Saiful Islam

Saiful Islam হাজারো দুঃখ কষ্টের মাঝে " আল্লাহ ভরসা" শব্দটি যেনো তপ্ত মরুভূমিতে এক গ্লাস পানি সন্ধান পাওয়ার মতো এক অদৃশ্য তৃপ্তি! আলহামদুলিল্লাহ

25/05/2025

❝হে নফস-তুমি যেভাবে চলাফেরা করছো, তাতে নিশ্চিত তুমি জাহান্নামি হবে!❞

23/05/2025

"বর্তমানের "ইফতা" হচ্ছে একটি আধুনিক ফেতনা।

এই ইফতা যদি কেউ পড় তাহলে পড়তে পারো তবে নামের শুরুতে "মুফতী" লাগাইয়ো না!"

"হাদিস পড়লে তো নামের শুরুতে "মুহাদ্দিস" লাগায় না,তাফসির পড়লে তো "মুফাসসির" লাগায় না কিন্তু ইফতা পড়লে কেন "মুফতী" লাগাতে হবে?
মুফতী,মুহাদ্দিস তখনই লাগায় যখন কেউ ইফতা পড়ে ফতোয়া দেয়ার দায়িত্ব পালন করে বা হাদিস পড়ে নিজে হাদিস পড়ান।তো তুমি কোন জায়গার মুফতী?কোন এলাকায় তোমাকে ফতোয়ার কাজে নিয়োগ করা হয়েছে?এভাবে নামের শুরুতে যেখানে-সেখানে "মুফতী উমুক" লাগানোর দুঃসাহস কে দিয়েছে তোমাকে?
__________________________________________

গতকাল হুজুর আমাদের মাদ্রাসায় এসেছিলেন এবং ছাত্রদের উদ্দেশ্যে বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছেন।বিশেষ করে বর্তমানে তাখাসসুস ফিল ফিকহ তথা ইফতা পড়া অত্যন্ত হতাশাজনক অভিব্যক্তি প্রকাশ করেছেন।

এসব দুনিয়াবী খাহেশ ও আকাঙ্ক্ষা বাদ দিয়ে, উম্মতের ফিকির নিয়ে গায়রে মুসলিমদের প্রতি দাওয়াত,সিয়াসাত,তালিম,তাছনিফ এজাতীয় বিষয়ে মনোযোগ দিতে বলেছেন।

18/05/2025

দুঃখের দিনের কষ্ট গুলো
সুখের দিনে একা একা মুচকি হাসার কারণ

06/05/2025

যখনই মনে হয় "আর পারবোনা!"
তখনই মনকে বলি: আল্লাহ তোমাকে কখনো এমন কোনো বোঝা দেন না যা তুমি বহন করতে পারবে না।

24/04/2025

হাউজে কাউসারের নিকট কোন মুখে যাবো?
🥹😥🥹

24/04/2025

ইসলামিক পোস্ট করার কারণে আমাদের মোবাইল জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে , কিন্তু নিজে হইতে গেলে আমল করা জরুরি ! কি বলেন ?

18/04/2025

সে একজন সাংবাদিককে খাবার দিচ্ছে, কারণ সে ভাবছে, সেও তার মতো ক্ষুধার্ত!
10/04/2025

সে একজন সাংবাদিককে খাবার দিচ্ছে, কারণ সে ভাবছে, সেও তার মতো ক্ষুধার্ত!

09/04/2025

You may hold power today, but time is more powerful than all of us.

06/04/2025

তোমরা উড়ো জান্নাতে, আমরা ডুবি অভিশাপে😓🖤

05/04/2025

ঈদ সবার জন্য সুখের হয়না, কারো কারো জন্য শোকেরও হয়...! 💔
আলহামদুলিল্লাহ

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Saiful Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share