Sordar Garments - সরদার গার্মেন্টস

Sordar Garments - সরদার গার্মেন্টস Date of Establishment-July 15, 2024
Factory Type:-Woven
No. Date of Establishment 2024
Factory Type:-Woven
No.

of Employees Male30 Female10
No of Machines: 30
Production Capacity(Per day)500 pcs Principal Exportable Product-Shirt,Panjabi.

27/05/2025

সুইং (সেলাই) কাজ দিচ্ছেন? দক্ষ টিম খুঁজছেন?
আমরা দক্ষ ও অভিজ্ঞ টেইলর দিয়ে
শার্ট ও পাঞ্জাবি সুইং (সেলাই) সেবা দিয়ে থাকি।

নিখুঁত ফিনিশিং

টাইমলি ডেলিভারি

টুকরা/ফুল কাজ দুটোই করি

পার্টি/ফ্যাক্টরি ভিত্তিক অর্ডার গ্রহণযোগ্য

ঠিকানা: কালিগঞ্জ বাজার (জোড়া ব্রিজ সংলগ্ন), দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা
যোগাযোগ: 01772-789995

গার্মেন্টস ফ্যাক্টরি বা মার্চেন্টদের জন্য নির্ভরযোগ্য সুইং সাপোর্ট!আমাদের অভিজ্ঞ টিম দিয়ে কাজ করানো হয়—বিশেষ করে শার্ট ও...
27/05/2025

গার্মেন্টস ফ্যাক্টরি বা মার্চেন্টদের জন্য নির্ভরযোগ্য সুইং সাপোর্ট!
আমাদের অভিজ্ঞ টিম দিয়ে কাজ করানো হয়—
বিশেষ করে শার্ট ও পাঞ্জাবি সেলাইয়ে আমরা দক্ষ।

দৈনিক নির্দিষ্ট পিস টার্গেট

টুকরা ও ফুল অর্ডার গ্রহণযোগ্য

সুইং ছাড়াও নেক/কাফ/ইনসার্ট ফিনিশিং সাপোর্ট

আপনার কাজ নির্ভরতায় শেষ হবে আমাদের হাতে।

ঠিকানা: কালিগঞ্জ বাজার, দক্ষিণ কেরানীগঞ্জ
ফোন: 01772-789995

27/05/2025

দিনরাত এক করে চলছে কাজ,
মেশিন চলছে অবিরত—নিরবচ্ছিন্ন শব্দে মিশে আছে হাজারো স্বপ্ন।
ডেলিভারির সময় ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলে,
তবু শ্রমিক ভাই-বোনেরা লড়ছেন নিজেদের সর্বোচ্চ দিয়ে,
শুধু যেন ঈদের দিনটায় কারও মুখ না থাকে পোশাকহীন।

স্যালুট সেই অদৃশ্য নায়কদের,
যাদের ঘামে, ক্লান্ত চোখে ও অব্যক্ত ত্যাগে তৈরি হয় আমাদের ঈদের সাজ।
আপনাদের এই অবদান আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করি।

27/05/2025

ইদের ব্যস্ততা চলতেছে গার্মেন্টসে!
দিনরাত এক করে কাজ চলছে—মেশিন থামছে না, মানুষের দম ফেলার ফুরসত নেই।
ডেলিভারির সময়সীমা সামনে, অথচ কাজের কোনো শেষ নেই!
শ্রমিক ভাই-বোনেরা জীবিকার তাগিদে নিজেদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন,
শুধু যেন ঈদের আগেই সবাই পেয়ে যান কাঙ্ক্ষিত পোশাকটা।

স্যালুট সেই মানুষগুলোকে, যাদের ঘামে তৈরি হয় আমাদের উৎসবের সাজ।

Formal Shirt❌Not For Sales
27/05/2025

Formal Shirt
❌Not For Sales

27/05/2025

এখনকার টেক্সটাইল ইঞ্জিনিয়ার আগের দিনের ১০ টা টেইলারের সমান 🤣🤣!!

26/05/2025

শার্ট-পাঞ্জাবী সুইং এর জন্য ফ্যাক্টরি খুঁজছেন?
তাহলে সরাসরি চলে আসুন সরদার গার্মেন্টসে।
আমাদের ফাক্টরি ভিজিট করে তারপর সিদ্ধান্ত নিন।
যে কোনো মডেলের শার্ট ও পাঞ্জাবী করে থাকি।
সর্বনিম্ন ৬০ পিস কাজের অর্ডার নেওয়া হয়ে থাকে।
আমাদের ঠিকানাঃ কালিগঞ্জ বাজার জোড়া ব্রিজ সংলগ্ন ,দক্ষিণ-কেরানীগঞ্জ, ঢাকা।
বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাাপ নাম্বারে কল অথবা মেসেজ করুন 01772-789995

