Stories of football in Bengali ফুটবলের সাতকাহন

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Stories of football in Bengali ফুটবলের সাতকাহন

Stories of football in Bengali ফুটবলের সাতকাহন Football, like life, is filled with ups and downs, and the most important thing is to keep moving forward and never give up.

- Diego Maradona

🕒 Full-Time | Challenge Cup 2025-26Mohammedan SC 1 – 4 Bashundhara Kings
19/09/2025

🕒 Full-Time | Challenge Cup 2025-26

Mohammedan SC 1 – 4 Bashundhara Kings

SAFF U-17 Championship 2025🇧🇩 Bangladesh 4 – 0 Nepal 🇳🇵
18/09/2025

SAFF U-17 Championship 2025

🇧🇩 Bangladesh 4 – 0 Nepal 🇳🇵

📢 বদলে গেল দেশের শীর্ষ লিগের নাম!আগামী মৌসুমে আর BPL নয়, এখন থেকে BFL বাংলাদেশ ফুটবল লিগ। ⚽
17/09/2025

📢 বদলে গেল দেশের শীর্ষ লিগের নাম!
আগামী মৌসুমে আর BPL নয়, এখন থেকে BFL বাংলাদেশ ফুটবল লিগ। ⚽

চলমান “জাতীয় চ্যাম্পিয়নশীপ ২০২৫”-এর ১০-০৯-২০২৫ তারিখে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজশাহী জেলা বনাম বগুড়া জেল...
17/09/2025

চলমান “জাতীয় চ্যাম্পিয়নশীপ ২০২৫”-এর ১০-০৯-২০২৫ তারিখে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজশাহী জেলা বনাম বগুড়া জেলা ফুটবল দলের খেলায় এক অনভিপ্রেত ঘটনা ঘটে। রাজশাহী জেলা ফুটবল দলের খেলোয়াড়, কর্মকর্তা এবং দর্শকবৃন্দ কর্তৃক ম্যাচ পরিচালনাকারী রেফারি ও সহকারী রেফারিদের উপর অতর্কিত হামলার প্রেক্ষিতে বাফুফে ডিসিপ্লিনারি কমিটির জরুরি সভায় নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহীত হয়ঃ

শাস্তিমূলক সিদ্ধান্তসমূহ –
রাজশাহী জেলা দলের খেলোয়াড়: মোঃ গোলাম রাব্বি (জার্সি নং-১৪), জমজম (জার্সি নং-১০), তৌহিদুল ইসলাম জনি (জার্সি নং-২৪), মোঃ মনিরুজ্জামান রনি (জার্সি নং-১৯), বিপস (পরিহিত ৫নং অতিরিক্ত খেলোয়াড়)

উপরোক্ত প্রত্যেককে বাফুফে’র আওতাধীন সংস্থা কর্তৃক পরিচালিত প্রতিযোগিতায় পরবর্তী ৪ (চার) ম্যাচ অংশগ্রহণ থেকে বিরত রাখা হবে।

রাজশাহী জেলা দলের কর্মকর্তা: টিম ম্যানেজার রতন,
কোচ মোঃ মাহমুদ আলম বাবু, সহকারী কোচ আলম।
প্রত্যেককে বাফুফে’র আওতাধীন সংস্থা কর্তৃক পরিচালিত প্রতিযোগিতায় পরবর্তী ৬ (ছয়) ম্যাচ অংশগ্রহণ হতে বিরত রাখা হবে।

এছাড়াও, রাজশাহী জেলা ফুটবল দলকে ২০,০০০/- (বিশ হাজার) টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।

-বাফুফে ডিসিপ্লিনারি কমিটি।

কাজি সালাউদ্দিনের ‘চমক’ রাজনীতি শেষ, তাবিথ আউয়ালের কমিটিও সেই পথে?বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি কাজি সালাউদ্দিন...
03/09/2025

কাজি সালাউদ্দিনের ‘চমক’ রাজনীতি শেষ, তাবিথ আউয়ালের কমিটিও সেই পথে?

