EmonScreation

EmonScreation "Make yourself an honest man then you may be sure there is one rascal less in the world"
Let's get

21/07/2025

Milestone School

21/07/2025
Class room is not safe.....in Dhaka. Really sad- nothing to do.আন্তর্জাতিক প্রটোকল অনুযায়ী,পাইলট প্রশিক্ষণ হবে কম ঘনবসতি...
21/07/2025

Class room is not safe.....in Dhaka.
Really sad- nothing to do.
আন্তর্জাতিক প্রটোকল অনুযায়ী,পাইলট প্রশিক্ষণ হবে কম ঘনবসতিপূর্ণ এলাকায়, যেখানে রিস্ক থাকবে সর্বনিম্ন যেমনঃ নদী বা চর এলাকা।কিন্তু এদের সবকিছু ঢাকা শহরে করা লাগবে।এতগুলো বাচ্চা হত্যার দায় কে নিবে?

করবেন আকাম!কিন্ত এখন নিছক দুর্ঘটনা বলে চালিয়ে দিবেন!🤐

দুঃখজনক😥

মৃত্যু যখন পারমাণবিক বোমার আঘাতে হবে! 💣 বিজ্ঞানীরা বলছেন, মাত্র ১ মেগাটনের একটি পারমাণবিক বোমা বিস্ফোরিত হলে চারিদিকে ৫ ...
26/06/2025

মৃত্যু যখন পারমাণবিক বোমার আঘাতে হবে!
💣 বিজ্ঞানীরা বলছেন, মাত্র ১ মেগাটনের একটি পারমাণবিক বোমা বিস্ফোরিত হলে চারিদিকে ৫ কিলোমিটারের মধ্যে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এর তেজস্ক্রিয়তা থেকে মানুষ, গাছপালা, দালানকোঠা রক্ষা পায়না কোনকিছুই। বিস্ফোরণের জায়গা থেকে ৮-১২ কিমি দূরে মানুষের ত্বকে থার্ড ডিগ্রি বার্ন হয়। আর ১৫-২০ কিমি পর্যন্ত অবস্থান করা মানুষের কানের পর্দা ফেটে যায়, গ্লাস ভেঙে পড়ে, খসে পড়ে নিমিষেই। ৫০-৮০ কিমি দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে তেজস্ক্রিয়তা।

💣একটি পারমাণবিক বোমার বিস্ফোরণে তাৎক্ষণিক প্রাণহানি ঘটতে পারে ৩-৭ লাখ মানুষের, গুরুতর আহত হতে পারে ৫-১০ লাখ মানুষ। আর ৫ কিলোমিটারের মধ্যে অবস্থিত ভবনগুলোর ৯০ শতাংশই রূপ নেবে ধ্বংসস্তুপে। বিষ্ফোরণের জায়গা থেকে চারিদিকে ৫০-৮০ কিলোমিটারের মত জায়গায় ২০-৩০ বছর মাটি ও জল দূষিত অবস্থায় পাওয়া যাবে। এর ফলে বেঁচে যাওয়া মানুষেরা ক্যান্সার ও রেডিয়েশনজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যু মুখে পতিত হতে পারে। পুরুষরা হারাবে তাদের পুরুষত্ব, পরবর্তী প্রজন্ম জন্ম নিবে প্রতিবন্ধী হয়ে।

💣এদিকে অতীত ইতিহাস থেকেও জানা যায়, পারমাণবিক💣 বোমা বিস্ফোরণের ভয়বহতা। ১৯৪৫ সালের ৬ আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা শহরের ওপর ফেলে ‘লিটল বয়’ নামের একটি পারমাণবিক বোমা। বিস্ফোরণের মুহূর্তেই প্রাণ হারান প্রায় ৭৫ হাজার মানুষ। কয়েক মাসে সেই সংখ্যা দাঁড়ায় ১ লাখ ৪০ হাজারে । এর তিন দিন পর, ৯ আগস্ট নাগাসাকি শহরের ওপর ফেলা হয় ‘ফ্যাট ম্যান’ নামের দ্বিতীয় বোমাটি। এতে নিহত হন আরও ৭৫ হাজার মানুষ। এ দুই হামলায় প্রমাণ হয় পারমাণবিক বোমা যুদ্ধের অস্ত্র নয়, বরং মানবতা ধ্বংসের একমাত্র মাধ্যম।

