
11/07/2025
🟥 ✍️ রাজনৈতিক বিশ্লেষণ
🕵️♂️ ছাত্রদল থেকে পদত্যাগের নাটক — আসল স্ক্রিপ্ট কোথায় লেখা হচ্ছে?
আগামী কয়েকদিনে ছাত্রদল-বিএনপি থেকে কিছু নেতা-কর্মীর “নৈতিক পদত্যাগ” দেখা যাবে।
❌ না, এটা আকস্মিক নয়।
✅ এটা পরিকল্পিত — এবং সেই পরিকল্পনা অনেক আগেই লেখা হয়ে গেছে জামায়াতের টেবিলে।
মূল টার্গেট:
🔻 ছাত্রদলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করা
🔻 সাধারণ শিক্ষার্থীদের মনে বিভ্রান্তি সৃষ্টি
🔻 মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় “ভদ্র বিদ্রোহের” নাটক সাজানো
➡️ যারা পদত্যাগ করছে, তাদের অনেকেই আগে থেকেই জামায়াত-শিবির ঘরানার এজেন্ট।
➡️ সবাই না — গুটি কয়েকজন, কিন্তু প্রচারণা হবে যেন মহাবিপ্লব!
➡️ যদি কাজ হয় — বিএনপি ও ছাত্রদলের ভেতরে জামায়াত শুরু করবে Do or Die পলিটিক্স।
➡️ আর না হলে — “ধীরে চলো নীতি” তে ফেরত যাবে, নতুন ছক আঁকবে।
🎯 রাজনীতি যখন আদর্শে নয়, চক্রান্তে চলে — তখন ইতিহাস রক্ত চায়।
#ছাত্রদল #রাজনীতিরচক্রান্ত