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি কাজি সালাউদ্দিন ছিলেন দেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত ও সমালোচিত প্রশাসক। খেলোয়াড়ি জীবনে সুপারস্টার হলেও প্রশাসক হিসেবে পরিচিতি পেয়েছিলেন মূলত “চমক” রাজনীতির জন্য।

সালাউদ্দিন একসময় ঘোষণা দিয়েছিলেন—বাংলাদেশ ২০২২ সালের বিশ্বকাপে খেলবে। আবার প্রতিনিয়ত বিভিন্ন প্রতিশ্রুতির মাধ্যমে সমর্থকদের আশার বেলুন ফুলিয়েছিলেন। তবে সেই প্রতিশ্রুতিগুলোর কোনোটি বাস্তবায়িত হয়নি। ফলশ্রুতিতে দেশের ফুটবল সমর্থকদের কাছে তিনি সমালোচিত হয়েছেন সবচেয়ে বেশি।

সালাউদ্দিন যুগের অবসানের পর বাংলাদেশ ফুটবলে নেতৃত্বে এসেছেন তাবিথ আউয়াল। নতুন নেতৃত্বকে ঘিরে শুরুতে সমর্থকদের মধ্যে আশার সঞ্চার হলেও বাস্তবে চিত্র ভিন্ন। বর্তমান কমিটিতেও রয়েছেন সালাউদ্দিনের আমলের অনেক পুরোনো মুখ, যাদের কারণে প্রশাসনে নতুনত্ব আসেনি।

নতুন কমিটিও শুরু করেছে সেই পুরোনো খেলা—চমকের প্রদর্শনী। বিভিন্ন সময় প্রবাসী বংশোদ্ভূত ফুটবলারকে জাতীয় দলে যুক্ত করে আলোচনায় এলেও ঘরোয়া ফুটবলের কাঠামোগত সংস্কার, বয়সভিত্তিক ফুটবলের উন্নয়ন কিংবা দীর্ঘমেয়াদি পরিকল্পনায় এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।

ফুটবলপ্রেমীরা বলছেন—

“শুধু নামীদামী প্রবাসী খেলোয়াড় আনা দিয়ে ফুটবলের উন্নয়ন সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সুনির্দিষ্ট রোডম্যাপ, দীর্ঘমেয়াদি ভিশন ও ধারাবাহিক বাস্তবায়ন।”

বিশেষজ্ঞদের মতে, সালাউদ্দিন যুগের মতো তাবিথ আউয়ালের নেতৃত্বেও শুরু হয়েছে চমক নির্ভর রাজনীতি। কিন্তু এভাবে প্রতিশ্রুতি আর আলোচনার ফাঁদে পড়ে বাংলাদেশ ফুটবলের কাঙ্ক্ষিত উন্নয়ন থমকে থাকলে আগামী দিনের পথ আরও কঠিন হয়ে উঠবে।

🚨 ফিফা প্রীতি ম্যাচের জন্য কাঠমান্ডুতে বাংলাদেশ জাতীয় দল! 🇧🇩আজ (বুধবার) দুপুরে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশ্যে দেশ ...
03/09/2025

🚨 ফিফা প্রীতি ম্যাচের জন্য কাঠমান্ডুতে বাংলাদেশ জাতীয় দল! 🇧🇩

আজ (বুধবার) দুপুরে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশ্যে দেশ ছাড়ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দলটি সেখানে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে স্বাগতিক নেপালের বিপক্ষে।

🔴 বাংলাদেশ স্কোয়াড

গোলরক্ষক:
সুজন হোসেন, মিতুল মারমা, পাপ্পু হোসেন।

ডিফেন্ডার:
মেহেদী হাসান, রহমত মিয়া, তপু বর্মন, তাজ উদ্দিন, আব্দুল্লাহ ওমর, তারিক কাজী, ইসা ফয়সাল, সাদ উদ্দিন।

মিডফিল্ডার:
মোহাম্মদ হৃদয়, জামাল ভূঁইয়া, পাপন সিং, সোহেল রানা (সিনিয়র), সোহেল রানা, শাহ কাজেম।

ফরোয়ার্ড:
আরিফ হোসেন, শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা।

📢 নারী ফুটবল লিগ ২০২৫–২৬ক্লাব নিবন্ধন কার্যক্রম চলছে! ⚽️🗓️ শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৫📍 আয়োজক: বাংলাদেশ ফুটবল ফেডারেশন...
02/09/2025

📢 নারী ফুটবল লিগ ২০২৫–২৬
ক্লাব নিবন্ধন কার্যক্রম চলছে! ⚽️

🗓️ শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৫
📍 আয়োজক: বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)

👉 অংশগ্রহণে আগ্রহী ক্লাবগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

এশিয়ান কাপ বাছাই: সিঙ্গাপুর ম্যাচের দুই মাস পরও আয়-ব্যয়ের হিসাব অজানা, নতুন ম্যাচে কি বদলাবে বাফুফে?গত ৪ জুন ভুটান ও ১০ ...
01/09/2025

এশিয়ান কাপ বাছাই: সিঙ্গাপুর ম্যাচের দুই মাস পরও আয়-ব্যয়ের হিসাব অজানা, নতুন ম্যাচে কি বদলাবে বাফুফে?