Collected

মধ্যপ্রাচ্যের কাতার, সৌদি আরব, বাহরাইন, ইরাক ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাটিতে এক যোগে মিসাইল হা'ম'লা হচ্ছে।তাসনিম ন...
23/06/2025

মধ্যপ্রাচ্যের কাতার, সৌদি আরব, বাহরাইন, ইরাক ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাটিতে এক যোগে মিসাইল হা'ম'লা হচ্ছে।

তাসনিম নিউজের বরাত দিয়ে আলজাজিরা জানায়, ইরাক ও কাতারে মার্কিন ঘাঁটিতে ইরান থেকে হা'ম'লা হয়েছে।

জেলখানায় নারী তাঁর স্বামীর সঙ্গে দেখা করতে গেল। দেখা শেষে ফিরে এসে জেলারের কাছে অভিযোগ করে বলতে লাগলো— “আপনারা আমার স্বা...
22/06/2025

জেলখানায় নারী তাঁর স্বামীর সঙ্গে দেখা করতে গেল। দেখা শেষে ফিরে এসে জেলারের কাছে অভিযোগ করে বলতে লাগলো

— “আপনারা আমার স্বামীকে এত কষ্ট কেন দিচ্ছেন ? দিনরাত পরিশ্রম করাচ্ছেন!”

জেলার বিস্মিত হয়ে বলল:

— “আমরা তো তেমন কিছু করাচ্ছি না। সে তো এখানে বেশ ভালোই আছে। খায়, ঘুমায় আর আরামে সময় কাটায়!

তখন নারী অবাক হয়ে বলল:

— “তাহলে কি সে মিথ্যা বলছে?
সে তো বললো ভিতরে বসে বসে সে অনেক বড় একটা সুড়ঙ্গ খুঁড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে!!

22/06/2025

🚨ব্রেকিং : ইরানের হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা...!

ইরান যদি হরমুজ প্রণালী (Strait of Hormuz) বন্ধ করে দেয়, তাহলে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার উপর এর ব্যাপক প্রভাব পড়বে। এই প্রণালীটি মধ্যপ্রাচ্যের প্রধান তেল রপ্তানি পথ, এবং এটি বন্ধ হলে নিম্নলিখিত পরিণতি দেখা দিতে পারে:

১. **তেলের মূল্য বৃদ্ধি**
- হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন **২০-২১ মিলিয়ন ব্যারেল** তেল পরিবহন হয়, যা বিশ্বের তেল সরবরাহের প্রায় **২০-৩০%**।
- এই পথ বন্ধ হলে তেলের সরবরাহ হ্রাস পেয়ে বিশ্বব্যাপী তেলের দাম বেড়ে যেতে পারে, সম্ভবত **ব্যারেল প্রতি $১৫০-২০০ ডলার** বা তারও বেশি।
- গ্যাসের দামও বৃদ্ধি পাবে, কারণ এই অঞ্চল থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (LNG)ও রপ্তানি হয়।

২. **বিশ্ব অর্থনীতিতে মন্দার ঝুঁকি**
- তেলের দাম বৃদ্ধির ফলে পরিবহন, উৎপাদন ও বিদ্যুৎ খরচ বেড়ে যাবে, যা মুদ্রাস্ফীতি বাড়াবে।
- ইউরোপ, এশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো তেল-নির্ভর অর্থনীতিগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে।
- ১৯৭০-এর দশকের তেল সংকটের মতো বিশ্বব্যাপী মন্দার আশঙ্কা দেখা দিতে পারে।

৩. **রাজনৈতিক ও সামরিক উত্তেজনা**
- ইরানের এই পদক্ষেপকে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা (সৌদি আরব, UAE, ইসরায়েল) চ্যালেঞ্জ করবে।
- মার্কিন নৌবাহিনী (৫ম ফ্লিট) হরমুজ প্রণালী খোলার জন্য সামরিক অপারেশন শুরু করতে পারে, যা যুদ্ধে রূপ নিতে পারে।
- ইরানের বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

