30/03/2024
মাত্র একটি সিদ্ধান্তেই দেশে সড়ক দূর্ঘটনার চিত্র বদলে দেয়া সম্ভব।
হ্যাঁ একটি সিদ্ধান্ত এবং এরজন্য প্রয়োজন একটি আইনী বৈধতার জন্য এস আর ও জারীকরা।
সিদ্ধান্তটি হচ্ছে, যে কোন মোটরযানের গায়ে ঘষালাগা, রং চটে যাওয়া, কিংবা ট্যাপ খাওয়া, অথবা ভাঙ্গা চিহ্নকে দূর্ঘটনার ঘটানোর আলামত বিবেচনা করে মামালা দেয়ার নির্দেশ দেয়া।
আইনী এস আর ও হচ্ছে, সড়ক দূর্ঘটনার এধরণের আলামতের ভিত্তিতে মামলা দায়েরের জন্য ভুক্তভোগীকে অনলাইনে এজাহার দাখিলের এখতিয়ার দেয়া। যার ভিত্তিতে সংশ্লিষ্ট মোটরযান আটক করে জরিমানাসহ ক্ষতিগ্রস্তের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা।
এই ব্যবস্থা হলে মোটরযানের গায়ে সামান্যতম স্পট পেলেই ট্রাফিক পুলিশ কেস দিতে তৎপর হবে। সেই যানটি গ্যারেজে নিয়ে স্পট না সারিয়ে সড়কে সার্ভিস অব্যহত রাখলে বার একই কারণে মামলা খেতে থাকবে। ফলে এক ট্রাফিক সার্জেন্ট মামলা দেয়ার পর সেই মোটরযান কোন যাত্রী বহন করতে সাহস করবে না। আবার জরিমানা পরিশোধের পরিবর্তে ঘুষ দিয়ে পার পাওয়ার চেষ্টা করবেনা কোন চালক। ফলে সড়কে যেমন ক্ষতযুক্ত কোন যানবাহন থাকবে না। তেমনি মোটরযানের গায়ে আঁচড় লাগিয়ে সড়ক দূর্ঘটনার মামলা খাওয়া থেকে সতর্ক থাকতে বেপরোয়া গাড়ি চালানো অনেকাংশেই বন্ধ হবে।