Anyadhara অন্যধারা

Anyadhara অন্যধারা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Anyadhara অন্যধারা, Publisher, 38/2 Kha, Banglabazar, Dhaka.
(2)

একগুচ্ছ সাদাত হোসাইন সমগ্র💗💝
08/10/2025

একগুচ্ছ সাদাত হোসাইন সমগ্র💗💝

‘ দ্য সিক্রেট অব সিক্রেটস’ড্যান ব্রাউন এর রবার্ট ল্যাংডন সিরিজের ৬ষ্ঠ বই ‘দ্য সিক্রেট অব সিক্রেটস’ নিঃসন্দেহে এমুহূর্তে ...
08/10/2025

‘ দ্য সিক্রেট অব সিক্রেটস’

ড্যান ব্রাউন এর রবার্ট ল্যাংডন সিরিজের ৬ষ্ঠ বই ‘দ্য সিক্রেট অব সিক্রেটস’ নিঃসন্দেহে এমুহূর্তে পাঠক চাহিদার তুঙ্গে। এই বইয়ের অনুবাদে সর্বাগ্রে অন্যধারা, সাথে সময়ের অন্যতম সেরা দুই অনুবাদক জনাব ফুয়াদ আল ফিদাহ এবং মারুফ হোসেন। একজন পাঠকের পক্ষ হতে আপনাদের টুপি খোলা অভিনন্দন।

কাহিনী সংক্ষেপঃ
জাদুর শহর প্রাগে উপস্থিত বিখ্যাত সিম্বোলজিস্ট রবার্ট ল্যাংডন। উদ্দেশ্যঃ ডাকসাইটে নোয়েটিক বিজ্ঞানী ক্যাথেরিন সলোমনের একটি বিশেষ লেকচার শোনা। সদ্যই ক্যাথরিনের সাথে মন দেওয়া-নেওয়ার একটা সম্পর্কও গড়ে উঠেছে ল্যাংডনের।
নতুন এক বই প্রকাশ করতে চলেছে ক্যাথেরিন। বইটায় আছে এমন সব চাঞ্চল্যকর তথ্য, যা মানব-চেতনা সংক্রান্ত শতাব্দীপ্রাচীন বিশ্বাসকে এক ফুঁৎকারে উড়িয়ে দেবে!
কিন্তু সব ওলটপালট হয়ে গেল ভয়াবহ এক হত্যাকাণ্ডে। অকস্মাৎ উধাও হয়ে গেল ক্যাথরিন। গায়েব ওর অমূল্য পাণ্ডুলিপিটাও।
ভয়ংকর বিপদের জালে জড়িয়ে পড়ল ল্যাংডন। অসম্ভব ক্ষমতাধর কেউ লেগেছে ওর পেছনে, তার ওপর ওকে খুন করার জন্য তাড়া করছে প্রাগের হাজার বছরের প্রাচীন পুরাণ থেকে উঠে আসা এক ভয়ংকর আততায়ী।
শুরু হলো রুদ্ধশ্বাস দৌড়।
একদিকে অত্যাধুনিক বিজ্ঞান, আরেকদিকে আদিম জাদুবিদ্যা...এই দুই জগতের গোলকধাঁধায় ছুটতে ছুটতে ল্যাংডন মুখোমুখি হলো এক অবিশ্বাস্য সত্যের। বেরিয়ে এলো এক গোপন প্রজেক্টের কথা। এমন এক প্রজেক্ট, যা মানব মন সম্পর্কে আমাদের এতদিনের সব ধারণা চিরদিনের জন্য বদলে দেবে।

পাঠ প্রতিক্রিয়াঃ
রবার্ট ল্যাংডন সিরিজের ৫ম বই ‘অরিজিন’ প্রকাশের দীর্ঘ ৮ বছরের অপেক্ষা শেষে প্রকাশিত হলো সিরিজের ৬ষ্ঠ বই ‘দ্য সিক্রেট অব সিক্রেটস’। এবং অন্যধারার কল্যানে সর্বাগ্রে বইটির বাংলা অনুবাদ। পড়া শেষ কিন্তু প্রত্যাশা পূরণে আক্ষেপ রয়ে গেল। আগের বইগুলোর ধারাবাহিকতায় এই বইটিতে টানটান উত্তেজনা, সিম্বলজির উপস্থিতি তথা ব্রাউন/ল্যাংডন ম্যাজিকাল টুইস্ট এর বড্ড অভাব। আগের পাঁচটি বইয়ের মতো এটি কেবলই রবার্ট ল্যাংডন কাহিনি হয়ে উঠতে পারেনি।

