21/07/2025
আপডেটঃ
১) পাইলট নিহত। নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। তার নাম তৌকির ইসলাম। ধারনা করা হচ্ছে ১ঃ০৬-এ উড্ডয়নের পরপরই এটি ক্র্যাশ করে। পাইলট দিয়াবাড়ি ফাঁকা জায়গার দিকে নেয়ার চেষ্টা করছিলেন।
২) স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাসহ অন্তত ২০ জন নিহত।
৩) আহতদের উত্তরার বিভিন্ন হাসপাতাল থেকে বার্ন ইউনিটে ট্রান্সফার করা হচ্ছে।
৪) ক্লাসরুমেই বেশকিছু মৃতদেহ পাওয়া গিয়েছে। দুর্ঘটনায় আগুনে পুড়ে ও প্রাথমিক বিস্ফোরনে নিহত বেশি।
৫) রক্তের জন্য বিভিন্ন সংগঠন ও স্বেচ্ছাসেবীরা প্রস্তুত।
৬) উত্তরা ও হাসপাতাল এরিয়ায় এখনো ভীড়।