08/07/2025
মানুষের নজর অনেক বাজে তা ভালভাবে জানা সত্তেও, আমার জীবনে এত ঝড় তুফান চলা সত্তেও আমি এত এফোর্ট দেখে আজকে পোস্ট না করে থাকতে পারলাম না!🥰 সবাই একবার মা-শা-আল্লাহ বইলেন কমেন্ট না করলেও মনে মনে বইলেন অন্তত প্লিজ😅।
আজকে আমার জন্মদিন ৮ জুলাই।🥳
এত বছর আমার এই পেজে আজ পর্যন্ত কখনো আমার নিজের জন্মদিন রিলেটেড কোন পোস্ট বা কোন কিছু আপনারা দেখেন নাই। কারণ হচ্ছে অনেক আগে থেকেই আমি জন্মদিন পালন করা ছেড়ে দিয়েছি মোটামুটি ২০১৭/১৮ থেকেই কারণ আমার ফ্রেন্ড সার্কেল আমি অনেক ছোট করে রেখেছি, মানে বলতে গেলে আমি নিজ ইচ্ছায় রাখিনাই কাওকে আশেপাশে, আমার অনেক মানুষের সাথে পরিচয় আছে এবং ভাল ক্লোজ সম্পর্ক ভাই ব্রাদার অনেকের সাথে আছে বাট তাও আমি আমার মত আলাদা থাকি বা ওইভাবে চলা পছন্দ করি, এর মানে এইনা যে আমার ব্যাকাপ সাপোর্ট নাই! আমি শুধু আমার কাজে মগ্ন এবং তাদের বা আমার দরকার ছাড়া এক্সট্রা কিছু নিয়ে বারাবারি করিনা, আর জন্মদিন এর কালচার মূলত ইহুদি উল্লাস হারাম ভেবেও নিজেকে বুঝায়ে এইসব বাদ দিয়ে দিয়েছিলাম। আজকের দিন টা যাস্ট আমার জন্য ভালো একটা দিন, কেননা ভালবাসার মানুষদের থেকে অনেক এফোর্ট পেলাম আর আমার জন্মের কথা মনে করায় এই দিন পাশাপাশি সেই রবের কথাও মনে করায় যার জন্য আমার অস্তিত্ব বিদ্যমান, আর সাথে জীবনের একটা শেষও রয়েছে তাও মনে করায়! তাই এই দিন আমার কাছে স্পেশাল আমার মত করে😇
কিন্তু টাও আমার ভালবাসার মানুষ সবার আগে রাত ১২:০০ টায় আমাকে শুভেচ্ছা জানায় তার আমার সময়ে রাতদিন পার্থক্য থাকা সত্তেও! এরপর আমি ঘুম থেকে দিনে উঠতে না উঠতে আমার মায়ের তরফ থেকেও উপহার পাই! সব মিলায়ে অনেক বছর পর এই দিনটায় ভালোলাগা উপভোগ করলাম, বিগত বছর গুলো অনেক ঝামেলায় + চাপে + বাজে পরিস্থিতি থাকায় এইসব নসিবে এভাবে কখনো জুটেনাই! এরপর সন্ধ্যায় হটাত কেক সারপ্রাইজ পেলাম সাথে ফুল + একটা মেসেজ আমার ভালবাসার মানুষের কাছে থেকে। এরপর পাব্জি এর উইশও আছেই।😇
সব মিলিয়ে সারাদিন আমি বাসার বাইরে না ঘুরেও, বাসা থেকে বের না হয়েও দিনটা সুন্দর করে দিয়েছে আলহামদুলিল্লাহ।
আমি এইসব খুশিতে, আবেগে আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের দোয়া পেতে, কিন্তু কেউ নজর দিবেন না, কারণ এত বছর আমি নিজেও অন্যদেরটা দেখতাম নিজের কপালে ছিল না, এত সহযে আমিও পাইনি এইসব কখনো, কিন্তু আজকে আমার নসিবে এরকম এফোর্ট দেয়ার মত মানুষ আছে মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ! ❤️
সো এইটাই বলবো আজকে আপনার জীবনে এমন কেউ নাই আফসোস কইরেন না কারণ আল্লাহ চাইলে ভবিষ্যতে শীঘ্রই পাবেন যখন মোটেও এক্সপেক্ট করবেন না! আল্লাহ দিয়ে দিবে ইংশাআল্লাহ, সো অন্যদের জন্য দোয়া করবেন আল্লাহ আপনাকেও ভালো কিছু উপহার দিবে ইংশাআল্লাহ। আমার জন্য, আমার পরিবার ও ভালবাসার মানুষের জন্য দোয়া করবেন মন থেকে এইটাই চাওয়া আজকের আমার বিশেষ দিনে 😇🤲 আপনিও একদিন কাউকে পাবেন যে আপনার জন্য মন থেকে শত বাধার পরও, সকল ব্যস্ততার পরও, কঠিন পরিস্থিতিতেও আপনার খেয়াল রাখার চেষ্টা করবে তাদের মত করে, আমিন🤲
আর হ্যাঁ যাদের কেউ নাই এখন তারা পাব্জিতে প্রফাইলে জেয়ে Birthday সেট করে রাখেন তাহলে অন্তত পাব্জির উইশ পাবেন ওই দিনে, বাকি ফেসবুক আর অন্যান্য জিনিশ তো আছেই 😇
জাযাকাল্লাহ খাইরান😇🤲