তবে, ল্যাংডন সিরিজের প্রতিটি বইয়ে দুনিয়া কাঁপানো কোন সত্য উন্মোচনের যে সিগনেচার স্টাইল, তার ধারাবাহিকতা এই বইটিতেও পুরোমাত্রায় উপস্থিত, চমকেরও কমতি নেই। বিষয়বস্তু নিঃসন্দেহে অনন্য, তবে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক বিস্তারিত ব্যাখ্যায় অনেকের কাছে কাহিনির গতিতে বাঁধা বলে মনে হতে পারে (অবশ্য এই ব্যাখ্যা গুলো ছিল সর্বজনীন, সহজপাঠ্য ও আবশ্যিক)।

সবমিলিয়ে, যারা ব্রাউন তথা রবার্ট ল্যাংডন সিরিজের আগের প্রতিটি বই পড়েছেন, সেই মানদণ্ডে এ বইটি অনেককেই হতাশ করতে পারে। তবে আমার ব্যক্তিগত মতে আক্ষেপ থাকলেও হতাশ নই। পুরো কাহিনির যে সফল সমাপ্তি, তা অবশ্যই প্রশংসার দাবি রাখে।

পার্সোনাল রেটিংঃ ৪.০০/৫.০০

অনুবাদ প্রসঙ্গেঃ
অরিজিনাল বইটি প্রকাশের এত অল্প সময়ে অনুবাদ নিঃসন্দেহে প্রশংসনীয়। জনাব ফুয়াদ আল ফিদাহ এবং মারুফ হোসেন, দুজনেই পরীক্ষিত অনুবাদক, আমাদেরকে দারুণ সব অনুবাদ বই উপহার দিয়েছেন। এই বইটিতেও তারা তাদের সেরাটাই দিয়েছেন। বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক টার্ম গুলোকে বাংলায় যেভাবে উপস্থাপন ও সহজবোধ্য করেছেন তা সত্যিই অনন্য। বিশেষ করে ফুটনোট গুলো বইটির মান অনেক বেশি বাড়িয়ে দিয়েছে।

তবে বই প্রকাশে তাড়াহুড়োর জন্যই, সম্পাদনায় কিছু ভুল লক্ষনীয়। বাক্যের মাঝে কিছু কিছু শব্দের রিপিট (একই শব্দ পরপর দুবার), অসম্পূর্ণ বাক্য বেশ কয়েক বারই চোখে পড়েছে। আশা করি পরবর্তী সংস্করণে এরূপ ত্রুটি মুক্ত হবে।

অন্যধারার প্রোডাকশনঃ
প্রোডাকশন নিয়ে সত্যিই কিছু বলার নাই, একদম প্রথম শ্রেণীর, জমকালো। প্রি-অর্ডার মূল্য ৪২০ টাকা একটু বেশি মনে হলেও ৯৯ টাকা ক্যাশব্যাকের ঘোষণা এবং তার টুইস্ট এককথায় অনবদ্য। প্রি-অর্ডারের বইটি (নীল প্রচ্ছদ) হাতে পেয়ে ভেতরে চারটি জমকালো বুকমার্ক ও ক্যাশ ৯৯ টাকা (নতুন নোট) দেখে যেমন খুশি হয়েছি, তেমনি কুরিয়ার কোম্পানি কর্তৃক বইটি কাভার ক্ষতিগ্রস্ত হওয়ায় কষ্টও পেয়েছি।
(এই কষ্টে, সংগ্রহে রাখার জন্য একই বই লাল প্রচ্ছদেরটি সরাসরি বাংলাবাজারে কিনতে গেলে অন্যধারার পক্ষ থেকে অটোগ্রাফ সমৃদ্ধ একটি বই দেয়ার পাশাপাশি আগের ক্ষতিগ্রস্ত বইটির জন্য নতুন একটি নীল প্রচ্ছদ উপহার হিসেবে দিয়েছে, যার জন্য অন্যধারাকে একরাশ শুভেচ্ছা ও ধন্যবাদ)। আমার কাছে, দুটি প্রচ্ছদের মধ্যে নীল প্রচ্ছদটি বেশি মনকাড়া।

