Stories of football in Bengali ফুটবলের সাতকাহন

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Stories of football in Bengali ফুটবলের সাতকাহন

Stories of football in Bengali ফুটবলের সাতকাহন Football, like life, is filled with ups and downs, and the most important thing is to keep moving forward and never give up.

- Diego Maradona

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য AFC Women's Asian Cup 2026 এর গ্রুপ পর্বের ড্র-এ বাংলাদেশ পড়েছে গ্রুপ B তে। গ্রুপসমূহ:গ্রুপ ...
29/07/2025

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য AFC Women's Asian Cup 2026 এর গ্রুপ পর্বের ড্র-এ বাংলাদেশ পড়েছে গ্রুপ B তে।

গ্রুপসমূহ:

গ্রুপ A: অস্ট্রেলিয়া, কোরিয়া রিপাবলিক, ইরান, ফিলিপাইনস।
গ্রুপ B: ডিপিআর কোরিয়া, চায়না পিআর, বাংলাদেশ, উজবেকিস্তান।
গ্রুপ C: জাপান, ভিয়েতনাম, ভারত, চাইনিজ তাইপে।

বাংলাদেশ নারী ফুটবলের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত! কঠিন প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত মেয়েরা। 💪🇧🇩

যশোরের ফুটবলের গৌরবময় ইতিহাস বহনকারী সোনালী অতীত ফুটবল টিম আগামী ৩১ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৫ পর্যন্ত শ্রীলঙ্কার রাজধানী ক...
29/07/2025

যশোরের ফুটবলের গৌরবময় ইতিহাস বহনকারী সোনালী অতীত ফুটবল টিম আগামী ৩১ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৫ পর্যন্ত শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে সফর করবে।

এই সফরে স্থানীয় সোনালী অতীত ফুটবল টিমের সঙ্গে ২টি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে।

ফুটবল ঐতিহ্যের এই সুন্দর মুহূর্তকে স্মরণীয় করে রাখতে আয়োজিত ফটোসেশনে সবাইকে শুভকামনা।

⚽ ফুটবল ঐতিহ্যের জয় হোক!

এএফসি’র মেডিক্যাল বেঞ্চমার্কে বাংলাদেশ 🇧🇩-বসুন্ধরা কিংসের হাত ধরে ইতিহাসের অংশ!২০১৯ সালের শেষ ভাগে যখন বসুন্ধরা কিংস প্র...
25/07/2025

এএফসি’র মেডিক্যাল বেঞ্চমার্কে বাংলাদেশ 🇧🇩
-বসুন্ধরা কিংসের হাত ধরে ইতিহাসের অংশ!

২০১৯ সালের শেষ ভাগে যখন বসুন্ধরা কিংস প্রথমবারের মতো এএফসি কাপ ২০২০-তে অংশ নিতে যায়, তখন ক্লাবের প্রতিনিধি হিসেবে মিডিয়া ও মার্কেটিং ম্যানেজার আহমেদ শায়েক অংশ নেন একটি তিন দিনের এএফসি ক্লাব ওয়ার্কশপে।

এই ওয়ার্কশপে এক বিরতির সময় তাঁর দৃষ্টি আটকে যায় একটি ভিন্ন ধাঁচের স্টলের দিকে। অন্যরা যেখানে ক্লাবের ব্র্যান্ডিং, স্পন্সরশিপ বা ডেভেলপমেন্ট মডেল নিয়ে ব্যস্ত, সেখানে একজন ডাক্তার ব্যস্ত ছিলেন প্লেয়ারদের ইঞ্জুরি নিয়ে কথা বলতে। তিনি কিছুক্ষণ আগেই একটি ৩০ মিনিটের প্রেজেন্টেশন দিয়েছিলেন, যার মূল বিষয় ছিল, ইনজুরি ডেটা ও প্রিভেনশন।

আহমেদ শায়েক নিজেও একজন ভুক্তভোগী, যিনি ইনজুরির ধকল জানেন হাড়ে-হাড়ে। সেই অভিজ্ঞতা থেকেই আগ্রহ নিয়ে কথা বলেন ঐ ডাক্তারের সঙ্গে। জানতে পারেন, এএফসি একটি কেন্দ্রীয় ইনজুরি ডেটাবেস গঠন করছে, যাতে ৪৭টি দেশের ক্লাবগুলোর খেলোয়াড়দের ইনজুরি সম্পর্কিত তথ্য সংগ্রহ করে তাদের উন্নয়নে সহায়তা করা যায়।

