বসুন্ধরা শুভসংঘ - Bashundhara Shuvosangho

বসুন্ধরা শুভসংঘ - Bashundhara Shuvosangho শুভ কাজে সবার পাশে
দেশ ও মানুষের কল্যাণে

31/10/2025
26/10/2025

In partnership with Bashundhara Foundation, Shuvosangho continues to stand beside the underprivileged — spreading kindness, education, and opportunities to build a better tomorrow for all.

19/10/2025

বুকভরা সাহস আর হাজারো স্বপ্ন নিয়ে রাজধানীতে পড়তে আসে দেশের নানা প্রান্তের মেধাবী শিক্ষার্থীরা। কিন্তু অর্থনৈতিক সংকটে অনেকেই হারিয়ে ফেলে এগিয়ে যাওয়ার পথ। ঠিক তখনই পাশে এসে দাঁড়ায় বসুন্ধরা শুভসংঘ — বসুন্ধরা গ্রুপের মানবিক উদ্যোগ, যা প্রতিমাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শতাধিক দরিদ্র অথচ মেধাবী শিক্ষার্থীকে দিচ্ছে শিক্ষাবৃত্তি ও নতুন করে স্বপ্ন দেখার শক্তি।

এই বৃত্তি শুধু অর্থ নয়, এটি আশার আলো — যা তরুণদের অনুপ্রাণিত করছে পড়াশোনা চালিয়ে যেতে, নিজেকে গড়ে তুলতে এবং দায়িত্বশীল নাগরিক হয়ে দেশকে এগিয়ে নিতে।

#বসুন্ধরা_গ্রুপ #বসুন্ধরা_ফাউন্ডেশন #বসুন্ধরা_শুভসংঘ #শিক্ষাবৃত্তি

দেশ জুড়ে চলমান বসুন্ধরা শুভসংঘের কিছু সামাজিক কার্যক্রম ...
14/10/2025

দেশ জুড়ে চলমান বসুন্ধরা শুভসংঘের কিছু সামাজিক কার্যক্রম ...

11/10/2025

জীবনের শেষ প্রান্তে যখন আর কোনো ভরসা থাকে না, তখন একটা ছোট্ট সুযোগই বদলে দিতে পারে পুরো পৃথিবী।

রংপুরের গঙ্গাচড়া উপজেলার অসহায় নারীরা আজ নতুন আশায় মুখর। স্বেচ্ছাসেবী সংগঠন বসুন্ধরা শুভসংঘ এর মানবিক উদ্যোগে ২০ জন নারী পেলেন সেলাই মেশিন।
দারিদ্র্যের সঙ্গে লড়াই করা এই নারীদের হাতে উঠেছে সংগ্রামের নতুন অস্ত্র, আত্মনির্ভরতার চাবিকাঠি।
তাঁদের চোখের জল আজ পরিণত হয়েছে গর্বের আলোয়।

যেখানে হতাশা ছিল একমাত্র সঙ্গী, সেখানে আজ আশা বুনছে বসুন্ধরা ফাউন্ডেশন।
একটি সেলাই মেশিন, একটি সুযোগ, একটি থমকে যাওয়া জীবনের নবজাগরণ।

05/10/2025

একটি বৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়— এটি নতুন করে ডানা মেলানোর সাহস। সামিয়া আজমিনের মতো অনেক শিক্ষার্থী আজ এগিয়ে যাচ্ছে বসুন্ধরা শুভ সংঘ ও বসুন্ধরা ফাউন্ডেশনের সহানুভূতি ও সহযোগিতায়।

#শুভকাজেসবারপাশে

Address

12th Floor ABG Tower, Plot/440, 441 & 442 Block/A, Bashundhara R/A, Dhaka-1229
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when বসুন্ধরা শুভসংঘ - Bashundhara Shuvosangho posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বসুন্ধরা শুভসংঘ - Bashundhara Shuvosangho:

Share