20/09/2025
প্লিজ কেউ এড়িয়ে যাবেন না। ছেলেটা আমার গ্রামের ছোট ভাই। সম্পর্কে আমার মামাতো ভাই। আপনারা সামর্থ্য অনুযায়ী ওর পাশে দাড়ান।
মহিমাগঞ্জ বামনহাজরা গ্রামের দরিদ্র ভ্যান চালক আলম মামার একমাত্র ছেলে সন্তান ইয়াছিন। আলম মামা অনেক ভালো মনের একজন মানুষ। বর্তমানে তার ছেলের দুইটি কিডনীই ড্যামেজ। সে মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী। সে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রয়েছে। তার স্থায়ী চিকিৎসা এখন কিডনী প্রতিস্থাপন করা যা অনেক ব্যয় বহুল। হত দরিদ্র ভ্যান চালক বাবার পক্ষে এই বিশাল অংকের চিকিৎসা ব্যয় বহন করা তখনই সম্ভব যখন ইয়াছিনের পাশে আমরা মহিমাগঞ্জবাসী সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেবো। দয়াকরে ইয়াছিনকে এত কম বয়সে হারিয়ে যেতে দিবেন না কেউ। সবাই যে যা পারেন বা যতটুকু পারেন সাহায্য করুন। কোটিপতির ছেলে তার কাছে যেমন আদরের, ভ্যান চালকের ছেলেও কিন্তু তার কাছে ঠিক ততটাই আদরের, শুধু টাকাটাই ফ্যাক্ট........
সাহায্য পাঠানোর জন্য নগদ বিকাশ নম্বর....
01752234304 (এটা তার মামা জেলাল এর নাম্বার)
কথা বলে নিশ্চিত হয়েই সাহায্য পাঠাবেন।
সেই সাথে মহিমাগঞ্জ এর বিশিষ্ট ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন সংগঠন সবাইকে এগিয়ে আসার অনুরোধ করছি। এবং দেশ ও দেশের বাহিরে থেকে সকলেরই সাহায্য কামনা করছি। যে যা পারেন এই নাম্বারে সাহায্য পাঠাবেন।