Screenshots / স্ক্রিনশট

  • Home
  • Screenshots / স্ক্রিনশট

Screenshots / স্ক্রিনশট Funny Page

Hey
01/05/2025

Hey

– স্যার আপনাকে একটা কথা বলি?– হুম বলো…– আগে বলুন রাগ করবেন না?– আচ্ছা ঠিক আছে।– আমার সাথে একটু শপিংমলে যাবেন?প্লিজ স্যার...
30/04/2025

– স্যার আপনাকে একটা কথা বলি?
– হুম বলো…
– আগে বলুন রাগ করবেন না?
– আচ্ছা ঠিক আছে।
– আমার সাথে একটু শপিংমলে যাবেন?

প্লিজ স্যার না করবেন’না। না করলে আমি কষ্ট পাব। না করার কোনো অপশন নেই! কারন দুইটা টিউশনি করিয়েই আমার লেখাপড়ার খরচ চলে। তাই আইরিনের কথামতো রাজি হয়ে গেলাম।

– আচ্ছা চলো…..
– আপনি খুব ভালো স্যার।

অবাক করার বিষয় হলো আইরিন আজকে যা কিনছে সব ছেলেদের পোশাক, তাও আবার আমার শরীরের মাপ অনুযায়ী। একবার জিজ্ঞেস করেছিলাম, – আমার শরীরের মাপ কেন?

– পরে বলবো।শপিংমল থেকে বের হয়ে একটা রিকশা নিলাম! আইরিনকে তার বাসায় নামিয়ে দিয়ে আমি মেসে চলে যাব। আমার পাশেই বসে আছে মেয়েটি। রিকশা যখন একটা ব্রিজের মাঝ বরাবর গেল! তখন আইরিন বলে উঠলো,

– মামা রিকশা থামান। আমি বললাম,
– এখানে আবার কি?
– স্যার ব্রিজের উপর থেকে নদীর পানি দেখবো।
– ওহ্ আচ্ছা। রিকশা থেকে নেমে কিছুদূর যাওয়ার পর, আইরিন বললো,
– স্যার আপনার হাতটা একটু ধরতে পারি?

আমি বিব্রতকর অবস্থায় পড়ে গেলাম! মেয়েটা আমার হাত ধরে হাটছে! দক্ষিণের ধমকা এসে মাঝেমধ্যে ওর চুলগুলোকে এলোমেলো করে দিচ্ছে! আমি নিরব হয়ে ভাবছি, একটা মেয়ে এতোটা সুন্দর হয় কি করে! সত্যিই তুলনা হয় না। কিছুক্ষণের জন্য ভুলেই গিয়েছিলাম, আমরা যে, ছাত্রী আর শিক্ষক। প্রায় ১০মিনিট পর আদিবা বললো,

– স্যার আপনার জন্য! (শপিংব্যাগ’গুলো হাতে দিতে দিতে)। আমি অবাক হয়ে বললাম,
– কেন???
– গিফট্!
– আমি তোমার উপহার নিবো কেন?
– নিতে পারেন না কেন?
– কারন আমি তোমার শিক্ষক আর তুমি আমার ছাত্রী!
– এতে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে!?
– না, তবুও সম্ভব না।
– তাইলে ওই যে নদীটা দেখছেন, ওখানে ফেলে দিন।

ফেললাম না! ভাবছিলাম, যাওয়ার সময় আদিবাকে শপিংগুলো দিয়ে দিব। এই ভেবে রিকশার দিকে হেটে যাচ্ছি! এমন সময় আইরিন বলে উঠলো, – স্যার সকালে যখন আপনি আমাকে পড়াতে আসেন! তখন আপনাকে দেখে আমার খুব খারাপ লাগে! একটা শার্ট প্রতিদিন পড়ে আসেন! জুতাগুলো সেই প্রথম থেকেই দেখছি হঠাৎ মেয়েটাকে থামিয়ে দিয়ে বললাম! – ওহ্ তাহলে এজন্যেই তুমি আমাকে করুণা করছো?! দেখো তোমার ইচ্ছে না হলে আমার কাছে পড়োনা! কিন্তু আমাকে অপমান করার কোনো অধিকার তোমার নেই!!!