ঢাকায় ফিরে এসে তিনি এই পুরো ইনিশিয়েটিভ এবং ধারণা ভাগ করেন বসুন্ধরা কিংসের ফিজিও ও মেডিকেল অফিসার আবু সুফিয়ান সরকারের সঙ্গে। একজন নিবেদিতপ্রাণ পেশাদার হিসেবে সুফিয়ান এই ইনজুরি ডেটা এবং প্রিভেনশন মডেলের ওপর নিরবিচারে কাজ করে যান পরবর্তী পাঁচ বছর ধরে, সরাসরি এএফসি মেডিক্যাল ইউনিটের সঙ্গে সমন্বয় করে।

২৫ জুলাই, ২০২৫। মালয়েশিয়ায় অনুষ্ঠিত এএফসি’র ৮ম মেডিক্যাল কনফারেন্স-এর মূল মঞ্চে বিশাল স্ক্রিনে যখন ৪৭টি দেশের মধ্য থেকে মাত্র ২৩টি ক্লাব/ফেডারেশনকে ইনজুরি প্রিভেনশনের “Benchmark Model” হিসেবে ঘোষণা করা হলো, বাংলাদেশের নাম ভেসে ওঠে বসুন্ধরা কিংস এর ব্যাজসহ।

এটা শুধু একটি ক্লাবের অর্জন নয়, এটা বাংলাদেশ ফুটবলের একটি গুরুত্বপূর্ণ ইতিহাসের অংশ। যেখানে সায়েন্টিফিক ফুটবল ম্যানেজমেন্টের একটি অধ্যায়ে বাংলাদেশের নাম উঠে এলো, ইনজুরি ডেটা ব্যবস্থাপনা, রিপোর্টিং এবং প্রিভেনশন ব্যবস্থার ক্ষেত্রে।

বাংলাদেশে যেখানে ফুটবল উন্নয়নের গল্প এখনও ইনফ্রাস্ট্রাকচার, অর্থায়ন কিংবা প্রশিক্ষকের অভাবে ঘুরপাক খায়, সেখানে বসুন্ধরা কিংস দেখালো, বিজ্ঞাননির্ভর পরিকল্পনা, নিয়মিত ডেটা বিশ্লেষণ এবং দীর্ঘমেয়াদী মনোযোগ আমাদের আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিতে পারে।

অভিনন্দন ও কৃতজ্ঞতা -আবু সুফিয়ান সরকার, যার অবিচল অধ্যবসায় আজ বাংলাদেশকে মেডিক্যাল সাইডে এশিয়ার রোল মডেল করে তুলেছে।

বসুন্ধরা কিংস, আধুনিক ফুটবলের সবদিককে গুরুত্ব দিয়ে দেশের ক্লাব ফুটবলের সীমা পেরিয়ে আন্তর্জাতিক মানে পৌছানোর এক সাহসী যাত্রাপথের পথিকৃৎ।

এই ঘটনা প্রমাণ করে দেয়, বাংলাদেশ ফুটবলকে উন্নত করতে হলে কেবল খেলোয়াড় নয়, মাঠের বাইরের প্রতিটি ক্ষেত্র, ফিজিওথেরাপি, সায়েন্স, রিসার্চ, ম্যানেজমেন্ট, সবকিছুর উন্নয়ন জরুরি। বসুন্ধরা কিংস সেই পথ দেখিয়েছে।

The entire nation stands shocked and devastated.A horrific training aircraft crash has claimed the lives of countless in...
21/07/2025

The entire nation stands shocked and devastated.

A horrific training aircraft crash has claimed the lives of countless innocent students.
Our hearts are heavy with sorrow at this tragic loss.

O Almighty,
Grant the departed the honor of martyrdom,
Bless the injured with swift recovery,
And light the hearts of the grieving families with the strength of patience.
Ameen.

এএফসি ফুটসাল চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে বাংলাদেশের অভিষেক - শুরু হলো বহুল প্রতীক্ষিত ট্রায়াল!ইতিহাসে প্রথমবারের মতো এএফসি ফুট...
20/07/2025

এএফসি ফুটসাল চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে বাংলাদেশের অভিষেক - শুরু হলো বহুল প্রতীক্ষিত ট্রায়াল!

