Online Brief

Online Brief লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন।ধন্যবাদ 🥀🥰

05/07/2025

pray For her🥺

১. Grok – জটিল বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত প্রশ্নের সহজ ও সঠিক উত্তর দেয়।২. ChatGPT – যেকোনো প্রশ্নের উত্তর দেয়, রাইটিং পার্...
19/05/2025

১. Grok – জটিল বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত প্রশ্নের সহজ ও সঠিক উত্তর দেয়।
২. ChatGPT – যেকোনো প্রশ্নের উত্তর দেয়, রাইটিং পার্টনার হিসেবেও কাজ করে।
৩. Canva AI – কনটেন্ট ডিজাইন ও সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি সহজ করে তোলে।
৪. Copy.ai – প্রমোশন, ক্যাপশন, ব্লগ লেখা ইত্যাদিতে সহায়তা করে।
৫. Jasper AI – বিজ্ঞাপন, আর্টিকেল, ইমেইল কনটেন্টে অসাধারণ সাহায্য করে।
৬. Grammarly – ইংরেজি লেখায় ভুল ধরিয়ে দেয় ও সংশোধন করে।
৭. Quillbot – লেখাকে প্যারাফ্রেজ করে নতুন রূপ দেয়।
৮. Synthesia – AI-চালিত এভাটার দিয়ে ভিডিও বানানো যায়।
৯. Looka – লোগো এবং ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন করতে পারে।
১০. Remove.bg – ছবির ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে রিমুভ করে।
১১. Leonardo AI – কাল্পনিক ছবি ও ডিজাইন তৈরি করে।
১২. Durable – মাত্র ৩০ সেকেন্ডে ওয়েবসাইট বানিয়ে ফেলে।
১৩. SlidesAI – লেখাকে স্লাইড প্রেজেন্টেশনে রূপান্তর করে।
১৪. Runway ML – ভিডিও এডিটিং এবং AI ইফেক্টে পারদর্শী।
১৫. Tome – গল্পভিত্তিক প্রেজেন্টেশন বানাতে সাহায্য করে।
১৬. Notion AI – নোট লেখা ও টাস্ক ম্যানেজমেন্টে জেনিয়াস।
১৭. Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নয়েজ অটো ফিল্টার করে।
১৮. Cleanup.pictures – ছবির অবাঞ্চিত অংশ সহজে মুছে ফেলে।
১৯. Replika – AI-চালিত ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গী।
২০. Soundraw – নিজস্ব মিউজিক তৈরি করতে পারে AI-এর মাধ্যমে।
২১. Beatoven – ভিডিও/পডকাস্টের জন্য অরিজিনাল মিউজিক জেনারেট করে।
২২. Voicemod – ভয়েস বদলাতে বা ইফেক্ট দিতে কার্যকর।
২৩. Lumen5 – ব্লগ কনটেন্ট থেকে ভিডিও বানায় দ্রুত।
২৪. Descript – ভিডিও এডিট করা যায় শুধু টেক্সট দিয়ে!
২৫. Kaiber – অ্যানিমেশন ও ভিডিও জেনারেশন AI টুল।
২৬. AutoDraw – সাধারণ ড্রইংকে নিখুঁত ডিজাইনে রূপ দেয়।
২৭. ElevenLabs – হিউম্যান-লাইক ভয়েস তৈরি করে।
২৮. Heygen – AI স্পোকেন ভিডিও বানায় ফেস ও ভয়েসসহ।
