Saadi Ahmed

Saadi Ahmed Storyteller

25/07/2025

ব্যতিগত কারনে অনেকদিন অনেক কিছু থেকে দূরে ছিলাম।

সামনের পথ সহজ হোক 🤲

24/04/2025

প্রথম মিথ্যার পর, সব ধরনের সত্যিই সন্দেহজনক‼️

11/04/2025

এইমাত্র ৪.৫৪ মিনিটে ভূমিকম্প সংঘটিত হলো 💔
আল্লাহ সবাইকে হেফাজত করুন।।🤲

09/04/2025

বুদ্ধি যতোটুক হইছে বা*শ খেয়েই হইছে।

বাদাম, দুধ, ডিম এগুলায় আমার বুদ্ধি বাড়েনাই

08/04/2025

বাটা জুতা লুটপাট যৌথ বাহিনীর অভিযানে জুতাসহ ৫৫জন আটক, সবাই ছাত্রলীগ ও যুবলীগ কর্মী!
সুত্র: আমার দেশ

১ম ছবিতে AI দিয়ে বানানো লুটেরাদের মুখে দাড়ি মাথায় টুপি দিয়ে তৌহিদী জনতা বুঝানোর চেষ্টা।আর ২য় ছবিতে প্রমান সাপেক্ষে গ্রেফ...
08/04/2025

১ম ছবিতে AI দিয়ে বানানো লুটেরাদের মুখে দাড়ি মাথায় টুপি দিয়ে তৌহিদী জনতা বুঝানোর চেষ্টা।

আর ২য় ছবিতে প্রমান সাপেক্ষে গ্রেফতার হওয়া লুটেরাদের অরিজিনাল ছবি।

ঠিক একই টাইপের ঘটনা ঘটে ৭১ এর মুক্তিযুদ্ধের বেলায়। নাটক সিনেমা ও পোস্টারে দাড়ি টুপি ওয়ালাদের যুদ্ধাপরাধী প্রমানের হিউজ চেষ্টা করা হয় বিগত প্রায় ৫ দশক ধরে।

08/04/2025

মনে হইতাছে বাংলাদেশে অনিল কাপুরের 'নায়ক' সিনেমা চলতাছে!

08/04/2025

খালেদা জিয়াকে নিয়ে "মন্তব্য" করায় ইমামকে গ্রেপ্তার করা হয় নাই।

বরং খালেদা জিয়াকে তীব্র অশ্লীল ভাষায় আক্রমণ করে মানহানি করার কারণে ওরে গ্রেপ্তার করা হয়েছে।

বাকস্বাধীনতা মানে যা খুশি তা বলা না। বাকস্বাধীনতা মানে একজন ভদ্রমহিলাকে কথার মাধ্যমে যৌন হয়রানি করা না।

একে অবশ্যই শাস্তি দিতে হবে।

রাজনৈতিক সমালোচনা করেন। খালেদা জিয়ার দলের ব্যাপারে কথা থাকলে, বলবেন। খালেদা জিয়া দুই টার্মের প্রধানমন্ত্রী ছিলেন। ঐ সময়ের কিছু অপছন্দ হলে সেটাও বলবেন। এগুলা বাক স্বাধীনতা।

বাট উনাকে উদ্দেশ্য করে জঘন্যতম ভাষায় যৌনত্ রিলেটেড কথা যখন বলবেন, ঐটা বাকস্বাধীনতা না,ঐটা নোংরামি।

আপনার কথা যখন একজন ভদ্র মহিলার ইজ্জত আর সম্মানের আব্রু নষ্ট করবে, তখন আপনার ঐ নোংরা মুখ বন্ধ করা আমাদের দায়িত্ব।

লাউড & ক্লিয়ার

08/04/2025

বিএনপি জামায়াত হরতাল ডাকলেই আওয়ামীলীগ যাইয়া পেট্রোল বোমা মাইরা আসতো ! ( মনে পরে ? )

কিছু মানুষ মরে যাইতো, আন্দোলনও সেখানেই শেষ হয়ে যেত !

আজকে যারা কেএফসি ভাঙল ! কোকের দোকানে হামলা করল !
তারা কি অন্য কিছু করল??

না।

তারাও এই আন্দোলনকে স্যাবোটাজ করার জন্য কাজটা করলো। ( কারা করেছে ! বুজে যাচ্ছে ? )

ওয়াশিংটনে মানুষ রাস্তায়।

নিউইয়র্কে লাখ লাখ লোক দাঁড়িয়ে আছে।

কেউ কিচ্ছু ভাঙে নাই।
কেউ একটাও কাচ ভাঙে নাই।

তাহলে বাংলাদেশে কেন ভাঙচুর লাগছে?

কেন লাগছে কেএফসি পোড়াতে?

