
19/06/2025
**অন্তরালের পত্র**
ভালোবাসা নামে যে গান
অন্তরে জ্বলে নিরবধি,
তার সুর গুমরে মরে
অব্যক্ত শব্দের সীমান্তে।
তুমি এতটাই নিকটে —
শ্বাসের তাপ ছুঁয়ে যায় প্রাণ,
তবুও মাঝে অদৃশ্য প্রাচীর,
হাজার মাইল দূরত্বের মান!
কথাগুলো গলায় আটকে
পাথর হয়ে চেপে থাকে;
চোখের ভাষা, হাতের ইশারা
অস্পষ্ট আয়নায় মিলিয়ে যায় ঘন অন্ধকারে।
মন বলে, "এবার বলো..."
জিহ্বা বলে, "কী বলিব?"
এই দূরত্ব শব্দহীন,
চোখে জল আসে না, শুধু বাজে অন্তরীক্ষ।
আমার এ যন্ত্রণা কি দেখো?
এই নীরব হাহাকার?
যে ব্যথা বয়ে বেড়াই
অনাবৃত ক্ষতের মতন —
তুমি কি অনুভব করো তার ভার?
প্রিয়জন, এই নিকটতা
শুধুই ছায়ার খেলা;
হৃদয় হারায় পথ
আপন নিঃসঙ্গতায় —
ভালোবাসাই আজ বন্দীশালা!
আমার হৃদয়ের এই নীরব কান্না
শুনবে কি কখনো?
` া`
` #দূরত্বের_যন্ত্রণা`
` #অব্যক্ত_অনুভূতি`
` #প্রেমের_বেদনা`
` #হৃদয়ের_দূরত্ব`
` #নীরবতা`