21/10/2025
তোমাকে খুঁজছি জলে স্থলে,খুঁজছি বনে।
খুঁজছি হৃদয় তলে.....গহিন মনে।।
তোমাকে খুঁজছি সকাল সাজে,খুঁজছি রাতে..তারার ভিড়ে,
কিংবা চাদের সাথে।।
তোমাকে খুঁজছি পুর্নিমাতে..অমাবস্যায়,,শুক তারাতে,
কিংবা সন্ধ্যা তারায়।
তোমাকে খুঁজছি শীতের রাতে..লেপ তোষকের ভিড়ে।
তোমাকে খুঁজছি গরম দিনে..তাল পাখার বাতাসে।।
শুধু তোমাকে শুধু তোমাকে।। ❤️
゚