গত ৪ জুন ভুটান ও ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইপর্বের ম্যাচগুলোতে দর্শকদের ঢল নেমেছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। বিশেষ করে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে ঘিরে সমর্থকদের আগ্রহ ছিল তুঙ্গে। তবে দুই মাস পার হয়ে গেলেও ঐ দুই ম্যাচের আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব এখনও প্রকাশ করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এরই মধ্যে সামনে চলে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচ। আগামী ৯ অক্টোবর ঢাকায় হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের লড়াইয়ে নামবে বাংলাদেশ। সেই ম্যাচকে ঘিরে টিকিট বিক্রি ও আনুষ্ঠানিক কার্যক্রম এক-দুই দিনের মধ্যেই শুরু করার পরিকল্পনা করছে বাফুফে।

➡️ সিঙ্গাপুর ম্যাচে চরম অব্যবস্থাপনা।

সিঙ্গাপুরের বিপক্ষে গত জুনের ম্যাচে মাঠের লড়াইয়ের বাইরে সমর্থকদের জন্য মাঠে গ্যালারিতে পরিস্থিতি হয়ে উঠেছিল দুঃসহ। অনলাইনে টিকিট কিনতে গিয়ে ভোগান্তি পোহাতে হয়েছিল সাধারণ দর্শকদের। শেষ মুহূর্তে ওয়েবসাইটে টিকিট না পাওয়া, অনলাইন সার্ভার ডাউন হয়ে যাওয়া এবং ব্ল্যাক মার্কেটিংয়ের অভিযোগ ছিল সর্বত্র।

স্টেডিয়ামের ভেতরে পানির সংকট ছিল ভয়াবহ। আধা লিটারের পানির বোতলের দাম হাঁকা হয়েছিল ৫০ থেকে ১০০ টাকা, পাঁচ লিটার পানির বোতল পর্যন্ত বিক্রি হয়েছে ৫০০ টাকায়। তবুও পানি কিনতে সমর্থকদের পড়তে হয়েছে রীতিমতো যুদ্ধে।

👉 টিকিট বণ্টনে সজনপ্রীতির অভিযোগ।

টিকিট বণ্টন নিয়েও উঠেছে একাধিক অভিযোগ। সাবেক জাতীয় তারকা ফুটবলাররা যেখানে সাধারণ গ্যালারির সৌজন্য টিকিট পেয়েছেন, সেখানে রাজনৈতিক ব্যক্তিত্ব, ক্রিকেটার, এমনকি সিনেমা তারকারা বসেছেন প্রেসিডেন্ট বক্স ও ভিআইপি গ্যালারিতে।

এমনকি বাফুফের বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি ও সাব-কমিটির সদস্যদেরও যথাযথ সম্মান দেওয়া হয়নি। অনেককে টিকিটের জন্য বিভিন্ন জায়গায় ধর্ণা দিতে হয়েছে।

সবশেষ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে অব্যবস্থাপনা, অস্বচ্ছতা ও সজনপ্রীতির অভিযোগের পর এবার হংকংয়ের বিপক্ষে ম্যাচ ঘিরে সমর্থকদের মনে প্রশ্ন জেগেছে— এবার কি বদলাবে পরিস্থিতি?

দুই মাস আগের ম্যাচের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ না করায় বাফুফে ইতোমধ্যেই সমালোচিত। এবার নতুন ম্যাচে টিকিট ব্যবস্থাপনা, স্টেডিয়ামের ভেতরে মৌলিক সুবিধা এবং আয়-ব্যয়ের স্বচ্ছতা কতটা নিশ্চিত করতে পারে, এখন সেটিই দেখার বিষয়।

বসুন্ধরা কিংসের নতুন হেড কোচ রবার্তো গোমেজ!বাংলাদেশের ঘরোয়া ফুটবলে আধিপত্য বিস্তার করে রাখা বসুন্ধরা কিংস এবার নতুন মৌসু...
25/08/2025

বসুন্ধরা কিংসের নতুন হেড কোচ রবার্তো গোমেজ!