এবার মেয়েটা কেঁদে দিলো! কান্নাজড়ানো কন্ঠে বললো, – না স্যার! আপনাকে অপমান করার কোনো ইচ্ছা আমার নেই। কিন্তু আপনার জন্য আমার বান্ধবীরা আমাকে অপমান করে!!! কিছুদিন আগে মারিয়া বললো, তোর
স্যার সবসময় গেঁয়ো বেশে থাকে! একটু গোছালো করতে পারিস না?!!! কিন্তু আমি কোনো জবাব দিতে পারিনি! আপনাকে অতিরিক্ত টাকাও দিতে পারিনি! জানি, রাগ করবেন! কারন আপনার ব্যাক্তিত্ববোধ একটু বেশীই। অপেক্ষায় ছিলাম কোনদিন আপনার জন্মদিন আসবে! আমি সেদিন আপনাকে গিফট দিবো। আর আজ সেই দিনটা! ভাবছিলাম বাসায় যখন নামিয়ে দিবেন, তখন উইশ করে চমকে দিব!! কিন্তু আপনি থমকে গেলাম!!! একটা মেয়ে আমাকে এত গুরুত্ব দেয়! আর আমি তাকে অপমান করলাম! ছিঃ

– সরি আইরিন! আমাকে মাপ করে দাও।
– না হবে না। আমি যাই…..
– শপিংগুলো দিবা না?
– না! নিতে হবে না! মেয়েটা চলে যাচ্ছে! এমন সময় সাহস করে পিছন থেকে হাতে ধরে ফেললাম!!!
– তাও হবে না! বুকে জড়িয়ে ধরতে হবে!
– তুমি এতো দুষ্টু?!!! (ধমক দিয়ে বললাম)
– আপনার সাথে করবোনা তো কার সাথে করবো?!
– মানে?
– মানে আপনি আমার ভবিষ্যৎ বর। – কে বলছে?
– আমার আব্বু আর আম্মু যখন কথা বলছিলো তখন আমি লুকিয়ে থেকে সব শুনছিলাম।
– কি বলছিলো?
– আপনি খুব ভালো! আপনার সাথে আমার বিয়ে দিবে! তাই ভাবলাম প্রেমের কাজটা বিয়ের আগেই সেরে নিই!!!
– তুমি এতো পাকনা হলে কোনদিন থেকে?
– জানিনা! এবার জড়িয়ে ধরুন বলছি। (একটু ধমক দিয়ে)
– না আমি পারবো না।
– তাহলে আমি শিখিয়ে দিই?
– হুম দাও……

গল্পটি কেমন লাগলো, পড়ার পর কমেন্টে জানাবেন প্লিজ।

30/03/2025

🌙 ঈদ মোবারক

ফাঁ'সির মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন মাওলানা নিজামী! আর গুন গুন করে সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইললাল্লাহ পড়তেছ...
04/03/2025

ফাঁ'সির মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন মাওলানা নিজামী! আর গুন গুন করে সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইললাল্লাহ পড়তেছেন! তিনি এমন খুশি মনে এগিয়ে যাচ্ছেন যেন কোন ভিআইপি মেহমানের মুখোমুখি হতে যাচ্ছেন! তাঁকে ফাঁ'সির মঞ্চে নিয়ে যাবার জন্য ১২ জন সেপাহি এসেছিলেন! কিন্তু তিনি তাঁদের ঘাড়ে ভর করে নয়, নিজ পায়ে মহান মালিকের সঙ্গে সাক্ষাৎ করার বাসনায় এগিয়ে চললেন! রাত তখন ১১.৫৫ মিনিট! ম্যাজিস্ট্রেট এবং জেল সুপার এসে বললেন, স্যার! আপনাকে যেতে হবে! নিজামী সাহেব বললেন, তোমরা কি আমাকে কিছুক্ষণ সময় দিবে? আমি দুই রাকাত নফল নামায পড়তাম! হুজুরকে নামায পড়ার জন্য সুযোগ দেয়া হল! হুজুর নামায শেষ করেই নিজেই কনডেম সেল থেকে বের হবার জন্য পা বাড়ালেন! তখন তাঁর দুই হাত পিছ মোড়া করে বেঁধে ফেলা হল! ফাঁ'সির মঞ্চে পৌছে গেছেন মাওলানা নিজামী! আর কিছুক্ষনের মধ্যেই সেই কাঙ্খিত শাহাদাত! জ'ল্লাদ জম টুপি পরানোর জন্য সামনে এগিয়ে এল! নিজামী হুজুর বললেন, আমাকে জম টুপি পরাতে হবে না! তোমরা তোমাদের কাজ করো! তখন জেল সুপার বললেন, স্যার জেল কোড অনুযায়ী আপনাকে জম টুপি পরতেই হবে! জেল কোডের সম্মানার্থে জম টুপি পরতে রাজি হলেন মাওলানা নিজামী! এরপর তাঁকে ফাঁ'সির মঞ্চে উঠানো হল! তার গলায় রশি পরিয়ে দেয়া হলো! ঠিক সেই মুহুর্তে মাওলানা নিজামী উচ্চকন্ঠে বললেন, ইয়া আল্লাহ! তুমি আমার শাহাদাত কে কবুল করে নাও! তুমি আমাকে তোমার জান্নাতের মেহমান করে নাও।
" ইয়া মাবুদ! তুমি শহীদ মাওলানা নিজামী হুজরের মনো বাসনা পূর্ণ করে দাও! তাঁকে তোমার জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও!" আমিন ❤️

27/02/2025

যুগের সাথে তাল মিলিয়ে সিগারেট না খাওয়া একমাত্র ছেলে আমি!

