
26/07/2023
✤ লেখা আহ্বান ◄●► লেখা আহ্বান ✤
বন্ধুরা, আনন্দের সাথে জানাচ্ছি কাঠবিড়ালি’র নতুন সংখ্যার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। সুতরাং ঘোষণাটি ভালোভাবে পড়ে আজই লেখা পাঠিয়ে দাও।
✦ বিষয়: জায়নামাজ, মেসওয়াক, তসবিহ, দাড়ি, টুপি, জুব্বা, সালাম।
☞ ছড়া-কবিতা সর্বোচ্চ ১৬ লাইন।
☞ গল্প, রম্য যা-ই হোক ছোট হতে হবে।
☞ ঠিকানা মোবাইল নম্বরসহ E-mail এ পাঠাতে হবে।
☞ লেখা পাঠানোর সময় আগস্টের ২০ তারিখ পর্যন্ত।
☞ E-mail: [email protected]
●► সম্পাদক মণ্ডলীর পছন্দ অনুযায়ী ৫জনকে সম্মানী এবং ৭জন লেখককে শুভেচ্ছা কপি দেয়া হবে। লেখক দূরের হলে কুরিয়ার খরচও বহন করা হবে।
বি:দ্র: ঘোষণাটি তোমাদের লিখিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে টাইমলাইনে পোস্ট দিতে পারো। ধন্যবাদ।