বাংলাদেশের ঘরোয়া ফুটবলে আধিপত্য বিস্তার করে রাখা বসুন্ধরা কিংস এবার নতুন মৌসুমে আরও বড় স্বপ্ন দেখছে। সেই স্বপ্নপূরণের নয়া নায়ক আর্জেন্টাইন কোচ রবার্তো কার্লোস মারিও গোমেজ।

খেলোয়াড় হিসেবে নির্ভরযোগ্য ডিফেন্ডার ছিলেন গোমেজ, জিতেছেন আর্জেন্টিনার ঘরোয়া লিগের শিরোপাও। তবে আসল খ্যাতি তার কোচিং ক্যারিয়ারে। হেক্টর কুপারের সহকারী হয়ে মায়োর্কা ও ভ্যালেন্সিয়ায় কাজ করার সময় তিনি দেখেছেন চ্যাম্পিয়নস লিগ ফাইনালের উত্তাপ, ডাগআউটে থেকেছেন রোনালদো নাজারিও, ভিয়েরি, জানেত্তিদের মতো কিংবদন্তিদের পাশে।

আর্জেন্টিনা, গ্রিস, ইকুয়েডর, হংকং, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, গোমেজের কোচিং ভ্রমণ বৈচিত্র্যময়। মালয়েশিয়ার জোহর দারুল তাজিমকে দিয়ে ২০১৫ সালে জিতিয়েছেন এএফসি কাপসহ এক মৌসুমে চারটি শিরোপা।

এবার বসুন্ধরা কিংস চাইছে শুধু দেশের ট্রফি নয়, এএফসি চ্যালেঞ্জ লীগেও উড়তে। সেই মিশনেই ডাগআউটে আসছেন অভিজ্ঞ আর্জেন্টাইন রবার্তো গোমেজ।

21/08/2025
বসুন্ধরা কিংস বনাম বাফুফে: কে সঠিক, কে ভুল?বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আর ক্লাব ফুটবলের মধ্যে দ্বন্দ্ব নতুন কিছু নয়...
18/08/2025

বসুন্ধরা কিংস বনাম বাফুফে: কে সঠিক, কে ভুল?

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আর ক্লাব ফুটবলের মধ্যে দ্বন্দ্ব নতুন কিছু নয়। তবে এবার আলোচনায় এসেছে দেশের সবচেয়ে প্রফেশনাল ক্লাব বসুন্ধরা কিংসের সিদ্ধান্ত।

কিংস ঘোষণা দিয়েছে, তারা জাতীয় দলের নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ২০-২২ দিন আগে খেলোয়াড় ছাড়বে না।

অনেকেই প্রশ্ন তুলেছেন, এটা কি জাতীয় দলের প্রতি উদাসীনতা? নাকি আন্তর্জাতিক ফুটবলের বাস্তবতা?

ফিফার নিয়ম কী বলে?
প্রীতি ম্যাচ হলে ক্লাব মাত্র ৪৮–৭২ ঘণ্টা আগে খেলোয়াড় ছাড়তে বাধ্য। তার আগে ক্লাব চাইলে ছাড়তে পারে, কিন্তু বাধ্য নয়। (সূত্র: FIFA Regulations on the Status and Transfer of Players)

অর্থাৎ কিংস যদি ২-৩ সপ্তাহ আগে খেলোয়াড় না ছাড়ে, তবে তারা কোনো নিয়ম ভাঙছে না। বরং একেবারে ফিফার আইন মেনেই চলছে।

এটা শুধু বাংলাদেশেই না, বিশ্বের সব দেশেই এভাবেই হয়। লেস্টার সিটি তাদের হামজাকে প্রীতি ক্যাম্পের জন্য আগে ছাড়বে না। কানাডার ক্লাব ক্যাভালারি তাদের সমিতকে ছাড়ছে না। ইতালির অলবিয়া কালচিও ফাহমিদুলকে ম্যাচের আগেই ছাড়বে না।

কারণ? ক্লাবই খেলোয়াড়দের আসল নিয়োগকর্তা। তাদের চুক্তি, বেতন, ফিটনেস, সব ক্লাবের দায়িত্বে।

