btime24.com

btime24.com বিটাইম২৪ ডটকম-অনলাইন নিউজ, বিনোদন,রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, তথ্য প্রযুক্তি, স্বাস্থ্য, খেলাধুলা

21/07/2025

আপডেটঃ
১) পাইলট নিহত। নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। তার নাম তৌকির ইসলাম। ধারনা করা হচ্ছে ১ঃ০৬-এ উড্ডয়নের পরপরই এটি ক্র্যাশ করে। পাইলট দিয়াবাড়ি ফাঁকা জায়গার দিকে নেয়ার চেষ্টা করছিলেন।
২) স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাসহ অন্তত ২০ জন নিহত।
৩) আহতদের উত্তরার বিভিন্ন হাসপাতাল থেকে বার্ন ইউনিটে ট্রান্সফার করা হচ্ছে।
৪) ক্লাসরুমেই বেশকিছু মৃতদেহ পাওয়া গিয়েছে। দুর্ঘটনায় আগুনে পুড়ে ও প্রাথমিক বিস্ফোরনে নিহত বেশি।
৫) রক্তের জন্য বিভিন্ন সংগঠন ও স্বেচ্ছাসেবীরা প্রস্তুত।
৬) উত্তরা ও হাসপাতাল এরিয়ায় এখনো ভীড়।

19/07/2025

জামায়াতের আমীর অসুস্থ শুনেই সাথে সাথে হাসপাতালে ছুটে এসেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনীতি ভিন্নধারার হলেও পারস্পরিক এই সম্প্রীতি, সৌহার্দ্যবোধটুকু আমরা দেখে যেতে চাই।

19/07/2025

কেন্দ্র আর তৃণমুলের এইযে রাজনৈতিক আচরণের দ্বিচারিতা এটা কি কখনই শেষ হবে না।
একদিকে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতের অসুস্থ আমিরকে দেখতে যাচ্ছেন হসপিটালে। ঠিক একই সাথে তৃণমূলের এক বিএনপি নেতা বক্তব্য দিচ্ছেন যারা যারা জামাতের সমাবেশে গেছে তাদের তালিকা করতে।
আমিরে জামাত বক্তব্য দিচ্ছেন রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কথাবার্তা না বলতে। একই সময়ে তৃণমূলের জামাত সমর্থক বিএনপির তারেক রহমানকে গালি দিচ্ছে।
এনসিপির নাহিদ বক্তব্য দিচ্ছে পুরনো রাজনৈতিক ব্যবস্থা ভাংবে। অথচ একই মঞ্চে পুরনো রাজনৈতিক খোঁচাখুচি মার্কা আলাপ হচ্ছে।
কিভাবে হবে ভাই? কেন্দ্র শুধু দেখানোর জন্য কি, আর তৃণমূল আসল আচরণ; নাকি উল্টটা সঠিক?
©️Rajib Mondol

অভিনন্দন জামায়াত। ৩২ হাজার কর্মী ও সেচ্ছাসেবক মাঠ ছেড়ে যান নাই। কি ডেডিকেশন দলের জন‍্য! নয়া দিগন্তের ছবি, সমাবেশ শুরুর ...
19/07/2025

অভিনন্দন জামায়াত। ৩২ হাজার কর্মী ও সেচ্ছাসেবক মাঠ ছেড়ে যান নাই। কি ডেডিকেশন দলের জন‍্য! নয়া দিগন্তের ছবি, সমাবেশ শুরুর আগের ক্ষনের।

তো, দেশের সব ট্রেন বাস দিয়ে যাদের আনা হলো, ওরা কোথায় গেল?
কপি - পোষ্ট

16/07/2025

গোপালগঞ্জে খুনি হাসিনার দালালেরা আমাদের উপরে আক্রমণ করেছে। পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে, পিছু হটছে।
আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব, নাহয় ফিরব না।
সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জের ছুটে আসুন।
গোপালগঞ্জের বিবেকবান ছাত্র জনতা জেগে উঠুন। দালালদের কবর রচনা করার আজকেই শেষ দিন।
কপি - পোষ্ট-Md Sarjis Alam