❌নোট:- আমরা শুধু মাত্র শার্ট,পাঞ্জাবি আর জুব্বা সুইং করি,দয়া করে কেউ হোলসেল এর জন্য নক দিবেন না❌

Sordar Garments AI made
19/05/2025

Sordar Garments AI made

Men's melt here🫶🤍
19/05/2025

Men's melt here🫶🤍

শার্ট-পাঞ্জাবী সুইং এর জন্য ফ্যাক্টরি খুঁজছেন? তাহলে সরাসরি চলে আসুন সরদার গার্মেন্টসে।আমাদের ফাক্টরি ভিজিট করে তারপর সি...
14/05/2025

শার্ট-পাঞ্জাবী সুইং এর জন্য ফ্যাক্টরি খুঁজছেন?
তাহলে সরাসরি চলে আসুন সরদার গার্মেন্টসে।
আমাদের ফাক্টরি ভিজিট করে তারপর সিদ্ধান্ত নিন।
যে কোনো মডেলের শার্ট ও পাঞ্জাবী করে থাকি।
সর্বনিম্ন ৬০ পিস কাজের অর্ডার নেওয়া হয়ে থাকে।
আমাদের ঠিকানাঃ কালিগঞ্জ বাজার জোড়া ব্রিজ সংলগ্ন ,দক্ষিণ-কেরানীগঞ্জ, ঢাকা।
বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাাপ নাম্বারে কল অথবা মেসেজ করুন 01772-789995
❌নোট:- আমরা শুধু মাত্র শার্ট,পাঞ্জাবি আর জুব্বা সুইং করি,দয়া করে কেউ হোলসেল এর জন্য নক দিবেন না❌

গার্মেন্টস মেকানিক – নায়ক হলেও পরিচিত নন 😥কারখানার হাজারো মেশিন যখন একসাথে চলে, তখন চোখে পড়ে অপারেটরদের ব্যস্ততা, সুপারভ...
04/05/2025

গার্মেন্টস মেকানিক – নায়ক হলেও পরিচিত নন 😥

কারখানার হাজারো মেশিন যখন একসাথে চলে, তখন চোখে পড়ে অপারেটরদের ব্যস্ততা, সুপারভাইজারদের তদারকি, প্রোডাকশনের গতি। কিন্তু যখন হঠাৎ একটা মেশিন থেমে যায়—তখনই সবার নজর পড়ে একদিকেই… মেকানিক ভাইয়ের দিকে।

তারা কোনো প্রচার চায় না, কোনো বাহবা চায় না।
তারা চায়—মেশিনটা যেন ঠিকঠাক চলে, কাজ যেন থেমে না যায়।
তাদের হাতে নেই টাইম ওয়াচ, কিন্তু মাথার ভিতর চলছে অজস্র হিসাব—বোবার মতো মেশিনটা কী বলতে চাইছে, কোন স্ক্রু ঢিলা, কোন বেল্ট ছিঁড়েছে, কোন আওয়াজটা অস্বাভাবিক।

প্রতিদিন গরমে-ঘামে ভেজা শরীরে, তেল-মাখা হাতে, কারখানার প্রতিটি চাকার গতি সচল রাখে এই মানুষগুলো।

তারা প্রকৃত অর্থেই গার্মেন্টস ইন্ডাস্ট্রির ‘নীরব নায়ক’।
তাদের প্রতি আমাদের ভালোবাসা, সম্মান ও কৃতজ্ঞতা।

"স্যালুট গার্মেন্টস মেকানিক ভাইদের!"👍💝❤️

👉লেখাটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
এই আইডি সাথেই থাকবেন, ভালোবাসা রইলো .......... ©

02/05/2025

পাঞ্জাবী প্রোডাকশন এর জন্য ফ্যাক্টরি খুঁজছেন? তাহলে সরাসরি চলে আসুন সরদার গার্মেন্টসে।আমাদের ফাক্টরি ভিজিট করে তারপর সিদ্ধান্ত নিন।
যে কোনো মডেলের শার্ট ও পাঞ্জাবী করে থাকি।
সর্বনিম্ন ৫০ পিস কাজের অর্ডার নেওয়া হয়ে থাকে।
আমাদের ঠিকানাঃ কালিগঞ্জ বাজার জোড়া ব্রিজ সংলগ্ন ,দক্ষিণ-কেরানীগঞ্জ, ঢাকা।
বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাাপ নাম্বারে কল অথবা মেসেজ করুন 01772-789995
❌নোট:- আমরা শুধু মাত্র শার্ট,পাঞ্জাবি আর জুব্বা সুইং করি,দয়া করে কেউ হোলসেল এর জন্য নক দিবেন না❌

Address

Kaligong
Dhaka
1310

Alerts

Be the first to know and let us send you an email when Sordar Garments - সরদার গার্মেন্টস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share