SSHV

SSHV সরল সোজা হারুন ভাই

good morning everyone ❤️❤️❤️❤️
27/09/2025

good morning everyone ❤️❤️❤️❤️

জীবন আমাকে অনেক কিছু শিখিয়েছে—বিশ্বাস কাকে করতে হয়, অবহেলা কাকে বলে, এবং কখন চুপ থাকতে হয়! আমি ধৈর্য ধরতে জানি, কিন্ত...
27/09/2025

জীবন আমাকে অনেক কিছু শিখিয়েছে—বিশ্বাস কাকে করতে হয়, অবহেলা কাকে বলে, এবং কখন চুপ থাকতে হয়! আমি ধৈর্য ধরতে জানি, কিন্তু অন্যায় সহ্য করতে শিখিনি!

নিজেকে কখনো কারো সাথে তুলনা কোরো না। তোমার পথ, তোমার গল্প, তোমার স্বপ্ন সবকিছু আলাদা। প্রতিটা দিন নিজেকে আগের দিনের থেকে...
26/09/2025

নিজেকে কখনো কারো সাথে তুলনা কোরো না। তোমার পথ, তোমার গল্প, তোমার স্বপ্ন সবকিছু আলাদা। প্রতিটা দিন নিজেকে আগের দিনের থেকে ভালো বানাও। কারণ, নিজের প্রতি বিশ্বাসই হলো সাফল্যের প্রথম ধাপ। আত্মবিশ্বাসী হও, নিজের জন্য লড়ো।

23/09/2025

“সব সময় পরিস্থিতিকে দোষ দিয়ে লাভ নেই, অনেক সময় আমরা নিজের ভুলেই ভুগি।”

23/09/2025

“অনেক সময় পরিস্থিতি এমন হয়, যেখানে চুপ থাকাটাই সবচেয়ে বড় উত্তর।

প্লিজ কেউ এড়িয়ে যাবেন না। ছেলেটা আমার গ্রামের ছোট ভাই। সম্পর্কে আমার মামাতো ভাই। আপনারা সামর্থ্য অনুযায়ী ওর পাশে দাড়ান।ম...
20/09/2025

প্লিজ কেউ এড়িয়ে যাবেন না। ছেলেটা আমার গ্রামের ছোট ভাই। সম্পর্কে আমার মামাতো ভাই। আপনারা সামর্থ্য অনুযায়ী ওর পাশে দাড়ান।
মহিমাগঞ্জ বামনহাজরা গ্রামের দরিদ্র ভ্যান চালক আলম মামার একমাত্র ছেলে সন্তান ইয়াছিন। আলম মামা অনেক ভালো মনের একজন মানুষ। বর্তমানে তার ছেলের দুইটি কিডনীই ড্যামেজ। সে মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী। সে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রয়েছে। তার স্থায়ী চিকিৎসা এখন কিডনী প্রতিস্থাপন করা যা অনেক ব্যয় বহুল। হত দরিদ্র ভ্যান চালক বাবার পক্ষে এই বিশাল অংকের চিকিৎসা ব্যয় বহন করা তখনই সম্ভব যখন ইয়াছিনের পাশে আমরা মহিমাগঞ্জবাসী সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেবো। দয়াকরে ইয়াছিনকে এত কম বয়সে হারিয়ে যেতে দিবেন না কেউ। সবাই যে যা পারেন বা যতটুকু পারেন সাহায্য করুন। কোটিপতির ছেলে তার কাছে যেমন আদরের, ভ্যান চালকের ছেলেও কিন্তু তার কাছে ঠিক ততটাই আদরের, শুধু টাকাটাই ফ্যাক্ট........

সাহায্য পাঠানোর জন্য নগদ বিকাশ নম্বর....
01752234304 (এটা তার মামা জেলাল এর নাম্বার)
কথা বলে নিশ্চিত হয়েই সাহায্য পাঠাবেন।
সেই সাথে মহিমাগঞ্জ এর বিশিষ্ট ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন সংগঠন সবাইকে এগিয়ে আসার অনুরোধ করছি। এবং দেশ ও দেশের বাহিরে থেকে সকলেরই সাহায্য কামনা করছি। যে যা পারেন এই নাম্বারে সাহায্য পাঠাবেন।

Big thanks to Md Samim Islamfor all of your support! Congrats for being top fans on a streak 🔥!
20/09/2025

Big thanks to Md Samim Islam

for all of your support! Congrats for being top fans on a streak 🔥!

20/09/2025

একটি ভালো পরিকল্পনা এবং সঠিক সময় ব্যবস্থাপনা আপনাকে সাফল্যের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে।

20/09/2025

আমরা সময়কে নষ্ট করি না, সময়ই আমাদের ধীরে ধীরে নষ্ট করে।

19/09/2025

স্বামীকে যারা অবহেলা করে সব সময় ঝগড়া অশান্তি করে, নিজের ঘরটা জাহান্নাম বানিয়ে, বাহিরে সবার সাথে হাসি মুখে চলে। তারা আর যা'ই হোক জীবনে কখনো সুখি হতে পারে না। জীবনের কোন এক সময় সব কিছু শেষ হয়ে যায়। থাকে শুধু নিজের কান্না।

Address

Dhaka

Telephone

+8801917512640

Website

Alerts

Be the first to know and let us send you an email when SSHV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SSHV:

Share