বইটির অনুবাদের সাথে সংশ্লিষ্ট সকলকে অনেক অনেক ধন্যবাদ।
জয়তু অন্যধারা।

রিভিউ - Kamal Hossain ভাই

সাম্ভালা ট্রিলজি--শরীফুল হাসানআপনি যদি অমরত্ব পেতেন তাহলে সেটাকে কিভাবে নিতেন? অভিশাপ হিসেবে? নাকি আশীর্বাদ হিসেবে? সবশে...
08/10/2025

সাম্ভালা ট্রিলজি
--শরীফুল হাসান

আপনি যদি অমরত্ব পেতেন তাহলে সেটাকে কিভাবে নিতেন? অভিশাপ হিসেবে? নাকি আশীর্বাদ হিসেবে?

সবশেষে সাম্ভালা প্রথম যাত্রা আমার কাছে ঠিকঠাক লেগেছে, ২য় যাত্রা পড়তে গিয়ে মনে হয়েছিলো অযাচিতভাবে লেখাটা টেনে বড় করেছেন এবং শেষ যাত্রায় হারানো খেই আবার পুনরায় ফিরিয়ে এনেছেন লেখক!

রেটিং :৭/১০

© Heaven of Books and etc

" শুনছো মেঘ,আমার পুরুষ মন বোঝে না। আমায় চেনে না। ভুলে বসেছে পুরনো সব স্মৃতি। তার মস্তিষ্কে বিরাজ করছে শুধু রাজ*নীতি।"বই ...
08/10/2025

" শুনছো মেঘ,
আমার পুরুষ মন বোঝে না। আমায় চেনে না। ভুলে বসেছে পুরনো সব স্মৃতি। তার মস্তিষ্কে বিরাজ করছে শুধু রাজ*নীতি।"

বই :- আমার নেতা সাহেব
আরিশা জান্নাত আদ্রা

পিক:সাইয়ারা আপু

07/10/2025

সম্ভবত এই পর্যন্ত জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতি দিয়ে যাচ্ছি। না দৌড়াচ্ছি না হাঁটছি তবুও হাঁপিয়ে যাচ্ছি ওভারথিংক করতে করতে।

আমার চোখে শুধু অন্ধকার নেমে আসছে। আমি জানিনা আমি কি করবো। এমন পরিস্থিতিতে নিরুপায় হয়ে চুপচাপ বসে থাকা টা পরিস্থিতি কে আরও বেশি ভয়ংকর করে তুলছে।

দীর্ঘ সময় ধরে বুক টা ভার হয়ে আছে। কি এক অসহায়ত্ব।

Book - শেষ অধ্যায়
Writer & Vocal - Ashraf Ahmed

জয় আর গালি দিবে না কাউকেজয় আর ডাকবে না' ঘরওয়ালী' বলে।লুঙ্গি উঁচিয়ে' আরমেইইন' বলে চেঁচাতে চেঁচাতে ঘরে ঢুকবে না কেউ !আর......
07/10/2025

জয় আর গালি দিবে না কাউকে
জয় আর ডাকবে না' ঘরওয়ালী' বলে।
লুঙ্গি উঁচিয়ে' আরমেইইন' বলে চেঁচাতে চেঁচাতে ঘরে ঢুকবে না কেউ !
আর......আর 'শালী' বা 'শালীর' মেয়ে বলে অন্ত কে চেতাবে না.
অন্তুকে আর তার ওকালতি স্বভাবের জন্য
'উকিল মেডাম' বলে কেউ ডাকবে না..........
জয় আর কোনো দিন ও আবদার করবে না " একটা চুমু খাবো তোমায় ?
কখনোই হয়তো জয় বলবে না আর 'ভাত খাইয়ে দেও ঘরওয়ালী'
আর আমাদের সিরিয়াস মূহুর্তে ও হাসানোর
'জন্য বিনোদন দিবে না জয় আমি।
অবশেষে তার অতি প্রিয় মৃত্যু তাকে আলিঙ্গন করল !

