Forever Tony

Forever Tony forever Tony with sanvee,s by Tony fan page
(3)

09/03/2025

আছিয়া ধর্ষণ কারীদের
পাসির রায় দিয়ে এবং কার্যকর করে দেশে দৃষ্টান্ত স্থাপন করুন আইন মন্ত্রীর দৃষ্টি আকর্ষন করছি

মাইয়া আমার ভয় পায়। বিয়া দিয়া দিছি আজ চার মাস হইলো। শ্বশুরবাড়ি যাইতে চায় না। কয়— "মা, রাতে কেউ আলো নিভাইয়া দেয়, পেছন থেইক...
09/03/2025

মাইয়া আমার ভয় পায়। বিয়া দিয়া দিছি আজ চার মাস হইলো। শ্বশুরবাড়ি যাইতে চায় না। কয়— "মা, রাতে কেউ আলো নিভাইয়া দেয়, পেছন থেইকা জড়াইয়া ধরে!"

আমি বুঝাইলাম, "ভয়ের কী আছে? জামাই আছিল হয়তো!"
(note: জামাই হলে মেয়ে চিনবে না?)

কিন্তু ভয় কাটে না মাইয়ার। তাই আমি ছোট মাইয়াটারে সাথে দিয়া দিলাম, আট বছরের ছোট মাইয়া, যাতে ভয় না লাগে বড়জনের।

দুই দিন পর বিয়াইনের ফোন—

"আপনার ছোট মাইয়া অসুস্থ, তাড়াতাড়ি আসেন হাসপাতালে!"

গিয়া দেখি, এই অবস্থা! (গলা কা%টা দাগ, ধ*র্ষ*ণ হয়েছে)

আমি বড় মাইয়ারে জিজ্ঞাস করলাম, "কী হইছে? কেমনে হইলো?"

বড় মাইয়া কয়, "মা, আমি জানি না। আমার পাশেই ঘুমাইছিল, আড়াইটার দিকে দেখি নিচে পড়া, এই অবস্থা!"

সাংবাদিক জিগাইলো, "আপনার কী মনে হয়, এইডা কে করতে পারে?"

"যে কাছে আছিল, হেয়! বহোনাই। দুলাভাই সজীব।'

শ্বশুরের ওপরও সন্দেহ আছে!"

"বাবারে, আমরা গরিব মানুষ! বড় মাইয়াডারে ১৪ বছর বয়সেই বিয়া দিয়া দিছি, অভাবের তাড়নায়। স্বামীর মাথায় সমস্যা আছিল, তাই মাইয়াডারে বিয়া দিছি। কিন্তু ছোটমনিরে এভাবে শেয়াল-কুকুরের ______ ক্যামনে?!"

আমার বুক ফাইটা যাইতেছে... সারাদিন রোজা রাইখা, আমার কলিজার টুকরা মাইয়াডারে এই অবস্থায় দেখতাছি। "আপনারাও তো মা-বাপ, বলেন, কেমনে সহ্য করুম?!"

মাগুরায় সেই শিশুটির মা এভাবেই যন্ত্রনা ভরা কন্ঠে আহাজারি করতেছিলেন।

ইউনিসেফের মতে, প্রায় ৯০% শিশু যৌ*ন নি*র্যা*তনের ঘটনায় অপরাধী শিশুর পরিচিত ব্যক্তি হয়ে থাকে, যা প্রায়শই পরিবারের সদস্য বা ঘনিষ্ঠ আত্মীয় হয়ে থাকে।

আপনার মেয়ে সন্তান কোথাও নিরাপদ না। যতই আপন, ঘনিষ্ঠ আত্মীয়, বন্ধু হোক না কেন! চোখে চোখে রাখুন৷

