11/07/2025
বাংলাদেশে আবারো প্রকাশ্যে লগি-বৈঠা ও বিশ্বজিৎ হত্যাকান্ডের ঘটনার পুনরাবৃত্তি হয়েছে।
মোটা অংকের চাঁদা কিংবা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পুরান ঢাকার এক ব্যবসায়ী, সোহাগকে দোকানে থেকে বের করে রাস্তায় বিবস্ত্র করে পিটিয়ে মেরে তার উপর নৃত্য করেছে পুরান ঢাকার স্থানীয় যুবদল নেতা মঈন।
প্রথনে পাথর দিয়ে অনবরত মাথায় থেঁতলে মারার পর তাকে গেটের বাইরে নিয়ে গেছে।
এরপর আবার মরা মানুষটার উপর ওরা লাথি দিয়েছে, নৃত্য করেছে।
একটা মানুষকে এরা দলীয় ক্ষমতায় ৩ দফা মেরেছে!!
এই চিহ্নিতদের ১ সপ্তাহের মধ্যে সাজা কার্যকর করা হোক এভাবে জনসম্মুখেই!! তবেই দেশ শান্ত হয়ে যাবে অর্ধেক।