২৯. Writesonic – কনটেন্ট রাইটিং থেকে শুরু করে মার্কেটিং টেক্সট পর্যন্ত পারে।
৩০. Play.ht – লেখাকে ভয়েসে রূপান্তর করে।
৩১. Papercup – ভিডিওতে অন্য ভাষায় ভয়েস ডাব দেয়।
৩২. AI Dungeon – ইন্টার‍্যাকটিভ কাহিনী তৈরি করে।
৩৩. TTSMaker – টেক্সটকে স্পিচে রূপান্তর করে সহজেই।
৩৪. Magic Eraser – ছবির অবজেক্ট মুছে দিয়ে ক্লিন লুক দেয়।
৩৫. Designs.ai – ভিডিও, অডিও, লোগোসহ সব ডিজাইনের কাজ করতে পারে।
৩৬. Midjourney – কমান্ড বা প্রম্পট থেকে ইমেজ তৈরি করে।
৩৭. TinyWow – PDF, ডক, ভিডিও টুলস ফ্রিতে ব্যবহার করা যায়।
৩৮. ChatPDF – PDF পড়ে তার সারাংশ দেয়।
৩৯. Scalenut – SEO কনটেন্ট রিসার্চ ও ব্লগ প্ল্যানিংয়ে হেল্প করে।
৪০. INK – SEO, রাইটিং ও কনটেন্ট অটোমেশন একসাথে করে।
৪১. DeepL – ট্রান্সলেশন AI – যা গুগল ট্রান্সলেট থেকেও স্মার্ট।
৪২. OpenArt – AI দিয়ে সুন্দর সুন্দর আর্টওয়ার্ক তৈরি করে।
৪৩. NameSnack – বিজনেস বা ব্র্যান্ডের নাম সাজেস্ট করে।
৪৪. Tidio – AI চ্যাটবট তৈরি করে ওয়েবসাইটে সংযুক্ত করার জন্য।
৪৫. FormX.ai – স্ক্যান করা ডকুমেন্ট থেকে তথ্য বের করে।
৪৬. Murf.ai – প্রফেশনাল ভয়েসওভার কনভার্সন টুল।
৪৭. Zyro AI Writer – ওয়েবসাইট কনটেন্ট লেখা সহজ করে তোলে।
৪৮. Hugging Face – নানা ধরনের NLP ও AI টুলস সরবরাহ করে।
৪৯. Adobe Firefly – AI দিয়ে দারুণ ছবি ও ডিজাইন তৈরি করে।
৫০. Illustroke – লেখাকে SVG ইলাস্ট্রেশনে রূপ দেয়।
৫১. Stable Diffusion – টেক্সট থেকে উচ্চমানের ছবি তৈরি করে।
৫২. DALL·E Mini – কাল্পনিক ও আকর্ষণীয় ইমেজ জেনারেট করে।
৫৩. Artbreeder – বিভিন্ন ছবি মিশ্রিত করে নতুন আर्टওয়ার্ক তৈরি করে।
৫৪. Runway Gen-2 – AI-চালিত ভিডিও কন্টেন্ট তৈরি করতে সাহায্য করে।
৫৫. CapCut AI – ভিডিও এডিটিং ও অটোমেটিক কাটিংয়ে কাজ করে।
৫৬. Otter.ai – মিটিং বা কথোপকথনকে টেক্সটে রূপান্তর করে।
৫৭. Speechify – টেক্সটকে প্রাকৃতিক ভয়েসে পড়ে শোনায়।
৫৮. Lalal.ai – অডিও থেকে ভয়েস ও ব্যাকগ্রাউন্ড সংগীত আলাদা করে।
৫৯. Veed.io – ভিডিও সাবটাইটেল ও এডিটিংয়ে সহজ সমাধান দেয়।
৬০. Pictory AI – সামাজিক মিডিয়ার জন্য দ্রুত ভিডিও তৈরি করে।
৬১. Clara – স্মার্ট ক্যালেন্ডার ম্যানেজমেন্ট ও সভা বুকিংয়ে সাহায্য করে।
৬২. TextCortex – ইমেইল, সোশ্যাল পোস্ট ও কনটেন্ট রাইটিংয়ে সহায়ক।
৬৩. Rytr – দ্রুত কনটেন্ট লেখা ও SEO অপটিমাইজেশনের জন্য।