বই : অবরুদ্ধ নিশীথ
লেখিকা :- তেজস্মিতা মর্তুজা

আসছে খুব শীঘ্রই💝

জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত "বরিশাল বিভাগীয় বইমেলা ২০২৫" শুরু হবে ১২ অক্টোবর থেকে। অন্যধারার সব বই পাবেন মেলার ২৫ নং স্টল...
07/10/2025

জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত "বরিশাল বিভাগীয় বইমেলা ২০২৫" শুরু হবে ১২ অক্টোবর থেকে।

অন্যধারার সব বই পাবেন মেলার ২৫ নং স্টলে।
সবাইকে স্বাদর আমন্ত্রণ 🥰🥰

জনপ্রিয় থ্রিলার লেখক ড্যান ব্রাউনের "রবার্ট ল্যাংডন সিরিজ" 💝সিক্রেট অভ সিক্রেটস অর্ডার করলেই পাবেন লেখকের অটোগ্রাফ💝
07/10/2025

জনপ্রিয় থ্রিলার লেখক ড্যান ব্রাউনের "রবার্ট ল্যাংডন সিরিজ" 💝
সিক্রেট অভ সিক্রেটস অর্ডার করলেই পাবেন লেখকের অটোগ্রাফ💝

ইহুদি লোককথায় আছে এক কিংবদন্তি রক্ষাকর্তা  'গোলেম'। কথিত রয়েছে, ষোড়শ শতকে ইহুদি কাব্বালা জাদুবিদ্যার পণ্ডিত র‍্যাবাই জুদ...
06/10/2025

ইহুদি লোককথায় আছে এক কিংবদন্তি রক্ষাকর্তা 'গোলেম'। কথিত রয়েছে, ষোড়শ শতকে ইহুদি কাব্বালা জাদুবিদ্যার পণ্ডিত র‍্যাবাই জুদাহ লো ভ্লটাভা নদীর কাদা দিয়ে এক বিশাল মানবাকৃতি মূর্তি গড়েন। কাব্বালার জাদুবলে র‍্যাবাই সেই প্রাণহীন রক্ষকের কপালে লেখে দেন ‘এমেৎ’ (אמת) যার অর্থ ‘সত্য’ আর সাথে সাথেই জীবন্ত হয়ে ওঠে কাদামাটির দানবটি। এরপর থেকে গোলেম ইহুদি বস্তির রাস্তায় অলিতে-গলিতে টহল দিত, বিপদে পড়া মানুষদের রক্ষা করতো, দুষ্ট লোকদের ধ্বংস করতো আর নিশ্চিত করত বাসিন্দাদের নিরাপত্তা। কিন্তু এরপরই কাহিনী মোড় নেয় এক অন্ধকারে। নিজের হিংস্রতায় দানবটি একদিন চড়াও হলো নিজের সৃষ্টিকর্তা র‍্যাবাই এর উপর। কোনো মতে প্রাণ বাঁচালেন র‍্যাবাই। হাত বাড়িয়ে মুছে ফেললেন দানবটির কপালের সেই হিব্রু তিন অক্ষরের প্রথম অক্ষর আলেফ (א)। তখন সেটি হয়ে গেল ‘মেৎ’ (מת) যার অর্থ ‘মৃত’, আরবি ‘মওৎ’ (موت) বা মৃত্যু। এমেৎ’ (אמת) হয়ে গেল মেৎ’ (מת)। সত্য পরিণত হলো...মৃত্যুতে।

ইউরোপের মায়াবী শহর প্রেগে যেন আবার জীবন্ত হয়ে উঠেছে পুরোনো সেই কাদা মাটির মূর্তিমানব গোলেম। কপালে যেই পরিচিত তিন হিব্রু অক্ষর 'এমেৎ'(אמת), গায়ে অন্ধকার পর্দার মত আল্লাখাল্লা জড়িয়ে প্রেগের অলিতে-গলিতে যেন আবার ফিরে এসেছে, কখনো রক্ষাকর্তা হিসেবে কখনো আবার ধ্বংসের ছায়া হয়ে।