বাংলাদেশের ব্যতিক্রম, এখানেই মূল সমস্যা।
বাফুফে প্রীতি ম্যাচের জন্যও ১৫-২০ দিনের "জাতীয় দল ক্যাম্প" শুরু করে। অথচ বাস্তবে বিশ্বের কোথাও প্রীতি ম্যাচের জন্য এত লম্বা ক্যাম্প হয় না।

এতে ক্লাব ফুটবলের প্রস্তুতি ভেস্তে যায়, খেলোয়াড়দের ওভারলোড হয়, অথচ জাতীয় দলের পারফরম্যান্সে তেমন কোনো উন্নতি দেখা যায় না।

অনেকে মনে করেন, এমন দীর্ঘ ক্যাম্প আয়োজনের আড়ালে থাকে অতিরিক্ত খরচ দেখানো, বাজেট বাড়ানো আর গোপন স্বার্থ হাসিলের পথ।

কিংস সদ্য এএফসি চ্যালেঞ্জ লিগ থেকে ফিরে এসেছে।
সামনে তাদের চ্যালেঞ্জ কাপ + প্রিমিয়ার লিগ, দুটি বড় টুর্নামেন্ট। এই সময় খেলোয়াড়দের ক্লাবের হাতে রাখা খুবই যৌক্তিক সিদ্ধান্ত।

তাই তাদের পদক্ষেপকে "জাতীয় দলের প্রতি অবহেলা" নয়, বরং "আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী দায়িত্বশীলতা" বলা যায়।

আমাদের বুঝতে হবে, জাতীয় দলের ভবিষ্যৎ আসবে শক্তিশালী ক্লাব ফুটবলের ভিত্তির ওপর। ক্লাবগুলোর পরিকল্পনা, প্রস্তুতি ও প্রফেশনালিজমকে সম্মান না করলে জাতীয় দলের উন্নতি হবে না। বসুন্ধরা কিংস এই বার্তাই দিয়েছে, নিয়ম মানুন, প্রফেশনাল হন, তবেই অগ্রগতি সম্ভব।

তাই সমালোচনা নয়, বরং ধন্যবাদ প্রাপ্য বসুন্ধরা কিংস। তারা বাংলাদেশের ফুটবলে প্রফেশনালিজমের নতুন পাঠ দিয়েছে। প্রশ্ন হলো, এখন কি বাফুফে নিজেদের অপ্রফেশনাল ধারা বদলাবে? নাকি আগের মতোই "ক্যাম্প মানেই সাফল্য" ভেবে চলবে?

পৃথিবীর শেষ দেশ’ হিসেবে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক।ফিফার র‌্যাংকিং তালিকায় রয়েছে ২১১টি দেশ ও ভূখণ্ড, যার অধিকাংশই স্বাধীন...
16/08/2025

পৃথিবীর শেষ দেশ’ হিসেবে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক।

ফিফার র‌্যাংকিং তালিকায় রয়েছে ২১১টি দেশ ও ভূখণ্ড, যার অধিকাংশই স্বাধীন রাষ্ট্র, কিছু পরাধীন অঞ্চল। কিন্তু এতদিন একটি দেশ ছিল ব্যতিক্রম, মার্শাল দ্বীপপুঞ্জ। স্বাধীন রাষ্ট্র হয়েও তারা কখনো আন্তর্জাতিক ফুটবল খেলেনি।

অবশেষে সেই অপেক্ষার অবসান হলো বৃহস্পতিবার (১৪ আগস্ট)। ‘পৃথিবীর শেষ দেশ’ হিসেবে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক করল মার্শাল দ্বীপপুঞ্জ। যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যের স্প্রিংডেল হাইস্কুল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ঐতিহাসিক ম্যাচে তারা মুখোমুখি হয় মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জের।

প্রথম ম্যাচে যদিও ফল অনুকূলে আসেনি ৪-০ গোলে পরাজিত হয় মার্শাল দ্বীপপুঞ্জ। তবু এটি ছিল তাদের জন্য এক নতুন ইতিহাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশটির ফুটবল ফেডারেশন (MISF) লিখেছেন-

"স্কোর যাই হোক না কেন, আমরা ইতিহাস সৃষ্টি করেছি।"

এই ম্যাচের মাধ্যমে এখন আর বিশ্বে কোনো দেশ নেই যাদের আন্তর্জাতিক ফুটবল অভিষেক হয়নি।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Stories of football in Bengali ফুটবলের সাতকাহন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share