৬৪. Framer AI – ওয়েবসাইট ডিজাইন তৈরি করতে সহজ টুল।
৬৫. Perplexity AI – গবেষণা ও প্রশ্নোত্তরে সঠিক তথ্য প্রদান করে।
৬৬. Grok (xAI) – বৈজ্ঞানিক ও সাধারণ প্রশ্নের উত্তর দেয়।
৬৭. Character.AI – কাল্পনিক চরিত্রের সাথে চ্যাট করার সুযোগ দেয়।
৬৮. BlenderBot – ফেসবুকের AI চ্যাটবট, কথোপকথনে দক্ষ।
৬৯. Hailuo AI – টেক্সট থেকে রিয়েলিস্টিক ছবি তৈরি করে।
৭০. Photopea – ফটোশপের মতো ফ্রি ইমেজ এডিটিং টুল।
৭১. Invideo AI – ভিডিও স্ক্রিপ্ট থেকে পেশাদার ভিডিও তৈরি করে।
৭২. Pictory Video Maker – ব্লগ পোস্ট থেকে ভিডিও তৈরি করে।
৭৩. Woebot – মানসিক স্বাস্থ্যের জন্য AI-চালিত চ্যাটবট।
৭৪. Peppertype.ai – মার্কেটিং কনটেন্ট তৈরি ও উন্নত করে।
৭৫. Nexmind – SEO-অপ্টিমাইজড কনটেন্ট জেনারেটর।
৭৬. Craiyon – টেক্সট থেকে সহজে ইমেজ তৈরি করে।
৭৭. Ideogram – ডিজাইন ও লোগো তৈরির জন্য AI টুল।
৭৮. MyHeritage Deep Nostalgia – পুরোনো ফটোকে অ্যানিমেট করে।
৭৯. Fotor – ছবি এডিটিং ও ডিজাইনের জন্য সহজ টুল।
৮০. Pictory Storyboard – ভিডিও স্টোরিবোর্ড তৈরি করে।
৮১. Synthflow – AI-চালিত ফোন কল ও কাস্টমার সার্ভিস।
৮২. AIVA – সংগীত রচনা ও গান তৈরির জন্য।
৮৩. Lyzr – ব্যবসায়িক প্রক্রিয়া অটোমেট করতে সাহায্য করে।
৮৪. Stockimg AI – ফ্রি স্টক ছবি তৈরি করে।
৮৫. Artify – আর্টিস্টিক ছবি তৈরির জন্য AI টুল।
৮৬. Clipchamp – ভিডিও এডিটিং ও তৈরির জন্য সহজ সমাধান।
৮৭. Voice.ai – ভয়েস চেঞ্জ করা ও কাস্টমাইজেশন।
৮৮. Klippy – সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও ক্লিপ তৈরি করে।
৮৯. Predis.ai – সোশ্যাল মিডিয়া কনটেন্ট অটোমেশন।
৯০. Text-to-Video – টেক্সট থেকে ভিডিও তৈরির ফ্রি টুল।
৯১. DreamStudio – AI-চালিত ডিজিটাল আর্ট তৈরি।
৯২. Pixelcut – কমার্স ছবি এডিটিং ও তৈরি।
৯৩. Rosebud AI – ব্যবসায়িক কনটেন্ট ও মার্কেটিংয়ে সহায়ক।
৯৪. VideoDubber – ভিডিওতে AI-চালিত ডাবিং।
৯৫. Speakatoo – টেক্সট থেকে মাল্টি-ল্যাঙ্গুয়েজ ভয়েস।
৯৬. IconifyAI – আইকন ও লোগো ডিজাইনের জন্য।
৯৭. VanceAI – ছবির মান উন্নত করতে AI ব্যবহার।
৯৮. Mubert – AI-চালিত ব্যাকগ্রাউন্ড মিউজিক।
৯৯. ContentShake AI – SEO-বান্ধব কনটেন্ট আইডিয়া দেয়।
১০০. Pixlr – অনলাইন ফটো এডিটিং ও ডিজাইন টুল।
১০১. Pictory – টেক্সট থেকে ভিডিও তৈরি করে অটোমেটিকভাবে।
১০২. Kling AI – হাই কোয়ালিটি ভিডিও জেনারেশন টুল।
"Most of these tools are either free or freemium."

