রতিক্রিয়াঃ
রবার্ট ল্যাংডন সিরিজের ৫ম বই ‘অরিজিন’ প্রকাশের দীর্ঘ ৮ বছরের অপেক্ষা শেষে প্রকাশিত হলো সিরিজের ৬ষ্ঠ বই ‘দ্য সিক্রেট অব সিক্রেটস’। এবং অন্যধারার কল্যানে সর্বাগ্রে বইটির বাংলা অনুবাদ। পড়া শেষ কিন্তু প্রত্যাশা পূরণে আক্ষেপ রয়ে গেল। আগের বইগুলোর ধারাবাহিকতায় এই বইটিতে টানটান উত্তেজনা, সিম্বলজির উপস্থিতি তথা ব্রাউন/ল্যাংডন ম্যাজিকাল টুইস্ট এর বড্ড অভাব। আগের পাঁচটি বইয়ের মতো এটি কেবলই রবার্ট ল্যাংডন কাহিনি হয়ে উঠতে পারেনি।
তবে, ল্যাংডন সিরিজের প্রতিটি বইয়ে দুনিয়া কাঁপানো কোন সত্য উন্মোচনের যে সিগনেচার স্টাইল, তার ধারাবাহিকতা এই বইটিতেও পুরোমাত্রায় উপস্থিত, চমকেরও কমতি নেই। বিষয়বস্তু নিঃসন্দেহে অনন্য, তবে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক বিস্তারিত ব্যাখ্যায় অনেকের কাছে কাহিনির গতিতে বাঁধা বলে মনে হতে পারে (অবশ্য এই ব্যাখ্যা গুলো ছিল সর্বজনীন, সহজপাঠ্য ও আবশ্যিক)।
সবমিলিয়ে, যারা ব্রাউন তথা রবার্ট ল্যাংডন সিরিজের আগের প্রতিটি বই পড়েছেন, সেই মানদণ্ডে এ বইটি অনেককেই হতাশ করতে পারে। তবে আমার ব্যক্তিগত মতে আক্ষেপ থাকলেও হতাশ নই। পুরো কাহিনির যে সফল সমাপ্তি, তা অবশ্যই প্রশংসার দাবি রাখে।
পার্সোনাল রেটিংঃ ৪.০০/৫.০০
অনুবাদ প্রসঙ্গেঃ
অরিজিনাল বইটি প্রকাশের এত অল্প সময়ে অনুবাদ নিঃসন্দেহে প্রশংসনীয়। জনাব ফুয়াদ আল ফিদাহ এবং মারুফ হোসেন, দুজনেই পরীক্ষিত অনুবাদক, আমাদেরকে দারুণ সব অনুবাদ বই উপহার দিয়েছেন। এই বইটিতেও তারা তাদের সেরাটাই দিয়েছেন। বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক টার্ম গুলোকে বাংলায় যেভাবে উপস্থাপন ও সহজবোধ্য করেছেন তা সত্যিই অনন্য। বিশেষ করে ফুটনোট গুলো বইটির মান অনেক বেশি বাড়িয়ে দিয়েছে।
তবে বই প্রকাশে তাড়াহুড়োর জন্যই, সম্পাদনায় কিছু ভুল লক্ষনীয়। বাক্যের মাঝে কিছু কিছু শব্দের রিপিট (একই শব্দ পরপর দুবার), অসম্পূর্ণ বাক্য বেশ কয়েক বারই চোখে পড়েছে। আশা করি পরবর্তী সংস্করণে এরূপ ত্রুটি মুক্ত হবে।
অন্যধারার প্রোডাকশনঃ
প্রোডাকশন নিয়ে সত্যিই কিছু বলার নাই, একদম প্রথম শ্রেণীর, জমকালো। প্রি-অর্ডার মূল্য ৪২০ টাকা একটু বেশি মনে হলেও ৯৯ টাকা ক্যাশব্যাকের ঘোষণা এবং তার টুইস্ট এককথায় অনবদ্য। প্রি-অর্ডারের বইটি (নীল প্রচ্ছদ) হাতে পেয়ে ভেতরে চারটি জমকালো বুকমার্ক ও ক্যাশ ৯৯ টাকা (নতুন নোট) দেখে যেমন খুশি হয়েছি, তেমনি কুরিয়ার কোম্পানি কর্তৃক বইটি কাভার ক্ষতিগ্রস্ত হওয়ায় কষ্টও পেয়েছি।
(এই কষ্টে, সংগ্রহে রাখার জন্য একই বই লাল প্রচ্ছদেরটি সরাসরি বাংলাবাজারে কিনতে গেলে অন্যধারার পক্ষ থেকে অটোগ্রাফ সমৃদ্ধ একটি বই দেয়ার পাশাপাশি আগের ক্ষতিগ্রস্ত বইটির জন্য নতুন একটি নীল প্রচ্ছদ উপহার হিসেবে দিয়েছে, যার জন্য অন্যধারাকে একরাশ শুভেচ্ছা ও ধন্যবাদ)। আমার কাছে, দুটি প্রচ্ছদের মধ্যে নীল প্রচ্ছদটি বেশি মনকাড়া।
বইটির অনুবাদের সাথে সংশ্লিষ্ট সকলকে অনেক অনেক ধন্যবাদ।
জয়তু অন্যধারা।
রিভিউ - Kamal Hossain ভাই