28/01/2025
বন্ধু জোর করে টাকা খরচ করানো ইসলামিক দৃষ্টিতে সম্পূর্ণ ভুল!
কোনো বন্ধুর ইচ্ছার বিরুদ্ধে তাকে প্রতিদিন জোর করে টাকা খরচ করানো শুধু অন্যায় নয়, এটি ইসলামের দৃষ্টিতে গুনাহ। ইসলাম এমন আচরণ কঠোরভাবে নিষিদ্ধ করেছে। আল্লাহ তাআলা বলেন:
"তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ গ্রাস করো না এবং মানুষের সম্পত্তি অবৈধ উপায়ে ভোগ করো না।"
(সূরা আল-বাকারা: ১৮৮)
একজন সত্যিকারের বন্ধু কখনো জোর করে অন্যকে আর্থিক চাপের মধ্যে ফেলতে পারে না। বরং, বন্ধুত্বের ভিত্তি হওয়া উচিত সম্মান, সহানুভূতি, এবং একে অপরের আর্থিক ও মানসিক অবস্থার প্রতি সংবেদনশীল থাকা।
🔸 জোর করে টাকা খরচ করানো এক প্রকার অত্যাচার।
🔸 এই কাজ আখিরাতে কঠোর শাস্তির কারণ হতে পারে।
🔸 প্রকৃত বন্ধুত্ব হলো একে অপরকে বোঝা, সাহায্য করা, এবং ভালো পথে নিয়ে যাওয়া।
আসুন, আমরা অন্যায় কাজ থেকে বিরত থাকি এবং বন্ধুত্বকে ইসলামের আলোকে সুস্থ ও সুন্দর করে গড়ে তুলি।