
04/08/2024
হ্যালো Guys,
আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন। আজ দুঃখ ভরা মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবাই কম বেশি জানেন বাংলাদেশের কি অবস্থা এবং আমাদের কত হাজার হাজার শিক্ষার্থী ভাইয়েরা আহত এবং নিহত হয়েছে। সর্বপ্রথম যারা আহত হয়েছে তাদের জন্য দোয়া রইল আপনারা সুস্থ হয়ে যাতে আবার রাজপথে নামতে পারেন। আর যারা নিহত হয়েছেন আমাদের জন্য এবং দেশের জন্য তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদের শহীদি মর্যাদা দান করেন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করেন সবাই বলি "আমিন"। দেশের এ পরিস্থিতিতে আমাদের সবার উচিত দেশের জন্য দোয়া করা এবং যে যেভাবে যেখান থেকে পারেন আমাদের ছাত্র ভাইদের সাহায্য করা। দেশের মাননীয় প্রধানমন্ত্রী, ছাত্রলীগ এবং পুলিশ এদের নিয়ে কিছু বলার নেই আমার।খালি এতোটুকু বলতে চাই আমাদের ১ দফা দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। ছাত্র ভাইয়েরা আমার সবার জন্য দোয়া রইল যাতে আমাদের দাবি আমরা পূরণ করতে পারি ইনশাআল্লাহ। সবাই 'comment box' এ "আমিন" লিখে যাবেন। ওই যে একটা কথা আছে না "রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো এদেশের মানুষকে স্বাধীন করে ছাড়বো ইনশাল্লাহ" এবার আমাদের পালা "রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো আমাদের দাবি পূরণ করে ছাড়বো ইনশাল্লাহ"। আমাদের শহীদ ভাইদের রক্ত বৃথা যেতে দেব না "ইনশাআল্লাহ"। যে যেখান থেকে পোস্টটি পড়ছেন ফেসবুক থেকে পড়লে পেজটি follow করে দিয়েন এবং পোস্টটি Share করে দিয়েন। YouTube থেকে দেখলে একটি subscribe করে দিয়েন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন allah hafiz।