04/05/2025
গার্মেন্টস মেকানিক – নায়ক হলেও পরিচিত নন 😥
কারখানার হাজারো মেশিন যখন একসাথে চলে, তখন চোখে পড়ে অপারেটরদের ব্যস্ততা, সুপারভাইজারদের তদারকি, প্রোডাকশনের গতি। কিন্তু যখন হঠাৎ একটা মেশিন থেমে যায়—তখনই সবার নজর পড়ে একদিকেই… মেকানিক ভাইয়ের দিকে।
তারা কোনো প্রচার চায় না, কোনো বাহবা চায় না।
তারা চায়—মেশিনটা যেন ঠিকঠাক চলে, কাজ যেন থেমে না যায়।
তাদের হাতে নেই টাইম ওয়াচ, কিন্তু মাথার ভিতর চলছে অজস্র হিসাব—বোবার মতো মেশিনটা কী বলতে চাইছে, কোন স্ক্রু ঢিলা, কোন বেল্ট ছিঁড়েছে, কোন আওয়াজটা অস্বাভাবিক।
প্রতিদিন গরমে-ঘামে ভেজা শরীরে, তেল-মাখা হাতে, কারখানার প্রতিটি চাকার গতি সচল রাখে এই মানুষগুলো।
তারা প্রকৃত অর্থেই গার্মেন্টস ইন্ডাস্ট্রির ‘নীরব নায়ক’।
তাদের প্রতি আমাদের ভালোবাসা, সম্মান ও কৃতজ্ঞতা।
"স্যালুট গার্মেন্টস মেকানিক ভাইদের!"👍💝❤️
👉লেখাটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
এই আইডি সাথেই থাকবেন, ভালোবাসা রইলো .......... ©