oporajitobangla24.com

  • Home
  • oporajitobangla24.com

oporajitobangla24.com আমরা সত্যকে সন্ধান করি, সত্যের উন্মোচন করি। নির্ভীকভাবে।।

On March 2013, oporajitobangla24.com began its humble journey of conquering the hearts of millions of readers with its credible and courageous news delivery through innovative presentation and layout. The unprecedented popularity of Oporajito Bangla, particularly in terms of circulation and readership, are not only new records, but also milestones in the history of news media industry of Banglades

h. Oporajito Bangla, does not only have the widest reader base, but it also reaches the most sophisticated, affluent and highly erudite readers of Bangladesh. In all important demographic segments of readers, Oporajito Bangla, is miles ahead of any other newspaper. The online portal of Oporajito Bangla, (Oporajito Bangla) is the "Number 1" Bangladeshi as well as Bengali website of the world based on traffic and pageview. Currently around 13 million users access this portal every month with close to 280 million pageview from over 210 different countries and territories. Besides impartial and authentic news presentation, Oporajito Bangla, effort in serving the community through numbers of philanthropic activities is acknowledged and applauded highly at home and abroad. DISCLAIMER
Any user who posts any comment on this page that is in violation of Section 57 of the ICT ACT, 2006 or any other provisions of laws applicable in respect of electronic communication shall be liable to prosecution in accordance with law and shall be subject to punishment of not less than 7 years imprisonment.

🟥 ✍️ রাজনৈতিক বিশ্লেষণ🕵️‍♂️ ছাত্রদল থেকে পদত্যাগের নাটক — আসল স্ক্রিপ্ট কোথায় লেখা হচ্ছে?আগামী কয়েকদিনে ছাত্রদল-বিএনপি থ...
11/07/2025

🟥 ✍️ রাজনৈতিক বিশ্লেষণ

🕵️‍♂️ ছাত্রদল থেকে পদত্যাগের নাটক — আসল স্ক্রিপ্ট কোথায় লেখা হচ্ছে?

আগামী কয়েকদিনে ছাত্রদল-বিএনপি থেকে কিছু নেতা-কর্মীর “নৈতিক পদত্যাগ” দেখা যাবে।
❌ না, এটা আকস্মিক নয়।
✅ এটা পরিকল্পিত — এবং সেই পরিকল্পনা অনেক আগেই লেখা হয়ে গেছে জামায়াতের টেবিলে।

মূল টার্গেট:
🔻 ছাত্রদলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করা
🔻 সাধারণ শিক্ষার্থীদের মনে বিভ্রান্তি সৃষ্টি
🔻 মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় “ভদ্র বিদ্রোহের” নাটক সাজানো

➡️ যারা পদত্যাগ করছে, তাদের অনেকেই আগে থেকেই জামায়াত-শিবির ঘরানার এজেন্ট।
➡️ সবাই না — গুটি কয়েকজন, কিন্তু প্রচারণা হবে যেন মহাবিপ্লব!
➡️ যদি কাজ হয় — বিএনপি ও ছাত্রদলের ভেতরে জামায়াত শুরু করবে Do or Die পলিটিক্স।
➡️ আর না হলে — “ধীরে চলো নীতি” তে ফেরত যাবে, নতুন ছক আঁকবে।

🎯 রাজনীতি যখন আদর্শে নয়, চক্রান্তে চলে — তখন ইতিহাস রক্ত চায়।

#ছাত্রদল #রাজনীতিরচক্রান্ত

11/07/2025

🟥 চাঁদপুরে মসজিদে ইমামকে কো/পা/নো — হিজবুত তাহরীরের ছায়া?

একজন ইমাম, যিনি প্রতিদিন মসজিদে দাঁড়িয়ে নামাজ পড়ান, মানুষকে ভালোবাসা ও শান্তির শিক্ষা দেন — আজ তাকেই মসজিদের ভেতর নৃ/শং/সভাবে কো/পা/নো হলো!
এলাকাবাসী বলছে, হামলাকারী আন্তর্জাতিক নিষিদ্ধ জ’ঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের সদস্য!

