03/05/2025
খালেদা জিয়া মঙ্গলবার কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফিরছেন।
চার মাস লন্ডনে চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আগামী সোমবার (৫ মে) দেশে ফিরছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কাতারের রয়াল এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি ঢাকায় পৌঁছাবেন।
শনিবার (৩ মে) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত প্রস্তুতিমূলক যৌথ সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মির্জা ফখরুল।
নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, খালেদা জিয়াকে স্বাগত জানাতে সবাইকে শৃঙ্খলার সাথে অবস্থান করতে হবে। এছাড়া, বিমানবন্দর থেকে কাকলী পর্যন্ত সড়কে ভিড় এড়াতে সাধারণ মানুষকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের অনুরোধ জানান তিনি।
উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয়। সেখানে ১৭ দিন লন্ডন ক্লিনিকে ভর্তি থাকার পর তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় ওঠেন। তার চিকিৎসা তত্ত্বাবধানে ছিলেন অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রস।
ফিরতি যাত্রায় খালেদা জিয়ার সঙ্গে থাকছেন তার দুই পুত্রবধূ—তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান।