
03/08/2024
আমাদের বিবেক কবে জাগ্রত হবে৷ আমার এত ভাইয়ের তাজা প্রান যাচ্ছে তবুও আমরা ঘরে বসে আছি, টিভিতে নিউজ দেখছি। ভাই কিসের এত ভয়। জন্ম যখন নিয়েছি মৃত্যু অনিবার্য, মরতে আমাকে হবেই, যত দিন বেচে আছি লড়াই করে বাঁচতে চাই। মরতে যখন হবেই শহীদি মৃত্যু হলে তো সমস্যা নাই।