❗ প্রশ্ন জাগে —
🔸 এই লোক মসজিদে অস্ত্র নিয়ে গেল কীভাবে?
🔸 এটা কি শুধু একটি ব্যক্তিগত বিরোধ, নাকি পরিকল্পিত জ’ঙ্গি আক্রমণ?
🔸 রাষ্ট্র বা গোয়েন্দা সংস্থা কী করছে?

এই ঘটনা শুধু একটি হামলা নয় — এটি বাংলাদেশের ধর্মীয় স্থিতিশীলতার ওপর সরাসরি চ্যালেঞ্জ!
আমরা কি আরও একবার হিজবুত তাহরীরের মতো গোষ্ঠীদের ‘ঘাঁটি’ তৈরি হতে দেব?

⛔ ধর্মের নামে জ’ঙ্গি তৎপরতা রুখে দাঁড়াও।
📢 নিরাপত্তা বাহিনী ও প্রশাসনের প্রতি আহ্বান — তদন্ত হোক, দোষীদের আইনের আওতায় আনো।


#চাঁদপুর #ইমাম_হামলা #হিজবুত_তাহরীর #জঙ্গিবাদ_নির্মূল #বাংলাদেশ

🔥 তিন মোটরসাইকেল, একটিই প্যাটার্ন!কুয়েটে ছাত্রদলের কমিটি ঘোষণার পর ‘সাধারণ ছাত্র’ নামধারী চিহ্নিত শিবিরের সন্ত্রাসীরা যখ...
11/07/2025

🔥 তিন মোটরসাইকেল, একটিই প্যাটার্ন!

কুয়েটে ছাত্রদলের কমিটি ঘোষণার পর ‘সাধারণ ছাত্র’ নামধারী চিহ্নিত শিবিরের সন্ত্রাসীরা যখন ছাত্রদলের উপর হামলা করে, তখন এক যুবদল নেতা সামনে এগিয়ে আসেন—ছেলেদের রক্ষায় মাঠে নামেন।

গতকাল সেই নেতাকে তিন মোটরসাইকেল আরোহী নির্মমভাবে হত্যা করেছে।

চেনা প্যাটার্ন, পুরোনো কৌশল। মনে আছে? বিগত সরকারের সময় ঠিক এমন করেই হত্যা করা হয়েছিল মুক্তমনা ব্লগারদের—তিন বাইক, তিন ঘাতক, আর সরকারী নিরবতা।

❗ এবার হিসাব মেলান—
এই হত্যাকারীরা কারা?
এই পদ্ধতি কারা ব্যবহার করে?
এই রাষ্ট্রীয় সন্ত্রাস কাদের রাজনৈতিক হাতিয়ার?

আর ছাত্রদলের ভাইয়েরা, তোমরা এখনও ভাবছো আওয়ামী লীগ তোমাদের প্রতিপক্ষ? তারা তোমাদের শত্রু—হত্যাকারী, দমনকারী, দুঃশাসনের ধারক না ভাই ।

🩸 আজ একজন শহীদ হলেন—কাল হয়তো আরও।

তবু আমরা চুপ থাকবো?






🇧🇩 বিচার বিভাগের উপর নির্বাচন কমিশনের প্রভাব? জনগণ জানতে চায়!কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ...
10/07/2025

🇧🇩 বিচার বিভাগের উপর নির্বাচন কমিশনের প্রভাব? জনগণ জানতে চায়!