৪. **বিকল্প পথে তেল পরিবহনের চেষ্টা**
- সৌদি আরব ও UAE তাদের **পূর্বাঞ্চলীয় পাইপলাইন** (যেমন: **East-West Pipeline**) ব্যবহার করে লোহিত সাগরের দিকে তেল সরবরাহ বাড়াতে পারে, কিন্তু সেটিও সম্পূর্ণ বিকল্প নয়।
- অন্যান্য তেল উৎপাদনকারী দেশ (রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র) তাদের উৎপাদন বাড়ালেও তা স্বল্পমেয়াদে ঘাটতি পূরণ করতে পারবে না।

৫. **ভোক্তা দেশগুলোর জরুরি মজুত ব্যবহার**
- IEA (International Energy Agency) সদস্য দেশগুলো তাদের **জরুরি তেল মজুত (Strategic Petroleum Reserves)** ব্যবহার করতে পারে, কিন্তু তা কয়েক সপ্তাহ বা মাসের জন্য যথেষ্ট হবে।

৬. **চীন ও ভারতের উপর প্রভাব**
- চীন ও ভারত ইরান ও সৌদি আরব থেকে বিপুল পরিমাণ তেল আমদানি করে, তাই তাদের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

শূন্য পকেটের মানুষগুলো পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল যোদ্ধা। তারা জানে কীভাবে হাসিমুখে না বলা কষ্টগুলো বয়ে বেড়াতে হয়। এই পৃথিব...
02/06/2025

শূন্য পকেটের মানুষগুলো পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল যোদ্ধা। তারা জানে কীভাবে হাসিমুখে না বলা কষ্টগুলো বয়ে বেড়াতে হয়। এই পৃথিবীটা তখনই কাছে টানে, যখন পকেটে টাকা আর মুখে মুখোশ থাকে। কিন্তু যখন পকেট শূন্য, তখন কথাও গুরুত্ব পায় না, মানুষও না। অথচ এই মানুষগুলোই সবচেয়ে বেশি ভালোবাসতে জানে, সবচেয়ে বেশি সময় দিতে জানে, কারণ ওদের কিছু হারানোর নেই, শুধু অনুভব করার একটা বিশাল সমুদ্র আছে বুকে। তারা নিজে না খেয়ে খাওয়ায়, নিজের স্বপ্ন ছেড়ে অন্যের স্বপ্নকে জাগিয়ে তোলে। তবু দুনিয়া চিনে পকেট দেখে, মন নয়। সময় দিলে মানুষ ভাবে এটা তো ফাঁকা সময়। কিন্তু কেউ বুঝে না, ভালোবাসার মানুষদের জন্যই তো সবকিছু ফাঁকা রেখে বসে থাকি।



নবাব সিরাজউদ্দৌলাকে যখন বন্দী করে টেনে হিচঁড়ে নিয়ে যাওয়া হয়, তখন অসংখ্য মানুষ হা করে নীরব দর্শকের মতো সেই দৃশ্য উপভো...
25/05/2025

নবাব সিরাজউদ্দৌলাকে যখন বন্দী করে টেনে হিচঁড়ে নিয়ে যাওয়া হয়, তখন অসংখ্য মানুষ হা করে নীরব দর্শকের মতো সেই দৃশ্য উপভোগ করেছিল। শুধু তাই নয়, পিঠে ছুরিকাঘাত করার পূর্বে নবাবকে কাঁটাওয়ালা সিংহাসনে বসিয়ে ও ছেঁড়া জুতা দিয়ে পিটিয়ে যখন অপমান করা হচ্ছিল, তখন হাজার হাজার মানুষ সেই তামাশা দেখে ব্যাপক বিনোদিত হয়েছিল! মাস সাইকোলজিটা একটু খেয়াল করে দেখুন, এই জাতি দুইশত বছরের গোলামি সাদরে গ্রহণ করেছিল ওভাবেই।

