মত প্রকাশ

  • Home
  • মত প্রকাশ

মত প্রকাশ Want to freedom of expression : চাই মত প্রকাশের স্বাধীনত?

14/03/2025
30/12/2024

বিগত ক’দিনে শুভানূধ্যায়ীদের ক জন বললেন আমি নাকি ইদানীং দেশ নিয়ে খুব তৎপর। জীবন সূর্য্য যখন পশ্চিমাকাশে হেলে পড়েছে ঠিক তখনই দেখছি আমার জন্মভূমি নিয়ে দেশী বিদেশী গভীর ষড়যন্ত্র।আজ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় প্রতিটি নাগরিকের সম্মুখে অগ্নি পরীক্ষা।মনে রাখা উচিত দেশই যদি না থাকে তখন আওয়ামীলীগ, বিএনপি –মুসলিম লীগ , জামাত , হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ সবার জায়গা হবে এক খোয়াড়ে! তাই মাভৈ মাভৈ বলে “ কে আছো জোয়ান হও আগোয়ান হাঁকিছে ভবিশ্যত”।...

28/11/2024

সরাসরিঃ
মুখোমুখি ড. সলিমুল্লাহ খান
লিংকঃ কমেন্টে
ড. সলিমুল্লাহ খান- সমাজতাত্ত্বিক, গণবুদ্ধিজীবী, দার্শনিক, রাষ্ট্র চিন্তাবিদ, ইতিহাসবিদ, গবেষক, লেখক, শিক্ষক; অনেক পরিচয়ে মহীয়ান তিনি। দেশ-দুনিয়া-রাজনীতি-সমাজ নিয়ে তার বক্তব্য মন্ত্রমূগ্ধ করে রাখে শ্রোতাদের। শিক্ষার্থীদের পক্ষে তার একটি ভাষণ জুলাই আন্দোলন আরো বেগবান করে তুলেছিল। নতুন এক পরিস্থিতিতে রাষ্ট্রের সংস্কারে তিনি এখনো সক্রিয়। এমনি সময়ে আমাদের মুখোমুখি গণবুদ্ধিজীবী ড. সলিমুল্লাহ খান।
বিষয়: মুখোমুখি সলিমুল্লাহ খান।
ঠিকানায় খালেদ মুহিউদ্দীন- টকশোতে অতিথি সমাজতাত্ত্বিক, গণবুদ্ধিজীবী, শিক্ষক ও লেখক ড. সলিমুল্লাহ খান।
দেখুন, সঙ্গে থাকুন, করুন মন্তব্য:

প্রথম আলো হ্যাকড !!!
09/09/2024

প্রথম আলো হ্যাকড !!!

গু*লিতে নি*হত বাপ্পীর পরিবারকে হুম*কির অভিযোগ
31/03/2024

গু*লিতে নি*হত বাপ্পীর পরিবারকে হুম*কির অভিযোগ

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে দুই প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ পথচারী বাপ্পী চ.....

বাট চিন্তা শেষ হবার আগেই লাইনের ১ নাম্বারে দাঁড়ানো কম্বল ওয়ালা ভাই চিৎকার করে বলে উঠলো টিকেট নাই মানে, একটা টিকেট ও না...
14/12/2023

বাট চিন্তা শেষ হবার আগেই লাইনের ১ নাম্বারে দাঁড়ানো কম্বল ওয়ালা ভাই চিৎকার করে বলে উঠলো টিকেট নাই মানে, একটা টিকেট ও না থাকে কিভাবে... ...

বাট চিন্তা শেষ হবার আগেই লাইনের ১ নাম্বারে দাঁড়ানো কম্বল ওয়ালা ভাই চিৎকার করে বলে উঠলো টিকেট নাই মানে, একটা টিকে...

“হ্যাঁ ভালো। কিন্তু একসাথে দশ কাজ করতে গেলে দেখা যাবে কোনো কাজই ঠিক মতো হবে না। আপনি তো দশ বছর ধরে এই কাজ করেন। এই কাজ ক...
13/12/2023

“হ্যাঁ ভালো। কিন্তু একসাথে দশ কাজ করতে গেলে দেখা যাবে কোনো কাজই ঠিক মতো হবে না। আপনি তো দশ বছর ধরে এই কাজ করেন। এই কাজ করে আপনি কী কী করেছেন শুনি একটু?”...

“হ্যাঁ ভালো। কিন্তু একসাথে দশ কাজ করতে গেলে দেখা যাবে কোনো কাজই ঠিক মতো হবে না। আপনি তো দশ বছর ধরে এই কাজ করেন। এই ক.....