আমার মন তোর পাড়ায় এসেছে তোর আস্কারায় ❤️
07/03/2025

আমার মন তোর পাড়ায়
এসেছে তোর আস্কারায় ❤️

দেখি কাকে বেশি ভালোবাসেন আপনারা ভোট হয়ে যাক❤️
23/02/2025

দেখি কাকে বেশি ভালোবাসেন আপনারা ভোট হয়ে যাক❤️

13/02/2025

আগামীকাল পবিত্র শবেবরাত
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

সোনায় সোহাগা ছেলে আমার ❤️
10/02/2025

সোনায় সোহাগা ছেলে আমার ❤️

ডিসকাউন্ট অফার চলতেছে
08/02/2025

ডিসকাউন্ট অফার চলতেছে

ড্রেস গুলি সুন্দর ❤️
08/02/2025

ড্রেস গুলি সুন্দর ❤️

চ্যানেল আইএ আজকে ইন্টারভিউর এক পর্যায়ে উপস্থাপক লিমন ভাই আমাকে একটা প্রশ্ন  জিজ্ঞেস করেন ,আমার জীবনের একমাত্র আফসোস বা ন...
07/02/2025

চ্যানেল আইএ আজকে ইন্টারভিউর এক পর্যায়ে উপস্থাপক লিমন ভাই আমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেন ,আমার জীবনের একমাত্র আফসোস বা না পাওয়া কি?

আমার উত্তর সারাজীবন একটাই থাকবে - আজকে যেই মানুষটার আমার পাশে বসে থাকার কথা ছিল ,যাকে আমি হারিয়েছি ,এই জীবনে তাকে আর ফিরে পাবো না 🥲

আজকে মিরপুরে ব্রাঞ্চে ঢুকতেই বুকের ভিতর টা ধপ করে উঠলো 🥲তার পিক টা সামনে দেখে,🥲সারাটা জীবন তোমার স্মৃতি আঁকড়ে,আমার সন্ত...
07/02/2025

আজকে মিরপুরে ব্রাঞ্চে ঢুকতেই বুকের ভিতর টা ধপ করে উঠলো 🥲তার পিক টা সামনে দেখে,🥲
সারাটা জীবন তোমার স্মৃতি আঁকড়ে,আমার সন্তানদের কে নিয়ে বেঁচে থাকবো,এই প্রতিজ্ঞা করলাম

23/01/2025

আমি মানসিক কষ্টে আছি কি না সেটা আপনাকে বুঝালে আমার কি লাভ ,আমি আপনাকে বুঝাতে যাবো কেনো,আমার তো আপনাকে বুঝানোর ঠেকা পড়ে নাই 🙏

জানি আর এভাবে ছবি তুলা হবে না, কাজ শেষে যত রাতেই বাসায় ফিরি হয়তো হাসি মুখে দাঁড়িয়ে থাকবে না কেউ,  কিন্তু তোমার থেকে যে ম...
22/01/2025

জানি আর এভাবে ছবি তুলা হবে না,
কাজ শেষে যত রাতেই বাসায় ফিরি হয়তো হাসি মুখে দাঁড়িয়ে থাকবে না কেউ,
কিন্তু তোমার থেকে যে মায়া, ভালবাসা, সন্মান এই অল্প কয়েক বছরে পেয়েছি বাকি জীবন এইসব ভাবতে ভাবতেই চলে যাবে ইনশাল্লাহ।

দুনিয়ার মানুষকে আমি একটা কথা আবারো, বার বার জানাতে চাই,
আমার দেখা সেরা মানুষ তুমি, বেস্ট হাসব্যান্ড, বেস্ট ফাদার ,
ওয়াইফ হিসেবে জিরো পার্সেন্ট কোনো কমপ্লেনও আমার নেই,
আমি অনেক গর্বিত তোমার মত একজন মানুষ আমার হাসব্যান্ড,
আমার সন্তানের বাবা একজন সেরা মানুষ এইটা ভাবতেই শান্তি লাগে,
এই পরিচয় টা আমরা প্রাউডলি ক্যারি করবো ইনশাল্লাহ।

আল্লাহতায়ালা নিশ্চয়ই ওপারে তোমাকে অনেক ভাল রাখবেন।
ইনশাল্লাহ 🙏

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Forever Tony posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Forever Tony:

Share