
28/07/2025
একটা কথা অনেকদিন থেকেই বলবো ভেবেছি।
নিকট সময়ে খুব তুচ্ছভাবে ট্রাকের নীচে চাপা পড়বার কিছু ঘটনা ঘটেছে।
১. এক নারীর চাপা পড়া দেখেছি।
স্বামীর দাঁড়িয়ে থাকা বাইক একটু হেলে পড়ায় পাশে থাকা এক গতিহীন ট্রাকের নীচে পড়ে যান। সঙ্গে সঙ্গে মৃ.ত্যু হয় তার।
২. বাইকার আটকাতে গিয়ে একজন পুলিশ সাজেন্টের একইভাবে ট্রাকের নীচে চাপা পড়তে দেখেছি।
প.ঙ্গু হয়ে যান তিনি।
৩. বাইক নিয়ে বন্ধুসহ এক বাইকারকে দেখেছি সরাসরি ট্রাকের নীচে ঢুকে যেতে।
আমার কাছে এগুলোকে খুবই ছোট কারণে বিশাল ক্ষতি মনে হয়েছে। আমার কাছে মনে হয়েছে, ট্রাকে সামান্য একটু সংস্কার করলে এই ক্ষতিগুলো এড়ানো যেতো।
ট্রাকের যে ট্রাকচার তাতে প্রথম চাকা থেকে দ্বিতীয় চাকার মাঝে বিশাল ফাঁকা।
এর মাঝখান দিয়ে হুট করে যেকোনও কিছু ঢুকে যেতে পারে অনায়াসে। প্রথম চাকা পার হওয়ার পর এই গ্যাপে কিছু ঢুকে গেলে বা কেউ পড়ে গেলে তা ড্রাইভার সাধারণ দেখে না। আর দেখলেও কিছু করতে করতে সর্বনাশ হয়ে যায়।
ট্রাকের মতো এই ফাঁকা জায়গাটা বাসে নেই। বাসের বডি এমনভাবে তৈরি যা চাকার মাঝখানটা পুরোটা ব্লক করে রাখে।
ওখানে কিছু ঢোকার সুযোগ নেই।
ছবিতে সংযুক্ত ট্রাকের মাঝখানের লাল তীর চিহ্নিত অংশ কোনওভাবে ব্লক করে দেওয়া গেলে অনেক দূর্ঘটনা কমতো।
যারা তৈরি করেন বা সরকারের নীতি নির্ধারক যারা তারা যদি ভেবে দেখতেন।
দেখে সিদ্ধান্ত নিতে পারেন...
বিষয়টি যুক্তিসঙ্গত মনে হলে শেয়ার করে দিন