▪️ গল্পের বুনন-
পঞ্চাশের কোটায় পা বাড়িয়েও রবার্ট ল্যাংডন এখনো আগের মতোই তীক্ষ্ণ ও নির্ভুল। হার্ভার্ডের সিম্বোলজির প্রফেসর, গায়ে নেভি ব্লেজার, চোখে তীক্ষ্ণ বুদ্ধির ঝলক আর হাতে চিরচেনা মিকি মাউস ঘড়ি। দক্ষ সাতারু হলেও ভেতরে লুকিয়ে আছে ক্লস্ট্রোফোবিয়ার অন্ধকার ভয়।

নোয়েটিক সাইন্টিস্ট ক্যাথেরিন সলোমনের এক বিশেষ লেকচার শোনার উদ্দেশ্যে ল্যাংডন এবার পাড়ি জমিয়েছে ইউরোপের মায়াবী শহর প্রেগে। সম্প্রতি ক্যাথেরিনের সঙ্গে তার হৃদয়ের বন্ধন গড়ে উঠেছে। চাঞ্চল্যকর মানব-চেতনা নিয়ে নতুন এক বই প্রকাশ করতে চলেছে ক্যাথেরিন। যা শতাব্দী প্রাচীন বিশ্বাসকে এক ফুৎকারে উড়িয়ে দেবে! কিন্তু সব পরিকল্পনা ভেস্তে যায় এক ভয়াবহ হত্যাকান্ডে। অকস্মাৎ উধাও হয়ে যায় ক্যাথেরিন সঙ্গে তার বইয়ের পান্ডুলিপিও। ভয়ংকর বিপদের জালে জড়িয়ে পড়ে ল্যাংডন একই সাথে টের পান এইসবের পিছনে রয়েছে অসম্ভব ক্ষমতাধর এক আততায়ী। প্রাগের ঐতিহাসিক স্থাপনাগুলো চষে বেড়ালেন নিখোঁজ সঙ্গী ক্যাথেরিনের খোঁজে। শুধু ক্যাথেরিন নয়, খুঁজছে হাজারো প্রশ্নের উত্তরও। তবে কি সব কিছুর কেন্দ্রবিন্দু ক্যাথরিনের সেই বইয়ের পান্ডুলিপি। কি এমন চাঞ্চল্যকর তথ্য যার জন্য আততায়ী ঘটাচ্ছে একের পর এক হত্যাকান্ড। তবে কি মায়াবী শহর প্রেগের সেই কিংবদন্তি ছায়া ফিরে এসেছে? কাকেই বা রক্ষা করতে ফিরছে গোলেম আর কার ই বা হবে ধ্বংস।

▪️ পাঠপ্রতিক্রিয়া
ড্যান ব্রাউন তার সিগনেচার স্টাইল সিম্বল, ধাঁধা, কোড, ধর্ম ও বিজ্ঞানের দ্বন্দ থেকে বেড়িয়ে ভিন্ন পথে হেঁটেছেন দ্য সিক্রেট অব সিক্রেটস বইয়ে। বিজ্ঞান এবং প্রযুক্তির সংমিশ্রণে তৈরি করেছে ভিন্ন এক জগত। এঞ্জেলস এন্ড ডেমনস, দ্য ভিঞ্চি কোডের মত টানটান উত্তেজনা, সাসপেন্স এবং থ্রিলের কমতি থাকলেও কমতি ছিলো না ইনফরমেশনের আর ঐতিহাসিক স্থাপনার নিখুঁত বর্ণনায়। যেহেতু দীর্ঘ ৮ বছর পর এই সিরিজের বই প্রকাশ হয়েছে তাই স্বাভাবিক ভাবে প্রত্যাশাটাও ছিলো একটু বেশিই কিন্তু সিরিজের অন্য বইগুলোর তুলনায় বইটা একটু পানসে লেগেলে আমার কাছে। বইটাতে ল্যাংডনের চেয়ে ক্যাথরিনের গবেষণা, বইয়ের পান্ডুলিপি, চিকিৎসা ও প্রযুক্তি সংক্রান্ত তথ্য উপস্থাপনে বেশি আলোকপাত করেছে, একজন ল্যাংডন ভক্ত হিসেবে যেটা বেশ হতাশ করেছে আমায়। এছাড়াও সিরিজের অন্য বইয়ে এন্টাগনিস্টদের অতীত, কার্যকলাপ নিয়ে বেশ আলোকপাত থাকলেও এখানে তা যৎসামান্যই এসেছে। বইটা ধীর গতিতে শুরু হলেও শেষের দিকে টুইস্টে সেই ঘাটতি পুষিয়ে দিয়েছে। যারা ড্যান ব্রাউন বা রবার্ট ল্যাংডনের ভক্ত, তাদের জন্য বইটা অবশ্যই পড়ার মতো। ধীরগতির হলেও এর সমাপ্তি আপনাকে হতাশ করবে না।

