Bangla Lens - বাংলা লেন্স

Bangla Lens - বাংলা লেন্স Bangla Lens News is a digital-only media outlet that explains global & national news insight through the eyes of Bangladesh.
(1)

We offer sharp analysis,& a uniquely Bangladeshi perspective on the word. সংবাদের বিশ্লেষণ নিয়ে বাংলাদেশের চোখে বিশ্ব দেখব একসাথে।

25/10/2025

ড. ইউনূসের জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার সম্ভাবনা বিশ্লেষণ | UN Gen.Secretary | Yunus

25/10/2025
মন্তব্য
25/10/2025

মন্তব্য

দিনাজপুরে খাদ্য অধিদপ্তরের চাকরির পরীক্ষায় ডিভাইস ব্যবহার করে অংশগ্রহণ করেন কৃষ্ণকান্ত রায় (২৫)। কিন্তু পরীক্ষার কক্ষে ত...
25/10/2025

দিনাজপুরে খাদ্য অধিদপ্তরের চাকরির পরীক্ষায় ডিভাইস ব্যবহার করে অংশগ্রহণ করেন কৃষ্ণকান্ত রায় (২৫)। কিন্তু পরীক্ষার কক্ষে তিনি বারবার কাশি দিচ্ছিলেন। বিষয়টি সন্দেহের সৃষ্টি করলে ওই শিক্ষার্থীকে তল্লাশি করে দায়িত্বরত পুলিশ। এ সময় তার শরীরের স্যান্ডো গেঞ্জির ভেতরে এক ডিভাইস ও কানের ভেতর থেকে আরেকটি ডিভাইস উদ্ধার করা হয়।

25/10/2025

গোবর মেখে দীপাবলি পালনে ব্যস্ত তারা!

24/10/2025

এনসিপি এর দুই পক্ষের হাতে হাতে লড়াই, বেশ কয়েকজন এর চর্ম বিদীর্ণ হয়ে রঞ্জক বের হয়।



পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুলঞ্জ গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য (ইউপি মেম্বার) ইলিয়াস মিয়া ও বর্তমান ইউপি মে...
24/10/2025

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুলঞ্জ গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য (ইউপি মেম্বার) ইলিয়াস মিয়া ও বর্তমান ইউপি মেম্বার মাহবুব মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে আজ বিকেলে সংঘর্ষ ও গু!লিবর্ষণের ঘটনা ঘটে।

24/10/2025

জাতীয় নাগরিক পার্টির নিজেদের মধ্যে হাতাহাতির ঘটনায় বেশ কয়েকজন আহত।


24/10/2025

আহমেদ কায়কোবাদ-
রয়েল ফেস্টিভ্যাল হলের বিশাল হল রুমে বসে আমরা সবাই নীরবতার সহিত গ্রাজুয়েটদের সম্মাননা গ্রহণ উপভোগ করছিলাম, ডায়েসে গিয়ে হঠাৎ এক ইন্ডিয়ান ব্যাচমেট ভারত কি মাতা, জয় স্লোগান ধরে এই পর্যন্ত ঠিকই ছিল কিন্তু পরক্ষণেই সে জয় শ্রীরামের স্লোগান তুলে৷ এই স্লোগান শুনার পর মনে পড়লো ইন্ডিয়ানরা এই স্লোগান তুলে সংখ্যালঘু মুসলিমদের নির্যাতন চালায়, তাই ভাবলাম তার পাল্টা কোন প্রতিত্তোর দিতে হবে৷ পরবর্তীতে আমার ডাক যখন আসলো তখন দুনিয়ার শ্রেষ্ঠতম স্লোগান নারায়ে তাকবির আল্লাহু আকবর ধ্বনি তুললাম এবং দর্শক সারিতে বসে থাকা বন্ধুদের থেকেও ব্যাপক সাড়া পাই৷ এবং অনুষ্ঠান শেষ হওয়ার আগ পর্যন্ত জয় শ্রীরাম আর নারায়ে তাকবির আল্লাহু আকবর এর একটা প্রতিযোগিতা চলে এবং দুনিয়ার শ্রেষ্ঠতম ধ্বনিই জয়যুক্ত হয়৷ 😊
#মুসলিম_উম্মাহ
#আল্লাহুআকবার

Address

Karwanbazar
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangla Lens - বাংলা লেন্স posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share