পড়তে/পড়াতে খোঁজ করুন

  • Home
  • পড়তে/পড়াতে খোঁজ করুন

পড়তে/পড়াতে খোঁজ করুন http://iportbd.com/
http://iportbd.com/tutor.html
এই সাইট এ ছাত্র ও শিক্ষকদের প্রোফাইল আছে যারা পড়তে/পড়াতে চায় ।

এই সাইট এ ছাত্র শিক্ষকদের প্রোফাইল থাকবে ।তার মানে ঐসকল ছাত্রদের প্রোফাইল যারা গৃহশিক্ষক হিসেবে পড়িয়ে থাকে। ছাত্র এবং শিক্ষক উভয় ই প্রোফাইল তৈরি করবে ।এর ফলে অভিবাবকরা অনেক শিক্ষক এর মধ্যে উপযুক্ত শিক্ষক ও শিক্ষকরা অনেক ছাত্রের মধ্যে উপযুক্ত ছাত্র নির্বাচন করতে পারবে। এখানে প্রোফাইল করা ও বিজ্ঞাপন দেওয়া একদম ফ্রী.....................

30/03/2024

মাত্র একটি সিদ্ধান্তেই দেশে সড়ক দূর্ঘটনার চিত্র বদলে দেয়া সম্ভব।

হ্যাঁ একটি সিদ্ধান্ত এবং এরজন্য প্রয়োজন একটি আইনী বৈধতার জন্য এস আর ও জারীকরা।
সিদ্ধান্তটি হচ্ছে, যে কোন মোটরযানের গায়ে ঘষালাগা, রং চটে যাওয়া, কিংবা ট্যাপ খাওয়া, অথবা ভাঙ্গা চিহ্নকে দূর্ঘটনার ঘটানোর আলামত বিবেচনা করে মামালা দেয়ার নির্দেশ দেয়া।
আইনী এস আর ও হচ্ছে, সড়ক দূর্ঘটনার এধরণের আলামতের ভিত্তিতে মামলা দায়েরের জন্য ভুক্তভোগীকে অনলাইনে এজাহার দাখিলের এখতিয়ার দেয়া। যার ভিত্তিতে সংশ্লিষ্ট মোটরযান আটক করে জরিমানাসহ ক্ষতিগ্রস্তের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা।
এই ব্যবস্থা হলে মোটরযানের গায়ে সামান্যতম স্পট পেলেই ট্রাফিক পুলিশ কেস দিতে তৎপর হবে। সেই যানটি গ্যারেজে নিয়ে স্পট না সারিয়ে সড়কে সার্ভিস অব্যহত রাখলে বার একই কারণে মামলা খেতে থাকবে। ফলে এক ট্রাফিক সার্জেন্ট মামলা দেয়ার পর সেই মোটরযান কোন যাত্রী বহন করতে সাহস করবে না। আবার জরিমানা পরিশোধের পরিবর্তে ঘুষ দিয়ে পার পাওয়ার চেষ্টা করবেনা কোন চালক। ফলে সড়কে যেমন ক্ষতযুক্ত কোন যানবাহন থাকবে না। তেমনি মোটরযানের গায়ে আঁচড় লাগিয়ে সড়ক দূর্ঘটনার মামলা খাওয়া থেকে সতর্ক থাকতে বেপরোয়া গাড়ি চালানো অনেকাংশেই বন্ধ হবে।

26/01/2024

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিয়ে পাশের পরে ভাইভা দিতে এসে সই না মেলায় চাকরিপ্রার্থী কে মামল....

06/10/2023

Bangladesh ace all-rounder Shakib Al Hasan is going to play in the World Cup for the fifth time. There has been a huge opportunity in front of the Bangladesh captain to overtake legendary players Ricky Ponting and Brian Lara in terms of run.Shakib accumulated a total of 1146 runs in

12/06/2023

নির্বাচনের মাথে জামাত ফ্যাক্টর

ভোটের কারবারে চ্যাম্পিয়ন আওয়ামীলীগ জানে জামাতকে কোথায় রাখতে হবে। জামাতও জানে তাকে কৌশল করেই টিকে থেকে সাংগঠনিক ভাবে বিকশিত হতে হবে। তাই ভোটের রাজনীতি নিয়ে চলছে ইঁদুর-বিড়াল খেলা।
আওয়ামী লীগের হাতে আদালতের দেয়া অস্ত্র। জামাতকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যা দিয়ে নিষিদ্ধ করতে বলেছে উচ্চ আদালত। অথচ করা হয়নি। কেন হয়নি? কারণ আওয়ামীলীগ জানে জামত নিষিদ্ধ করলে তাদের আশ্রয় ও ভোট চলে যাবে বিএনপির ঘরে। অতএব, তারা স্বাধীন অস্তিত্ব নিয়ে নির্বাচনের মাঠে বহাল থাক। আদালতের আদেশ সর্বোচ্চ আদালতে সেটেল হয়নি এ অযুহাতে দিন পার হোক। আর তাই সেটাল করার দায়িত্বটায় শৈথিল্যই উত্তম পথ তাদের কাছে।
সুযোগটা নিয়ে জামাতও ভাল খেলছে। তাদের লক্ষ্য ধাপে ধাপে ক্ষমতায় যাবার সক্ষমতা অর্জন করা। দেশে দেশে ধর্মভিত্তিক রাজনীতির জয়জয়াকারের সময়ে একাত্তরের কর্মফলের কারনে এদেশে দলের জন্য বিপর্যয় নেমেছে। স্বাধীন বাংলাদেশে নিষিদ্ধ অবস্থা থেকে বেরকরে এনে যারা রাজনীতি করার অধিকার দিয়েছিল তাদের প্রতি কৃতজ্ঞতা থেকে দলীয় কর্মীদের ভোট নিজ দলের জন্য প্রয়োজনীয় নাহলে সেখানেই যাবে। সেই বিএনপির সাথে রাজনৈতিক গাটছড়া বেঁধে নিজেদের জন্য যে বিপর্যয় ডেকে আনা হয়েছিল তা কাটিয়ে উঠতে হলে আগে নিষিদ্ধ হবার হাত থেকে রক্ষা পেতে হবে। গত দশ বছরে অস্তিত্ব টিকিয়ে রাখতে সাংগঠনিক সক্ষমতা অর্জনের অব্যহত চেষ্টায় তারা সফল। সুযোগ পাওয়া প্রথম সমাবেশেই অনুর্ধ ২৫ বছরের ৮০ শতাংশ তরুনের উপস্থিতি যার প্রমান। কিন্তু ক্ষমতায় যাবার মত সক্ষমতা যখন অর্জিত হয়নি তখন যে কারো সাথে সমঝোতা করার মাধ্যমে কৌশলে আওয়ামী লীগ বিরোধী ভোটারদের নেতৃত্বে দলকে নিয়ে যাবার পথ ধরেছেন তারা। বিএনপিকে সেই নেতৃত্ব থেকে সরাতে আওয়ামীলীগের আকাঙ্ক্ষার সাথে নিজেদের লক্ষ্য অভিন্ন হওয়ায় আগামী নির্বাচনের অংক কিছুটা বদলে দিতেই জামাত ফ্যাক্টর সামনে এসেছে বলে মনেহচ্ছে।

Address


Alerts

Be the first to know and let us send you an email when পড়তে/পড়াতে খোঁজ করুন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পড়তে/পড়াতে খোঁজ করুন:

  • Want your business to be the top-listed Media Company?

Share