▪️অনুবাদ -
বইটি প্রকাশের সঙ্গে সঙ্গেই অনেক প্রকাশনী ও অনুবাদক ঝাঁপিয়ে পড়ে অনুবাদে এবং সবার আগে বাজারে নিয়ে আসার দৌঁড় প্রতিযোগিতায়। এত এত অনুবাদের ভিড়ে কোনটি বেছে নেব সেটা ছিল আমার জন্য বড় এক চ্যালেঞ্জ। যেহেতু সিরিজের আগের পাঁচটি বই আমি পড়েছি শেখ আব্দুল হাকিমের অনুবাদে, তাই এইবার অন্য কারো অনুবাদ নেওয়া মানেই ছিল একপ্রকার পাহাড়সম সিদ্ধান্ত। এরই মধ্যে ফুয়াদ ভাই ও মারুফ ভাইয়ের প্রিভিউ পড়লাম আর ফুয়াদ ভাইয়ের অনুবাদ আগেও পড়ে ভালো লেগেছিল বলে শেষ পর্যন্ত ঠিক করলাম অন্যধারা টাই নিব।আর সিদ্ধান্তটা একদমই ভুল হয়নি। বরাবরের মতো ফুয়াদ ভাই তার সাবলীল ভাষা আর নিখুঁত অনুবাদের দক্ষতায় বইটিকে করে তুলেছেন জীবন্ত। বিশেষ করে টীকার মাধ্যমে কঠিন বিষয়গুলোও সহজ ও প্রাণবন্ত হয়ে উঠেছে। তার অনুবাদ নিয়ে আমি পুরোপুরি সন্তুষ্ট।

▪️প্রকাশনী ও প্রোডাকশন -
অন্যধারার প্রোডাকশ বরাবরের মত চমৎকার হলেও ৬৪০ পৃষ্টার ঢাউস সাইজের বইটা খুলে পড়তে একটু কষ্টই হচ্ছিলো। সাথে কিছু টাইপিং মিস্টেক থাকলেও পড়ার অভিজ্ঞতায় খুব একটা প্রভাব ফেলেনি। প্রচ্ছেদে তারা অরিজিনাল বইয়ের দূর্দান্ত দুইটা প্রচ্ছেদ ব্যবহার করলেও আমার পছন্দের ছিলো লাল প্রচ্ছেদটি। তবে অন্যধারার যেই ব্যাপারটা আমার একটু খারাপ লেগেছে তা হলো প্রি-অর্ডার করেও অটোগ্রাফ না পাওয়া। ছোট ব্যাপার হলেও, এমন প্রত্যাশা পূরণ হলে পড়ার আনন্দটা আরও বেড়ে যায়।

▪️দ্য সিক্রেট অভ সিক্রেটস
▪️লেখক: ড্যান ব্রাউন
▪️অনুবাদক: ফুয়াদ আল ফিদাহ এবং মারুফ হোসেন
▪️প্রকাশনী: অন্যধারা
▪️মুদ্রিত মুল্য: ৬০০ টাকা

রিভিউ ও বইছবি - Ji San ভাই💝

অটোগ্রাফ কপি সংগ্রহ করেছেন??মডেল - রেজওয়ান শুভ
06/10/2025

অটোগ্রাফ কপি সংগ্রহ করেছেন??

মডেল - রেজওয়ান শুভ

অর্ডার করুন ejanani.com এ💝
05/10/2025

অর্ডার করুন ejanani.com এ💝

থ্রিলার বলতে আমি ‘ড্যান ব্রাউন’ বুঝি.....

‘দ্য সিক্রেট অব সিক্রেটস’- Available now at ejanani.com

Address

38/2 Kha, Banglabazar
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when Anyadhara অন্যধারা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anyadhara অন্যধারা:

Share

Category

অন্যধারা


  • অমর একুশে বইমেলায় আমরা আছি আমাদের সব রুচিশীল বই নিয়ে।