ইতিহাসে প্রথমবারের মতো এএফসি ফুটসাল এশিয়ান কাপ বাছাইপর্বে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। এর আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কোনো পুরুষ ফুটসাল দল ছিল না। তাই বলা যায়, দেশের ফুটবলের এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে এই উদ্যোগের মাধ্যমে।

জাতীয় দল গঠনের লক্ষ্যে ২০ ও ২১ জুলাই ঢাকার হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে দুদিনব্যাপী ওপেন ট্রায়াল। ১৮ থেকে ৩৫ বছর বয়সী আগ্রহী খেলোয়াড়রা এতে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। গত শুক্রবার নিবন্ধন শেষ হয়, যেখানে সাড়া দিয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ফুটবলাররা।

তবে এখানেই কিছু অনিশ্চয়তা তৈরি হয়েছে। কয়েকজন খেলোয়াড় অভিযোগ করেছেন, তাদের ইমেইলের মাধ্যমে নিবন্ধন করতে বলা হয়েছিল। তারা যথাযথভাবে আবেদনপত্র পাঠিয়েছেন কিন্তু বাফুফের পক্ষ থেকে কোনো কনফার্মেশন ইমেইল পাননি। বিষয়টি নিয়ে কিছুটা হতাশা ও বিভ্রান্তি তৈরি হয়েছে অংশগ্রহণকারীদের মাঝে। ফুটবলারদের দাবি, এমন গুরুত্বপূর্ণ একটি ট্রায়ালকে ঘিরে নিবন্ধন প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা ও সময়মতো প্রতিক্রিয়া থাকা প্রয়োজন ছিল।

ট্রায়ালের পর সেরা পারফর্মারদের নিয়ে গঠন করা হবে একটি সম্ভাব্য স্কোয়াড, যাদের জন্য শুরু হবে দীর্ঘ দুই মাসের প্রশিক্ষণ ক্যাম্প। এই প্রশিক্ষণ প্রক্রিয়া পরিচালনার জন্য একজন বিদেশি কোচ নিয়ে আসার পরিকল্পনা রয়েছে বাফুফের। গুঞ্জন রয়েছে, তিনি হতে পারেন ইরান থেকে, যাঁর রয়েছে এশিয়ার সেরা ফুটসাল সংস্কৃতির অভিজ্ঞতা।

প্রথমবারের মতো অংশগ্রহণেই কঠিন এক গ্রুপে পড়েছে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইরান।যারা ফুটসালের বর্তমান এবং সর্বাধিকবারের এশিয়ান চ্যাম্পিয়ন। এছাড়াও গ্রুপে আছে স্বাগতিক মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত।

এই বাছাইপর্ব অনুষ্ঠিত হবে ২০ থেকে ২৪ সেপ্টেম্বর।
আটটি গ্রুপ চ্যাম্পিয়নের পাশাপাশি সেরা সাতটি রানার্সআপ দল ২০২৬ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য মূল পর্বে খেলার সুযোগ পাবে।

যেখানে একদিকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিপক্ষ, অন্যদিকে অভিষেক দল হিসেবে আত্মপ্রকাশ, বাংলাদেশের জন্য এটি এক চ্যালেঞ্জিং অথচ সম্ভাবনাময় সূচনা।

ফুটবলের এই ক্ষুদ্র ও দ্রুতগতির সংস্করণ এখন কেবল বিশ্বব্যাপী নয়, এশিয়াতেও জনপ্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশে এই প্রথম জাতীয় পর্যায়ে ফুটসালের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে।

ফুটসাল যেমন খেলোয়াড়দের টাইট স্পেসে দ্রুত সিদ্ধান্ত নেওয়া, বল নিয়ন্ত্রণ ও ট্যাকটিক্যাল বোঝাপড়া বাড়াতে সাহায্য করে, তেমনই এটি ফুটবলারদের টেকনিক্যাল দক্ষতা উন্নয়নের দারুণ প্ল্যাটফর্মও।

বাফুফের এই উদ্যোগ দক্ষিণ এশিয়ার অন্য দেশের মতোই একটি ইতিবাচক কৌশল, যা ভবিষ্যতের ফুটবল উন্নয়নের অন্যতম চালিকা শক্তি হতে পারে।

আগস্ট মাসের মধ্যেই খেলোয়াড় নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ফলে, ট্রায়াল, স্কোয়াড গঠন, কোচিং স্টাফ নিয়োগ এবং প্রস্তুতি, সবকিছুই খুব দ্রুততার সাথে সম্পন্ন করতে হবে।

