28/08/2025
পাঞ্জাবে ভয়াবহ বন্যা: ১৫ জনের প্রাণহানি, লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত
২৮ আগস্ট ২০২৫
#পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভারী বৃষ্টিপাত এবং ভারত থেকে আসা নদীর পানিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে শতদ্রু, রাভি এবং চেনাব নদীর পানি বেড়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ডন নিউজের বরাত দিয়ে ইত্তেফাক ডিজিটাল ডেস্ক-এর প্রতিবেদনে জানানো হয়েছে, এই #বন্যায় এ পর্যন্ত অন্তত ১৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
#ভয়াবহ বন্যায় পাঞ্জাবের শিয়ালকোট, নারওয়াল, হাফিজাবাদ, সারগোদা, লাহোর, কাসুর, ওকারা, গুজরানওয়ালা এবং #ফয়সালাবাদের মতো জেলাগুলোতে অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। লাখ লাখ একর কৃষিজমি পানির নিচে চলে গেছে এবং হাজার হাজার মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হতে হয়েছে। এই পরিস্থিতি #মোকাবিলায় বিভিন্ন স্থানে #সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
#বন্যায় নিহতদের মধ্যে পাঁচজন শিয়ালকোটে, চারজন গুজরাটে, তিনজন নারওয়ালে, দুইজন হাফিজাবাদে এবং একজন #গুজরানওয়ালায় মারা গেছেন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় দেড় লাখের বেশি মানুষ এবং অন্তত ৩৫ হাজার গবাদিপশুকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
#পাঞ্জাব সরকারের হিসাব অনুযায়ী, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ছয় লাখ ছাড়িয়ে গেছে। জাতিসংঘের তথ্যমতে, এই বছর পাকিস্তানে বর্ষা মৌসুমে মৃত্যুর সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় তিনগুণ বেশি।
এই ঘটনা সম্পর্কে আপনার কী মতামত?
আরোও আন্তর্জাতিক সংবাদের সারসংক্ষেপ পেতে আমাদের পেজটি ফলো করুন।
খবর আল জাজিরা, বিবিসি, ডন নিউজ, দৈনিক ইত্তেফাক থেকে সংগৃহীত।
#ব্রেকিংনিউজ #আন্তর্জাতিকসংবাদ #যুদ্ধপরিস্থিতি #দুর্ঘটনাখবর #মানবিকসংকট #বিশ্বসংকট #সাম্প্রতিকখবর #অধিকারেরআলো
#বাংলাসংবাদ #বাংলানিউজ #ইংরেজিনিউজ #ভিডিও