আমার বোতলের পানি শেষ হয়ে যাওয়ায়, নিচে গেলাম পানি ভরতে। কিন্তু পুরো স্টেশনের কোথাও যাত্রীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ...
13/12/2023

আমার বোতলের পানি শেষ হয়ে যাওয়ায়, নিচে গেলাম পানি ভরতে। কিন্তু পুরো স্টেশনের কোথাও যাত্রীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পানির কোন ব্যবস্থা নেই, ছিলোনা। এমনকি, একটা পানি বা খাবারের দোকান অবধি নেই, স্টেশন বা এর আশেপাশে!...

আমার বোতলের পানি শেষ হয়ে যাওয়ায়, নিচে গেলাম পানি ভরতে। কিন্তু পুরো স্টেশনের কোথাও যাত্রীদের জন্য সবচেয়ে গুরু...

আলফাজ আহমেদ যে শুধু গোল স্কোরার তাই নয়, গতি এবং পজিশনাল সেন্সও দারুণ ছিলো। গোল করাটাই তার কাছে মুখ্য ছিলো না, গোল করানো...
12/12/2023

আলফাজ আহমেদ যে শুধু গোল স্কোরার তাই নয়, গতি এবং পজিশনাল সেন্সও দারুণ ছিলো। গোল করাটাই তার কাছে মুখ্য ছিলো না, গোল করানোতেও পারদর্শি ছিলো। ভিশনও দারুণ ছিলো।...

আলফাজ আহমেদ যে শুধু গোল স্কোরার তাই নয়, গতি এবং পজিশনাল সেন্সও দারুণ ছিলো। গোল করাটাই তার কাছে মুখ্য ছিলো না, গোল ক...

২০০৮ থেকে ২০২৩ পর্যন্ত বাংলাদেশে যত হিট সিনেমা হয়েছে এর ৯০% ই শাকিব খানের। একটা সময় ছিলো শাকিব খান মানসম্মত সিনেমা করত...
12/12/2023

২০০৮ থেকে ২০২৩ পর্যন্ত বাংলাদেশে যত হিট সিনেমা হয়েছে এর ৯০% ই শাকিব খানের। একটা সময় ছিলো শাকিব খান মানসম্মত সিনেমা করতো না কিন্তু গত দুই বছর ধরে সেটার পরিবর্তন হয়েছে। এখন শাকিব খানের সিনেমার পাইপলাইন খুবই শক্তিশালী।...

২০০৮ থেকে ২০২৩ পর্যন্ত বাংলাদেশে যত হিট সিনেমা হয়েছে এর ৯০% ই শাকিব খানের। একটা সময় ছিলো শাকিব খান মানসম্মত সিনে...

দেশের বেশিরভাগ মানুষ এখনও মনে করে বেঁচে থাকার একমাত্র অবলম্বন হলো পরের গোলামী করা। বউ এখন শান্তিতে ঘুমায়। ছেলে মায়ের স...
10/12/2023

দেশের বেশিরভাগ মানুষ এখনও মনে করে বেঁচে থাকার একমাত্র অবলম্বন হলো পরের গোলামী করা। বউ এখন শান্তিতে ঘুমায়। ছেলে মায়ের সাথে ইচ্ছে মতো শপিং এ যায়। আমি সারাক্ষন চরম অস্থিরতায় ভুগী। বেকার জীবনের সেই শান্তিটা কোথাও পাই না!...

দেশের বেশিরভাগ মানুষ এখনও মনে করে বেঁচে থাকার একমাত্র অবলম্বন হলো পরের গোলামী করা। বউ এখন শান্তিতে ঘুমায়। ছেলে .....

ব্যবসায়ীদের উদাহরণ দিয়ে না হচ্ছি ব্যবসায়ীদের মতো আত্নসম্মানবোধে উজ্জীবিত, না পারছি শিক্ষিত ও চাকরীজীবীদের মতো স্বতন্ত...
08/12/2023

ব্যবসায়ীদের উদাহরণ দিয়ে না হচ্ছি ব্যবসায়ীদের মতো আত্নসম্মানবোধে উজ্জীবিত, না পারছি শিক্ষিত ও চাকরীজীবীদের মতো স্বতন্ত্র। মাঝখান থেকে হাইব্রিড মতাদর্শ নিয়ে একই টাকা আর ব্যবসার পিছনে সবাই।...

ব্যবসায়ীদের উদাহরণ দিয়ে না হচ্ছি ব্যবসায়ীদের মতো আত্নসম্মানবোধে উজ্জীবিত, না পারছি শিক্ষিত ও চাকরীজীবীদের ম...

Address


Alerts

Be the first to know and let us send you an email when মত প্রকাশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মত প্রকাশ:

  • Want your business to be the top-listed Media Company?

Share