কাহিনী পড়ুন। ঘটনা বলছে এমনটাই হ‌ওয়ার কথা।______________________________বাবাকে কুপিয়ে হ*ত্যা করা মেয়েটা প্রথম থেকেই একট...
09/05/2025

কাহিনী পড়ুন। ঘটনা বলছে এমনটাই হ‌ওয়ার কথা।
______________________________
বাবাকে কুপিয়ে হ*ত্যা করা মেয়েটা প্রথম থেকেই একটু উশৃংখলভাবে চলাফেরা করতো। বাবা প্রথমে কিছুটা বাঁধা দিতেন কিন্তু মেয়ে মানতে চাইতো না।

বাবা আব্দুস সাত্তার ভাবতেন- থাক মেয়ে বড় হয়েছে এখন আর এতকিছু না বলি।

এর কিছুদিন পরই বাবা খেয়াল করেন তার মেয়ে তার আরও দুই বান্ধবীকে তাদের সাভারের ফ্ল্যাট বাসায় সাবলেট থাকার জন্যে নিয়ে আসে।

আব্দুস সাত্তার প্রথমে কিছু বলেননি।ভেবেছিলেন মেয়ের বান্ধবীই হবে হয়তো, বাসায় থাকুক সমস্যা কি।

আব্দুস সাত্তার তাদের জন্যে রুম ছেড়ে দিয়ে নিজে কষ্ট করে ডাইনিং রুমে থাকতেন। মেয়ের বান্ধবীরা ডাইনিং রুমে থাকবে এতে মেয়ের সম্মান নষ্ট হবে তাই নিজেই থাকতেন।

মেয়েটাকে অনেক আদর করতেন তাই মেয়ের কষ্ট সইতে পারতেন না।

তার কিছুদিন পর বাবা লক্ষ করেন মেয়েসহ তার ওই বান্ধবীরা ড্রাগস নিচ্ছে, উগ্র আচরণ করছে। এটা দেখার পর তিনি মনে মনে অনেক কষ্ট পান।

মেয়েকে এসব ছেড়ে দিতে বলেন। সাথে মেয়ের বান্ধবীরা যাতে সাবলেট বাসা থেকে চলে যায় সেটা বলেন।

বান্ধবীদের বাসা ছেড়ে যেতে বলায় মেয়ে প্রচন্ড রেগে যায়। কথা কাটাকাটি হয় এমনকি মেয়ে একপর্যায়ে বাবার গায়ে হাত তুলতেও আসে।

বাবা কি করবেন বুঝতে না পেরে এর মধ্যে একবার থানায়ও গিয়েছিলেন। মেয়ের নামে জিডি করিয়েছিলেন যাতে অন্তত এ বিপথ থেকে মেয়েটা ফিরে আসে।

কিন্তু মেয়ের কোন উন্নতি ঘটে না। দিনদিন আরও উগ্রতা বাড়তে থাকে। বাবা আব্দুস সাত্তারও সীমাহীন কষ্ট নিয়েই ডাইনিং রুমে থেকে দিন পার করতে থাকেন।

এভাবেই আরও কিছু দিন কেটে যায়। বান্ধবীদের সাথে এতটা ঘনিষ্ঠভাবে থাকাটা ধীরে ধীরে সন্দেহের সৃষ্টি করে বাবা আব্দুস সাত্তারের মনে।

তিনি একরাতে মেয়েকে ডাকতে যাওয়ার সময় দুই বান্ধবী এবং মেয়েকে রুমে আপত্তিকর অবস্থায় দেখতে পান।