তবে এত চাপের মধ্যেও দেশের ফুটবলপ্রেমীদের মাঝে রয়েছে এক অন্যরকম উন্মাদনা। এই ট্রায়াল শুধুমাত্র একটি দল গঠনের সুযোগ নয়, বরং অনেক তরুণ খেলোয়াড়ের জন্য এটি আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের তুলে ধরার প্রথম ধাপ এবং ইতিহাস গড়ার সুযোগ।

সেলিম সাদ
এডমিন, ফুটবলের সাতকাহন।

Bangladesh secures a convincing 3-0 victory over Bhutan in the SAFF U-20 Women’s Championship 2025. Solid teamwork, shar...
17/07/2025

Bangladesh secures a convincing 3-0 victory over Bhutan in the SAFF U-20 Women’s Championship 2025. Solid teamwork, sharp finishing, and another step forward! 💪⚽

৫৩ বছরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে): ঐতিহ্য, সংগ্রাম ও সম্ভাবনার এক ভুবন!আজ ১৫ জুলাই ২০২৫ - বাংলাদেশের ফুটবল ইতিহাস...
15/07/2025

৫৩ বছরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে): ঐতিহ্য, সংগ্রাম ও সম্ভাবনার এক ভুবন!

আজ ১৫ জুলাই ২০২৫ - বাংলাদেশের ফুটবল ইতিহাসের একটি গর্বিত দিন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ৫৩ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সকল সংগঠক, খেলোয়াড়, কোচ, ভক্ত ও শুভানুধ্যায়ীদের, যাদের অক্লান্ত প্রচেষ্টা, আত্মত্যাগ ও ভালোবাসায় ফুটবল আজ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় খেলা হয়ে উঠেছে।

১৯৭২ সালের এই দিনে, স্বাধীন বাংলাদেশের প্রথমদিককার দিনগুলোতে একটি স্বাধীন ও কার্যকর ফুটবল সংস্থা গঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করে গঠিত হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (BFF)।

বাফুফের ছায়ায় গড়ে উঠেছে অসংখ্য ক্লাব, লীগ ও টুর্নামেন্ট। নানা প্রতিযোগিতা দেশের ফুটবলপ্রেমীদের জন্য উৎসবের উপলক্ষ হয়ে উঠেছে। এ ছাড়াও ফুটবলের প্রতি মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে জার্সি পরা শিশু থেকে শুরু করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও।

বাফুফের এই দীর্ঘ যাত্রায় সাফল্যের পাশাপাশি ব্যর্থতাও কম নয়। অব্যবস্থাপনা, স্বচ্ছতার অভাব, অবকাঠামোর ঘাটতি ও পরিকল্পনার ধারাবাহিকতা না থাকা, এসব কারণে সম্ভাবনার বাংলাদেশ অনেক সময় পিছিয়ে পড়েছে। তবে সৎ আত্মসমালোচনার মধ্য দিয়ে ফুটবলের ভবিষ্যৎ নির্মাণই হতে পারে এই প্রতিষ্ঠাবার্ষিকীর সবচেয়ে বড় অঙ্গীকার।

বর্তমানে দেশের নানা প্রান্তে গড়ে উঠছে একাডেমি, পাইপলাইন তৈরি হচ্ছে বয়সভিত্তিক দলগুলোর মাধ্যমে, এবং মেয়েদের ফুটবলে আশাজাগানিয়া সাফল্য এসেছে। প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ, কোচিং লাইসেন্সিং প্রোগ্রাম, এবং ঘরোয়া লিগে বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণও দেশীয় ফুটবলে নতুন মাত্রা এনেছে।

৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাফুফে যেমন ফিরে দেখছে তার ইতিহাস, তেমনি সামনে তাকাচ্ছে এক নতুন ভবিষ্যতের দিকে - যেখানে স্বপ্ন থাকবে বিশ্বকাপে খেলার, এশিয়ার শক্তিশালী দলের কাতারে ওঠার, আর সবচেয়ে বড় কথা, দেশের প্রতিটি শিশুর ফুটবল খেলার সুযোগ তৈরি করার।

শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে - ঐক্য, দৃঢ়তা ও আশার ৫৩ বছর পূর্তিতে। 🇧🇩

📰 নতুন পরিকল্পনায় বাফুফে! 🇧🇩⚽️নেপালের বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচ খেলার সিদ্ধান্ত আগেই চূড়ান্ত হয়েছিল। তবে নতুন করে মালয়ে...
12/07/2025

📰 নতুন পরিকল্পনায় বাফুফে! 🇧🇩⚽️

নেপালের বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচ খেলার সিদ্ধান্ত আগেই চূড়ান্ত হয়েছিল। তবে নতুন করে মালয়েশিয়া 🇲🇾 ও ভিয়েতনাম 🇻🇳 আগ্রহ প্রকাশ করায় ভিন্ন পথে হাঁটতে চাইছে বাফুফে।

👉 আপডেট পরিকল্পনায়:
নেপালের বিপক্ষে একটি ম্যাচ খেলে
📌 দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে পারে মালয়েশিয়া অথবা ভিয়েতনামের সঙ্গে!