একটি মজার তথ্য দেই। লর্ড ক্লাইভ তার ব্যক্তিগত ডায়েরিতে লিখেছেন, নবাবকে যখন ধরে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন দাঁড়িয়ে থেকে যারা এসব প্রত্যক্ষ করেছিল তারা যদি একটি করেও ঢিল ছুঁড়ত তবে ইংরেজদের করুণ পরাজয় বরণ করতে হতো। আরো চমকপ্রদ তথ্য হচ্ছে, প্রায় ১০ হাজার অশ্বারোহী, ৩০ হাজার পদাতিক এবং অসংখ্য কামান, গোলাবারুদ সহ বিশাল সুসজ্জিত সৈন্যবাহিনী নিয়েই পলাশীর ময়দানে এসেছিলেন নবাব সিরাজউদ্দৌলা । কিন্তু তার বিপরীতে রবার্ট ক্লাইভের সৈন্যসংখ্যা ছিলো মাত্র ৩ হাজার, যার মধ্যে ৯ শত জনই ছিল হাতেপায়ে ধরে নিয়ে আসা সৌখিন ব্রিটিশ অফিসার যাদের অধিকাংশেরই তলোয়ার ধরার মতো সুপ্রশিক্ষণ ছিল না, এরা কোনোদিন যুদ্ধও করেনি।

এত কিছু জেনেও রবার্ট ক্লাইভ যুদ্ধে নেমেছিলেন এবং জিতবেন জেনেই নেমেছিলেন। কারণ, তিনি খুব ভালো করেই জানতেন একটি হীনমন্য ব্যক্তিস্বার্থলোভী দ্বিধাগ্রস্ত জাতিকে পরাস্ত করতে খুব বেশি আয়োজনের প্রয়োজন নেই, বড় সৈন্যবাহিনী এদের জন্য মশা মারতে কামান দাগার মতো। যাদেরকে সামান্য দাবার চালেই মাত করে দেয়া যায়, তাদের জন্য হাজার হাজার সৈন্যের জীবনের ঝুঁকি তিনি কেন নেবেন? এছাড়াও, মীরজাফরকে যখন নবাবীর টোপ গেলানো হয়, রবার্ট ক্লাইভ তখনই সিদ্ধান্ত নিয়ে নেন যে, সিরাজকে পরাজিত করার পর এই বদমাশটি সহ বাকিগুলোর পরিণতিও তাদের নবাবের মতোই হবে এবং হয়েছেও তাই। ইতিহাস সাক্ষ্য দেয়, মীরজাফর, উমিচাঁদ, রায়বল্লভ, ঘষেটি বেগম সহ প্রত্যেকটি বেইমানের করুণ মৃত্যু হয়েছে।

রবার্ট ক্লাইভ মীরজাফরের বেঈমানির উপর ভরসা করে যুদ্ধ করতে আসেননি। তিনি যুদ্ধে নেমেছিলেন বাঙালির মানসিকতা নিখুঁতভাবে বিশ্লেষণের মাধ্যমে ভবিষ্যৎ আন্দাজ করে। তিনি জানতন, যুদ্ধশেষে জনসম্মুখে নবাবকে হেনস্থা করলে এই জাতি বিনোদনে দাঁত কেলাবে কিংবা হা করে চেয়ে চেয়ে দেখবে। তাই বিনা দ্বিধায় সার্টিফিকেট দেয়াই যায়, বাঙালি জাতির মানসিকতা

৫ বছরের ছোট্ট মেয়েকে বুয়ার কাছে রেখে অফিসে যায় চাকুরিজীবী দম্পতি। বুয়া এসির বাতাসে ঘুমায় আর বাচ্চা মেয়েটা সারাদিন একা থা...
24/05/2025