মানে দুটো বান্ধবী এবং তার মেয়ে লেসবিয়ান ছিল। ছেলেদের প্রতি কোন আকর্ষণ ছিল না তাদের।
বাবা আব্দুস সাত্তারকে ডাইনিং এ রেখে এতদিন অনৈতিক সম্পর্কে লিপ্ত ছিল মেয়ে এবং বান্ধবীরা।

এবারে বাবা প্রচন্ড কষ্ট পান এবং মেয়েকে তখন বলেন তার বান্ধবীরা যেন এ বাসা থেকে ইমিডিয়েট চলে যায়।

মেয়ে এবারেরও রেগে যায়। তাদের মধ্যে কথা কাটাকাটি এবং হাতাহাতি হয়।

আব্দুর সাত্তার ঘনিষ্ঠ কয়েকজনের কাছে একথা শেয়ার করে সমাধানও চান কিন্তু কোন সুরাহা হয়না।

অন্যদিকে মেয়ে বুঝতে পারে তার বাবা তাদের এ অনৈতিক সম্পর্ক এবং নেশার জগতের জন্যে বাঁধা হয়ে দাঁড়াবে। তাই মেয়ে প্ল্যান করতে থাকে কিভাবে কৌশলে বাবাকে পথ থেকে সরানো যায়।

সেই প্ল্যানমাফিক গতকাল ভোর ৪ টার দিকে বাবাকে সাভারের ওই বাসাতেই কুপিয়ে হ*ত্যা করে ।

পাশাপাশি একটা ধ*র্ষণের একটা মিথ্যা নাটক সাজায় যাতে সবাই তাকে সাপোর্ট করে এবং জামিনে বের হয়ে আসা সহজ হয়।

এমনকি হ*ত্যার করার ওই ভিডিওতেও মেয়েটা সবাইকে উদ্দেশ্য করে বলে- জনগণই যেন তাকে সাপোর্ট করে জামিনের ব্যবস্থা করে দেয়। কেননা তার উদ্দেশ্যই ছিল এটা।

এর আগে ২০২৩ সালেও বাবার নামে ধ*র্ষণের মিথ্যা মামলা করেছিল মেয়েটা। আদালত এবং ফরেনসিক টিম কোনরূপ প্রমাণ না পেয়ে বাবাকে সসম্মানে জামিনে ছেড়ে দিয়েছিল।

বাবা আব্দুস সাত্তার চাইতেন তার মেয়েটা একটু শালীনতার সাথে চলুক, এ ধরনের অনৈতিক সম্পর্ক থেকে বেরিয়ে আসুক।

কিন্তু এটাই কাল হলো বাবা আব্দুস সাত্তারের। সবশেষে নিজের আদরের মেয়ের হাতেই নৃশংসভাবে খু*ন হতে হলো ৫৬ বছর বয়সী এ বাবাকে।

আসলেই সব বাবারা খারাপই হয়!

তথ্য সংগ্রহ এবং লেখা- Ibrahim Khalil Shawon

19/04/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

09/04/2025

I'm tired
I need a break from Everything..

Are you using the right one?
08/04/2025

Are you using the right one?

জেগে উঠুক মুসলিম জনতা,জেগে উঠুক ভ্রাতৃত্ববোধ, কেপে উঠুক ইহুদিদের দূর্গ।জেগে উঠুক বদরের হাতিয়ার জয় হউক মুসলিম জনতার।Free ...
07/04/2025

জেগে উঠুক মুসলিম জনতা,
জেগে উঠুক ভ্রাতৃত্ববোধ,
কেপে উঠুক ইহুদিদের দূর্গ।
জেগে উঠুক বদরের হাতিয়ার
জয় হউক মুসলিম জনতার।
Free Free Palestine 🇵🇸🇵🇸

07/04/2025

WE ARE ALL BROTHER 🤜

05/04/2025
Tag your Vhuri wala Bondhu🤣Online Brief
29/03/2025

Tag your Vhuri wala Bondhu🤣

Online Brief

Address

Dhaka
1236

Telephone

+8801766394544

Website

Alerts

Be the first to know and let us send you an email when Online Brief posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share