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে শহীদ উদ্দিন ছোটন নামের এক প্রার্থী নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন—যদিও সেই ফলাফল নিয়ে এলাকাবাসীর বিস্তর প্রশ্ন রয়েছে।

স্থানীয় সূত্র বলছে, এই শহীদ উদ্দিন ছোটন হলেন বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এ.এম.এম নাসির উদ্দিনের আপন ভাই। অভিযোগ উঠেছে, তিনি বিচার বিভাগে সরাসরি প্রভাব খাটিয়ে নিজের পক্ষে রায় করিয়েছেন এবং এ জন্য পর্যায়ক্রমে চারজন বিচারককে বদলি করা হয়েছে।

প্রশ্নগুলো এখন খুব সোজা—

🔴 একটি স্বাধীন দেশের বিচার বিভাগ কি এভাবে হুমকির মুখে পড়বে?
🔴 একটি ভাইয়ের ক্ষমতার বলে আরেক ভাই নির্বাচনী ফলাফল ‘নির্দেশ’ করবেন?
🔴 এই বদলিগুলোর পেছনে কী রাজনৈতিক বা প্রশাসনিক চাপ কাজ করেছে?

এই ঘটনাগুলো যদি সত্য হয়, তাহলে তা বাংলাদেশের বিচার ব্যবস্থা ও গণতন্ত্রের জন্য অত্যন্ত লজ্জাজনক ও বিপজ্জনক।

🛑 আমরা কোনো নির্দিষ্ট ব্যক্তি নয়, বরং প্রক্রিয়ার স্বচ্ছতা ও স্বাধীনতা চাই।
📣 আমরা বিচার বিভাগকে প্রশ্ন করছি, এবং আমরা নির্বাচন কমিশনের কাছেও জবাব চাই।

জনগণ এখনো ঘুমায়নি—
এই অন্যায়ের জবাবদিহি একদিন হবেই।
এই বিচারহীনতার সংস্কৃতি থামাতে হবে।

https://youtu.be/U0d22-iN1LM?si=vlsKm4SIpxukg2wn
10/07/2025

https://youtu.be/U0d22-iN1LM?si=vlsKm4SIpxukg2wn

নির্বাচনের আগে শেখ হাছিনার ফাঁসি ? #আওয়ামীলীগ #বিএনপি #বাংলাদেশ #অর্থনীতি #রাজনীতি #২০হাজারঅস্ত্র #অস্ত্রল...

https://youtu.be/p01KeSygnSs?si=8Cq2IdufEYitIQFT
06/07/2025

https://youtu.be/p01KeSygnSs?si=8Cq2IdufEYitIQFT

শেখ হাসিনার নামেই ভীত জঙ্গি এবং জঙ্গি সংঘটন #আওয়ামীলীগ #বিএনপি #বাংলাদেশ #অর্থনীতি #রাজনীতি #২০হাজারঅস্....

https://youtu.be/LJja5E8Qov8?si=wMdxNlFOuv3uJiKd
06/07/2025

https://youtu.be/LJja5E8Qov8?si=wMdxNlFOuv3uJiKd

জাতিরপিতা এবং শেখহাসিনা প্রশ্নে কোনো আপোষ করবেনা তৃণমূল #আওয়ামীলীগ #বিএনপি #বাংলাদেশ #অর্থনীতি #রাজনী.....

https://youtu.be/gi-gsR7yKBU?si=wc2KKem5CNJv8Fhk
06/07/2025

https://youtu.be/gi-gsR7yKBU?si=wc2KKem5CNJv8Fhk

আওয়ামীলীগ কোনো তারিক দিয়ে নয় ! নামতে পারে যে কোনো মুহূর্তে #আওয়ামীলীগ #বিএনপি #বাংলাদেশ #অর্থনীতি #রাজনী....

শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় মাহাথির, বললেন ‘তার মতো ডায়নামিক লিডার বিরল’আন্তর্জাতিক ডেস্ক মালয়েশিয়ার কিংবদন্তী নেতা এ...
05/07/2025

শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় মাহাথির, বললেন ‘তার মতো ডায়নামিক লিডার বিরল’

আন্তর্জাতিক ডেস্ক

মালয়েশিয়ার কিংবদন্তী নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি শেখ হাসিনাকে একজন ‘ডায়নামিক লিডার’ বা উদ্যমী নেতা হিসেবে অভিহিত করে বলেন, তার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের পথে দ্রুত এগিয়ে যাচ্ছিল, কিন্তু সেই অগ্রযাত্রা এখন হুমকির মুখে।

আন্তর্জাতিক এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ৯৮ বছর বয়সী এই প্রবীণ নেতা। তিনি বলেন, "হাসিনার মত ডায়নামিক লিডার হয় নাকি! বাংলাদেশ উঠে যাচ্ছিল, তা থামিয়ে দেয়া হয়েছে।"

আধুনিক মালয়েশিয়ার রূপকার হিসেবে পরিচিত ড. মাহাথির আরও বলেন, "শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং আন্তর্জাতিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছিল। পদ্মা সেতু, মেট্রোরেলের মতো বড় প্রকল্পগুলো তার দৃঢ় নেতৃত্বের পরিচায়ক।" তিনি যোগ করেন, একটি দেশের উন্নয়নের জন্য স্থিতিশীলতা এবং ধারাবাহিক নেতৃত্ব অপরিহার্য।

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তন এবং চলমান সংকট নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "উন্নয়নের গতিকে থামিয়ে দেওয়া একটি দেশের জন্য আত্মঘাতী। আমি আশা করি, বাংলাদেশের জনগণ তাদের দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে সঠিক সিদ্ধান্ত নেবে।"

বিশ্লেষকরা মনে করছেন, মাহাথির মোহাম্মদের মতো একজন অভিজ্ঞ বিশ্বনেতার এই ধরনের মন্তব্য বাংলাদেশের রাজনীতিতে এবং আন্তর্জাতিক মহলে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে। তার এই পর্যবেক্ষণ এমন এক সময়ে এলো যখন বাংলাদেশে রাজনৈতিক এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ বাড়ছে।

05/07/2025

“হাসিনার মত ডায়নামিক লিডার হয় নাকি? বাংলাদেশ উঠে যাচ্ছিল, তা থামিয়ে দেয়া হয়েছে।”

- ড. মাহাথির মোহাম্মদ

গত ৫ আগস্টের পর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৫০ জন...
05/07/2025

গত ৫ আগস্টের পর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৫০ জনের অধিক নেতাকে বিভিন্ন কমিটির মাধ্যমে পুনর্বাসন করেছে বলে অভিযোগ উঠেছে জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে। প্রিন্ট ও ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। এদিকে গণমাধ্যমে উঠে না আসলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৪৫৫ জন সদস্যের কমিটি অন্তত অর্ধশতাধিক ছাত্রলীগ নেতাকে পুনর্বাসন করার তথ্য পাওয়া গেছে। এমনকি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না হওয়া সত্ত্বেও দুই বহিরাগত শিক্ষার্থী ছাত্রদলের ওই কমিটিতে পদ পেয়েছেন বলে অভিযোগ করেছেন নেতাকর্মীরা।

ছাত্রদলের ঘোষিত এসব কমিটিতে ছাত্রলীগের সাবেক পদধারী নেতাকর্মী, এমনকি সমর্থক পর্যায়ের অনেককেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব কমিটির বিরুদ্ধে সংশ্লিষ্ট এলাকার তৃণমূল নেতাকর্মীরা বিভিন্ন সময়ে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছেন।

বিতর্কিত এ পুনর্বাসনের ঘটনায় দলের ভেতর-বাইরে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। এর প্রেক্ষিতে কয়েকজন নেতাকে কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলেও জানা গেছে। তবে কমিটিতে নাম না থাকলেও, ছাত্রদলের শীর্ষ পর্যায়ের নেতাদের প্রশ্রয়ে অনেকেই অঘোষিতভাবে সংগঠনের অভ্যন্তরে সক্রিয় রয়েছেন বলে অভিযোগ রয়েছে।

Address


Telephone

+8801310067576

Website

Alerts

Be the first to know and let us send you an email when oporajitobangla24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to oporajitobangla24.com:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share