🔜 আন্তর্জাতিক ম্যাচ উইন্ডোতে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার লক্ষ্যেই এই সিদ্ধান্তের ভাবনা।

এশিয়ান কাপ সামনে রেখে ভারতের রোডম্যাপ: আমাদের জন্য শিক্ষা? 🇮🇳🇧🇩ভারতীয় ফুটবল ফেডারেশন মেয়েদের এশিয়ান কাপ সামনে রেখে তুলে ...
11/07/2025

এশিয়ান কাপ সামনে রেখে ভারতের রোডম্যাপ: আমাদের জন্য শিক্ষা? 🇮🇳🇧🇩

ভারতীয় ফুটবল ফেডারেশন মেয়েদের এশিয়ান কাপ সামনে রেখে তুলে ধরেছে এক স্পষ্ট পরিকল্পনা:

✅ ৮৩ দিনের প্রস্তুতি ক্যাম্প -তিন ধাপে
✅ ১০-১২টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ + ৫-৭টি ঘরোয়া দলের বিপক্ষে ম্যাচ
✅ সেপ্টেম্বরে শুরু হবে মেয়েদের ঘরোয়া মৌসুম
✅ নারী লিগে খেলবে অনূর্ধ্ব-২০ দলও
➡️ ফলাফল: এশিয়ান কাপের আগে প্রতিটি ফুটবলার অন্তত ৩০টি প্রতিযোগিতামূলক ম্যাচ পাবে!

অন্যদিকে বাংলাদেশে?

শুধু শুনি "মিশন অস্ট্রেলিয়া", কিন্তু কার্যকর কোনো পরিকল্পনার দেখা নেই।
নেই ম্যাচ, নেই কাঠামো, নেই প্রস্তুতির বাস্তব ছবি।
শুধু স্লোগানে কিছু হবে না।

👉 মাঠে ভারত ও বাংলাদেশ সমানে সমান।
কিন্তু মাঠের বাইরে ভারতের ভিশন ও মিশন অনেক অনেক এগিয়ে।

আমরা যদি শুধু “মিশন অস্ট্রেলিয়া” বলতেই থাকি, তাহলে এটি মিশন ইম্পসিবল-এ পরিণত হওয়ার সম্ভাবনাই বেশি।

📣 এখনও সময় আছে।
ভারতের কাছ থেকে শেখা উচিত-ভালো করতে হলে ভালো প্রস্তুতি লাগে, বড় প্ল্যানিং লাগে।
প্রশ্ন হলো-আমরা কি আদৌ সিরিয়াস?

ক্লাব বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে গনসালো ও নেতো! ফিফা ক্লাব বিশ্বকাপের গোল্ডেন বুটের দৌড়টা জমে উঠেছে!এই মুহূর্তে ...
09/07/2025

ক্লাব বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে গনসালো ও নেতো!

ফিফা ক্লাব বিশ্বকাপের গোল্ডেন বুটের দৌড়টা জমে উঠেছে!
এই মুহূর্তে সবচেয়ে আলোচনায় থাকা দুই নাম-

রিয়ালের গনসালো গার্সিয়া (৪ গোল, ১ অ্যাসিস্ট)
চেলসির পেদ্রো নেতো (৩ গোল)

দুজনই সেমিফাইনালে নিজেদের দলকে তুলেছেন, এখন দেখার বিষয় কে শেষ পর্যন্ত টুর্নামেন্টের সেরা গোলদাতা হন!

দিমারিয়া-গুইরাসি-লিওনার্দোরা ৪ গোল করেও ছিটকে গেছেন, তাই ফাইনাল রাউন্ডের পারফরম্যান্সই হবে ভাগ্য নির্ধারণে সবচেয়ে বড় ফ্যাক্টর।

👉 আপনি কার পক্ষে? গনসালো না নেতো?

#ফুটবলেরসাতকাহন

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Stories of football in Bengali ফুটবলের সাতকাহন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share