16/07/2025

গোপালগঞ্জ ব্রেকিং
গোপালগঞ্জের পরিস্থিতি খুবই খারাপ।এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এইমাত্র আমাকে জানিয়েছেন তারা পুলিশ সুপার কার্যালয়ে একটা রুমে আটকা আছেন অনেকটা অরক্ষিত অবস্থায়। পুলিশ সুপার অফিসে নেই।মসজিদে মসজিদে মাইকিং চলছে একসঙ্গে জড়ো হয়ে আক্রমণের জন্য।পুলিশ-প্রশাসন কার্যকর পদক্ষেপ না নিলে খুব দ্রুত পরিস্থিতি আরও ভয়াবহ অবনতি দিকে যেতে পারে...
#গোপালগঞ্জ

কপি - পোষ্ট

16/07/2025

দেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) হচ্ছে, আবার অন্যদিকে হোস্টাইল এলাকায় গিয়ে নিরাপত্তা বাহিনীর সহায়তা চাওয়া হচ্ছে, যেন জানমাল রক্ষায়, নিরাপত্তা বাহিনীর সদস‍্যরা সর্বোচ্চ পদক্ষেপ নিতে বাধ্য হতে হয়।
যেই খেলাটা শুরু করেছেন সেটা শেষ করতে পারবেন তো? দর্শক ক্ষেপে গেলে কিন্তু স্টেডিয়াম থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে।
কপি - পোষ্ট Zulkarnain Saer

16/07/2025

গোপালগঞ্জে এনসিপির ব্যর্থতা অথবা দুর্বলতা নিয়ে কথা বলবো না কারণ তারা নতুন দল। সাংগঠনিক শক্ত ভিত না থাকা স্বাভাবিক। কিন্তু দেশের প্রশাসন গোয়েন্দা বাহিনী কাদের নিয়ন্ত্রণে?? আর তাদের ভূমিকা কি এটা খেয়াল করুন। আর যারা মাঠের রাজনীতিতে শূন্য ভূমিকা নিয়ে শুধু ফেসবুকে অপপ্রচার করে মহাভারত জয় করে ফেলেন তাদের বলি এদেশে ৭ দিন বিএনপি ঘুমিয়ে থাকলে আপনাদের কারো নাম নিশানা খুঁজে পাওয়া যাবেনা। যার ট্রেইলার হাসিনার সহযোগীরা আজ গোপালগঞ্জে দিচ্ছে। প্রশাসন কে বলবো নিজেরা গোপালীদের সামলাতে না পারলে যারা মাঠে লীগের বিরুদ্ধে খেলতে পারবে তাদের সহায়তা নেন, লুতুপুতু বাদ দেন দয়া করে।
কপি - পোষ্ট

15/07/2025
15/07/2025

শিবির কেন তাদের কমিটি গুলো উন্মুক্ত করে না?
কেন গুপ্ত থাকে?
এর ভেতরের রাজনীতিটা নিয়ে দারুণ কথা বললেন এই শিক্ষার্থী!

15/07/2025

উগান্ডায় বোম পড়লেও কি বিএনপির দোষ..

14/07/2025

ডোনেশন নাকি চাঁদা ?
কোন ব্যক্তি যদি নিদিষ্ট কোন সংগঠন বা প্রতিষ্ঠানকে ডোনেট করে, তাহলে অবশ্যই সেটা কাগজপত্রে লিখা থাকে, রসিদ থাকে। ডোনেট করলে লুকিয়ে ভিডিও করারও প্রয়োজন হয় না, ভিডিও করলেও দেশের বাহিরে বিভিন্ন ব্যক্তির কাছে পাঠিয়ে তা প্রচার করার জন্য বলবে না নিশ্চয়ই।
একজন নারী উদ্যোক্তা, সে কত বড় উদ্যোক্তা যে ৪৮ লাখ টাকা ডোনেট করবে ? শতকোটি টাকার মালিক না হলে নিশ্চয়ই ৪৮ লাখ টাকা কেউ ডোনেট করার সক্ষমতা বা ইচ্ছা থাকার কথা নয়।
এবার আপনারা যা ভালো মনে করেন 🙂

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when btime24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share