কিভাবে স্বামীকে আদর করবেন:-যৌন মিলনে সুখি হতে চাইলে সব দায়ভার কখনোই স্বামীর উপর ছেড়ে দিবেন না যদিও স্বভাবজাতভাবে স্বামী ...
26/02/2025

কিভাবে স্বামীকে আদর করবেন:-

যৌন মিলনে সুখি হতে চাইলে সব দায়ভার কখনোই স্বামীর উপর ছেড়ে দিবেন না যদিও স্বভাবজাতভাবে স্বামী মুখ্যভূমিকা পালন করে থাকে আর স্ত্রীর ভূমিকা গৌন। কিন্তু স্ত্রী যখন স্বামীর আবেগকে বুঝবে, নিজেকে শুধুমাত্র নিজের স্বামীর কাছেই যৌন আবেদনময়ী করে উপস্থাপন করবে, স্বামীকে উত্তেজিত করে তুলবে, চুপচাপ বিছানার এককোণে পরে থাকবে না আশা করা যায় যৌনমিলন ভরপুর একসুখের সীমানায় নিয়ে যাবে।

# স্বামীর জন্য সাজুন, স্বামীকে ভালবাসুন, স্বামীর মেজাজকে বুঝতে চেষ্টা করুন।

# স্বামীকে সারপ্রাইজ দিতে মাঝে মাঝে খোলামেলা পোশাক পড়ুন, স্বামীর সামনে নিজের সৌন্দর্য কে ফুটিয়ে তুলুন।

# লাজুকতা থাকবে, এটা নারীর সৌন্দর্য। তবে বিছানায় ঝেড়ে ফেলুন। উগ্রতা মাঝে মাঝে কামনীয়, রোমান্টিক কথা, স্ত্রীর চিৎকার স্বামীকে পাগল করে দেয়, স্বামীর যৌন অক্ষমতা থেকে হিফাজত করে, সেক্স হরমোন রিলিজ করে, লিঙ্গকে দীর্ঘ সময় পর্যন্ত দৃঢ়, মজবুত করে রাখে।

# স্বামীকে দিয়েই আদর শুরু করুন, তার বিশেষ বিশেষ জায়গায় বিদ্যুৎ চমকায় দিন, তাকে গরম করে ছেড়ে দিন, যখন আপনার পালা আসবে তখন স্বামীর উত্তেজনা কিছুটা প্রশমিত হয়ে যাবে যা দ্রুত বীর্যপাত কমিয়ে দিবে।

# স্বামীর যৌন পার্ফমেন্স কে প্রশংসায় ভাসিয়ে দিন।স্পেশাল জিনিসটি নিজের প্রিয় জিনিস বানিয়ে নিন, আর স্বামীর কানে কানে সেটা জানিয়ে দিতে ভুলবেন না।

# স্বামীর পোশাক খুলতে সহায়তা করুন, প্রয়োজনে আপনি নিজে খুলে দিন, আর আপনারটা যেন আপনার স্বামী খুলে দেয়, তাকে যৌনতার শুরে অনুরোধ করুন।

# বডি মেসেজ এটা করতে ভূলবেন না, প্রচুর পরিমানে করুন, পরস্পরের সেক্সের আনন্দ বাড়িয়ে দিবে বহুগুন, স্বামীর সেনসেটিভ জায়গায় ভালোমত মেসেজ দিলে আশা করি দ্রুত বীর্যপাতের সমস্যাটা আস্তে আস্তে কমে যাবে।

# হঠাৎ হঠাৎ স্বামীকে ঘুমের মধ্যে নিজে থেকে আদর করুন, উত্তেজিত করে, তার যৌনক্ষুধা বাড়িয়ে দিন।

# মাঝে মাঝে উঠতে বসতে হালকা যৌনালাপ করুন, মন মেজাজ ফুরফুরে থাকবে, সারাদিনের একঘেয়েমি দূর হয়ে যাবে, যৌনতাকে পরস্পরের মধ্যে মনখুলে ভালোবাসুন। নিজেদের মধ্যে গোপন রাখুন, মাঝে মাঝে সাংকেতিক ভাষা ব্যবহার করুন, যা শুধু আপনারা ছাড়া দুনিয়ার কেউই যেন না বুঝে।
🌿😁মানুষ কে ফ্রি টিপস দেই কিন্তু আমার নিজের বউ নাই🫣আমার আইডি টি ফলো করে দিন👇

27/12/2024

প্রোফাইলে সেয়ার করে রেখে দেন সবাই। সব প্রয়োজনীয় বিষয়।

13/10/2024

আমি ট্রায় করলে যা হয়...