৫ বছরের ছোট্ট মেয়েকে বুয়ার কাছে রেখে অফিসে যায় চাকুরিজীবী দম্পতি। বুয়া এসির বাতাসে ঘুমায় আর বাচ্চা মেয়েটা সারাদিন একা থাকে।
একদিন...
অফিসে যাওয়ার সময় বাচ্চা মেয়েটা মায়ের আঁচল ধরে বললো,
" মা আমার একা থাকতে ভালোলাগেনা। "
মা বললো, " একা থাকবে কেনো মা।
বুয়া তো আছেই। "
" তুমি থাকো না প্লিজ। "
কথাটা বলে মেয়েটা কান্না শুরু করে দিয়েছে।
মা ধমক দিয়ে বললো " জেদ করে না মা।
বুয়ার সাথে গল্প করবে, খেলবে।
আমি তাড়াতাড়ি চলে আসবো। "
গত দুই বছর ধরে এটা প্রতিদিনের ঘটনা। রাতে স্বামী স্ত্রী দু'জনে ফিরে নিজেদের মতো থাকেন। মাথা ব্যাথা, এসিডিটি, ক্লান্ত হয়ে ঘুমিয়ে পরেন।
মেয়ের খোঁজ আর নেওয়া হয়ে ওঠে না।
ইদানীং বাবা মা লক্ষ্য করলেন, মেয়ে একা একা কথা বলে,হাসে।
কখনো কখনো গুনগুন করে কাঁদে। মেয়ের এই অবস্থা কয়েকমাস লক্ষ্য করে নিয়ে গেলেন ডাক্তারের কাছে।
ডাক্তার অবস্থা দেখে বললেন " মেয়েকে পর্যাপ্ত সময় দিন। "
সময় তো আর সস্তা না। স্বামী স্ত্রী দুজনই চাকরি ছাড়তে নারাজ। ফলস্বরূপ, ফুলের মতো ফুটফুটে মেয়েটা এখন সারাদিন চুপ করে থাকে। কথা বলেনা কারো সাথে। একাই হাসে, একাই কাঁদে।
শেষ পরিণাম..................
- সংগৃহীত

এক মহিলা একটা অজগর সাপ পুষতেন, সাপটাও ওই মহিলাকে অসম্ভব ভালবাসতো, অজগরটা লম্বায় ৪ মিটার এবং বেশ স্বাস্থ্যবান, হঠাৎ করেই...
20/05/2025

এক মহিলা একটা অজগর সাপ পুষতেন, সাপটাও ওই মহিলাকে অসম্ভব ভালবাসতো, অজগরটা লম্বায় ৪ মিটার এবং বেশ স্বাস্থ্যবান, হঠাৎ করেই একদিন আদরের অজগরটি খাওয়া দাওয়া বন্ধ করে দিলো,
এভাবে কয়েক সপ্তাহ চলে গেলো,সাপ কিছুই খায় না,
আদরের সাপের এমন অবস্থায় মহিলা দুশ্চিন্তায় পড়ে গেলেন, উপায় বুদ্ধি না পেয়ে শেষমেশ সাপটাকে তিনি ডাক্তারের কাছে নিয়ে গেলেন,

ডাক্তার মনযোগ দিয়ে সব শুনে জিজ্ঞেস করলেন,সাপটা কি রাতে আপনার সাথে ঘুমায়,
মহিলা উত্তর দিলেন—হ্যাঁ,
ডাক্তার,ঘুমানোর সময় এটা কি আস্তে আস্তে আপনার কাছে ঘেঁষে,
‘হ্যাঁ’ মহিলার উত্তর,
ডাক্তার, ‘তারপর আস্তে আস্তে আপনাকে চারপাশে পেঁচিয়ে ধরে,
মহিলা বিস্মিত হলেন এবং জবাব দিলেন,
তখন চিকিৎসক বললেন,ম্যাডাম, সাপটি আপনাকে জড়িয়ে এবং চারপাশ থেকে পেঁচিয়ে ধরে,কারণ এটা আপনার মাপ নিচ্ছে,নিজেকে প্রস্তুত করছে, আপনাকে আক্রমণ করার জন্য,আর হ্যাঁ,সে খাওয়া দাওয়া বন্ধ করেছে যথেষ্ট জায়গা খালি করতে,যাতে সহজেই আপনাকে হজম করতে পারে।

এই গল্পের একটা মোরাল আছে,আপনার চারপাশে হয়ত এমন অনেকেই আছেন, যাদের আপনি কাছের মানুষ ভাবেন,যাদের দেখে মনে হয় আপনাকে তারা অসম্ভব ভালবাসেন,কিন্তু আপনি জানেন না,আপনার ক্ষতিই তাদের প্রধান উদ্দেশ্য,আমাদের সমাজে এখন এমন সাপের অভাব নাই!
সংগৃহীত।

Address

Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when EmonScreation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to EmonScreation:

Share