যাতে বাংলাদেশে জঙ্গি আছে প্রমাণ করা যায়? যাতে পরেরবার আর কেউ ভয়ে আন্দোলনে না আসে? যাতে বিদেশি কোম্পানিগুলো ভয় পাইয়া আর বিনিয়োগ না করে?

আজ যারা কেএফসিতে হামলা করেছে, যারা দূতাবাস ঘেরাওয়ের হুমকি দিচ্ছে—
তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে।

এই একটা গ্রুপ। ( কারা বলেন তো ! )

বারবার আসে।
সবকিছু নষ্ট করে দিয়ে যায়।

বারবার, বারবার—
মানুষের আন্দোলনে ঢুকে পড়ে একটা গ্রুপ।
সবকিছু ভাঙে।
তারপর বলে—এটাই ছিল আন্দোলন।

না ভাই। না।

এই আন্দোলন আমাদের।
এই আন্দোলন সাধারণ মানুষের আন্দোলন।

তাদের হাত থেকে রক্ষা করতে হবে—
তোমার, আমার, সবার।

07/04/2025

ভাঙচুরের ভিডিও দেখে অপরাধীদের শনাক্ত করা হচ্ছে।

খুব দ্রুতই পুলিশ একশনে যাবে।

বাট আমার চাওয়া আরেকটু বেশি।

ভাঙচুর যারা করেছে, এরা কোন দলের লোক, সেইটা যেন প্রকাশ্যে আসে।

ইভেন, কোন সোশ্যাল মিডিয়া এক্টিভিস্ট বা কোন গুরুর কথা শুনে ভাঙতে গেছে, ঐটা বের করতে হবে।

তারপর সেই গুরুকে ডেকে কান ধরে উঠবস করাইতে হবে।

বারবার এই গুরুরা ছাড়া পাইয়া যাইতেসে। গোড়াতে হাত দেন।

একবার এই ভেঙে দাও গুড়ি দাও বলা চু**য়াদের আইডেন্টিফাই করে শাস্তি দেন, বাঁশ চিপায় পড়লে কঞ্চিরা এমনেই সোজা হয়ে যাবে।

কুমিল্লা শহরে KFCতে আজকে সন্ধ্যায় একটা গ্রুপ গিয়ে ভাঙ্গচুর শুরু করে। রেস্টুরেন্টটি ভাঙ্গচুরের এই ভিডিওটি প্রথম ফেসবুকে প...
07/04/2025

কুমিল্লা শহরে KFCতে আজকে সন্ধ্যায় একটা গ্রুপ গিয়ে ভাঙ্গচুর শুরু করে। রেস্টুরেন্টটি ভাঙ্গচুরের এই ভিডিওটি প্রথম ফেসবুকে পোস্ট করে Sharif Al Islam নামে এক ছাত্রলীগ নেতা।

তিনি কুমিল্লা মহানগর ছাত্রলীগের ১ নং সাংগঠনিক সম্পাদক। এতো ক্লিয়ার ভিডিও দেখে সন্দেহ জাগলো, ভিডিওটি সে কোথায় পেলো? ঘাটাঘাটি করতে গিয়ে Minhaj Aman ভাইকে নক দিলাম, শিওর হবার জন্য যে এরকম ভিডিও শরিফ নামক আইডিটির আগে কেউ পোস্ট করেছে কিনা।

খুঁজে পাওয়া গেলো না।

ভিডিওটি এই ছাত্রলীগ নেতা পোস্ট করেন ৭.৫২ মিনিটে। তারপরেই কুমিল্লার এই ভিডিওটি ছড়িয়ে যায়।

ভিডিওতে ভাঙ্গচুর চালানো ৩ জনের ছবি ক্লিয়ার দেখা যাচ্ছে। আপনারা কেউ এদের পরিচয় জানলে কাইন্ডলি জানাবেন।

এসব ভাঙ্গচুর, লুটপাট আর হা*মলাতে কারা উস্কানি দিচ্ছে এবার কিছুটা বুঝতে পেরেছেন? কাদের ফাঁদে আপনারা পা দিলেন!

পুলিশের আইজিপি ইতিমধ্যে নির্দেশ দিয়েছে সারাদেশে যেখানে যেখানে আজকে লুটপাট হয়েছে সেগুলোর ভিডিও ফুটেজ দেখে অতিদ্রুত সব কালপ্রিটকে গ্রেফতার করার জন্য।
আজকে রাতে আশা করি বড়সড় একটা অভিযান শুরু হবে। নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের কোনো ছাড় নেই।

📌 মাত্র ৬℅ পাসের হার !!বিগত ১৬ বছরের শিক্ষার বাম্পার ফলনের আসল চেহারা উঠে এসেছে ঢাবি  ভর্তি পরীক্ষায়।
24/03/2025

📌 মাত্র ৬℅ পাসের হার !!

বিগত ১৬ বছরের শিক্ষার বাম্পার ফলনের আসল চেহারা উঠে এসেছে ঢাবি ভর্তি পরীক্ষায়।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saadi Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share