সাবেক অবৈধ প্রধানমন্ত্রী  নিউ ইয়র্ক সফরে এসে দিনের পর দিন হোটেলে অপেক্ষা করতেন যদি আমেরিকান সরকারের কারো সাথে কোনোরকমে এ...
25/09/2024

সাবেক অবৈধ প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক সফরে এসে দিনের পর দিন হোটেলে অপেক্ষা করতেন যদি আমেরিকান সরকারের কারো সাথে কোনোরকমে একটা মিটিং আয়োজন করা যায়।

আমেরিকা সফরে এসে সাদা চামড়ার কারো সাথে মিটিংয়ের একটা ছবি সংবাদপত্রে প্রকাশ নাহলে কি মান ইজ্জত থাকে?

তার পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেছিলেন ইংল্যান্ড ও আমেরিকা সফরের আগে সেসব দেশের সরকারের উচ্চ পর্যায়ের মানুষের সাথে মিটিং অনুরোধ করে ইমেইল করেছিলেন কিন্তু কেউ উত্তরই দেয়নি।

ভারতে তিনি ও তার মেয়ের সাথে বাইডেন হলওয়ে তে সেলফি তুলেছিলেন এটা নিয়ে দেশে দুই সপ্তাহ ধরে ক্লাস ফাইভের ছেলেমেয়েদের মতো তাদের হাস্যকর উচ্ছ্বাস নিশ্চয়ই সবার মনে আছে!!

Dr Yunus এর ৩ দিনের সংক্ষিপ্ত নিউ ইয়র্ক সফরে যাদের সাথে bilateral মিটিং করবেন:

১। আমেরিকান প্রেসিডেন্ট Biden

২) আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী Blinken ৩) জাতিসংঘের মহাসচিব

৪। জাতিসংঘের মানবাধিকার প্রধান

৫। ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট

৭) USAID Administrator

৬) বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ১০) নেপালের প্রধানমন্ত্রী

৯) পাকিস্তানের প্রধানমন্ত্রী

৮। নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী

১১) ইতালির প্রেসিডেন্ট

১২) কুয়েতের Crown Prince

১৩) চীনের পররাষ্ট্রমন্ত্রী
শেখ হাসিনা গত ৫ বছরে এত্তজন হাই প্রোফাইল foreign dignitaries দের সাথে meeting করেছেন বলে মনে হয়না!
Dr Yunus এর আন্তর্জাতিক অঙ্গনে সম্মান ও গ্রহণযোগ্যতা বাংলাদেশকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। ছোটখাটো বিষয়ে অনুযোগ অভিযোগ না করে এই মানুষটিকে সবাই মিলে সাহায্য করেন আমাদের দেশটাকে সঠিক পথে নিয়ে আসতে।
উনি ৮৪ বছরের বয়স্ক মানুষ। বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদ থেকে তার পাওয়ার কিছুই নাই। সম্মান, পরিচিতি, খ্যাতি, টাকা তার সব আছে। আমাদের দেশকে উনি দিতে পারেন অনেক কিছু যদি আমরা ফালতু বিষয় নিয়ে বিতর্ক না করে, নিজেদের মধ্যে ভেদাভেদ বাদ দিয়ে তাঁকে একটু সহযোগিতা করি। এমন সুযোগ এই জাতির জীবনে নিকট ভবিষ্যতে আর আসবেনা!
আমার দেশ এই মুহূর্তে পৃথিবীর একমাত্র দেশ যার সরকার প্রধাণ একজন নোবেল laureate। ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে Dr Yunus যখন বক্তৃতা দিতে দাঁড়াবেন, টিভির পর্দায় চোখ রাখুন; আমার বিশ্বাস যে সারা পৃথিবীর সরকার প্রধানরা চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে লম্বা সময় নিয়ে হাত তালি দিয়ে উনাকে সম্মান জানাবে। আমার দেশ, আপনি, আমি আমরা

সবাই এই অনন্য সম্মানের অংশীদার

Address


Telephone

+8801867164811

Website

Alerts

Be the first to know and let us send you an email when Screenshots / স্ক্রিনশট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Screenshots / স্ক্রিনশট:

  • Want your business to be the top-listed Media Company?

Share