08/08/2024
চোর এসেছে, ডাকাত পড়েছে,
(রাত দুইটা )
পাথর কালো রাতের অন্ধকারে যখন উল্লাস করে,
ঘর-দ্বার জানালার কার্নিশে, বাইরে পা চলে না,
হঠাৎ কিছু মানুষের আওয়াজ—
"চোর এসেছে, ডাকাত পড়েছে। চোর এসেছে।"
কৌতূহলে আমি বেরিয়ে এলাম,
সময় সাক্ষী হতে,
বাসার নিচে গিয়ে দাঁড়ালাম,
সবার মতো চুল এলোমেলো,
শরীরে ঘামের দুর্গন্ধ ।
কেউ লুঙ্গি পরা, কেউ খালি গায়ে।
অধিকাংশের হাতে লাঠি,
কিছু হাতে ক্রিকেট ব্যাট।
মনে কৌতূহল ছিল, চোর কেমন হবে।
দুই প্লাটুন সেনাবাহিনীর গাড়ি এসে পৌঁছেছে,
ঝাঁঝালো বাশির শব্দ আর মানুষের কোলাহল,
এমন সময় শুনলাম একজন সৈনিক ভাইয়ের মুখে,
"এত মানুষের মধ্যে চোর চিনব কিভাবে?"
আমার মনটা একটু খারাপ হয়ে গেল।
মনে হল, চোর আমাদের মতোই দেখতে,
কিন্তু এদেশে তাদের চোর বানালো কারা?
অবাক হয়ে অনুভব করলাম,
চোর দেখতে পেলাম না,
চোর আমাদের মতোই দেখতে।
মানুষের মধ্যে পার্থক্য খুঁজে পাওয়া কঠিন,
গরিব আর ধনী—গরিব শব্দটাই গালি,
তা আমরা সবাই জানি ।
আজকের চোর—কারো না কারো ভাই।
কিন্তু আমরা চিনতে পারছি না,
ওরা আমাদের মতো কেন হতে পারল না,
কার দায়, কে নেবে?
দেশ ডিজিটাল হয়েছে,
চোর স্ক্যান করার মতো সেনাবাহিনীর কাছে কিছুই নেই,
ফেসবুকে মানুষের নাচানাচি কারো কোন প্রশ্ন নেই ।
চোর আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য বের করা কঠিন—
এটা ভাবতেই রাত পার হয়ে যাচ্ছে,
ভালো কোনো আইডিয়া পাচ্ছি না, হয়তো শিক্ষার অভাব।
তাই মনে মনে ভাবছি,
যদি আমাদের ওপর কোনো ওহী নাযিল হয়,
তাহলে আমরা চোর-সাধু পার্থক্য বুঝতে পারব।
ধন্যবাদ সবাইকে সবাই সাবধানে থাকবেন ।