04/02/2024
বাজারের সেরা ডিজিটাল স্কেল আর, এফ ,এল।
আর এফ এল স্কেল গুনাবলী পয়েন্ট:
১) ব্যাটারী এবং চার্জার কেবল ব্যাতীত দু্ই বছরের পার্টসের গ্যারানটি, দুই বছরের মধ্যে যে সকল পার্টস নষ্ট হবে সে সকল পার্টস কোম্পানি বিনামূল্যে সার্ভিস দিবে সাথে ওয়ারেন্টি কার্ড অবশ্যই কাষ্টমার প্রদর্শন করতে হবে।
২) ৭২ ঘন্টায় কাষ্টমার হোম সার্ভিস পেতে
ফ্রি কল করুন: ০৮০০ ৭৭৭৭ ৭৭৭ ।
৩) ১ চার্জেই সচল থাকে ৪৮ ঘন্টার বেশি সময়।
৪) উন্নত মানের লোড সেল এবং উন্নত সার্কিট ।
২০ কেজি হতে ৩০০০ কেজি ওজন স্কেল একই সার্কিট।
৫) বিএসটিআই অনুমোদিত স্টিকার লাগানো আছে য়া বাজারে অন্যান্য স্কেলে নাই।
৬) ZERO Button click উজ্জ্বল আলো দিবে তিন বার click আলো কম বেশি হবে।
৭) Tare Button click পন্যের কাট দ্বারা করতে পারবে।
৮) PCS Button দ্বারা একই সম পরিমাণ ওজন পন্য কতো পিস তা গননা করতে পারবে যা অন্যান্য স্কেলে নাই।
৯) আর এফ এল ডিজিটাল স্কেল ১ কেজি পন্যের দাম সরাসরি ৯,৯৯৯ হতে ৯৯,৯৯৯ পর্যন্ত unit Price taka লিখতে পারবে য়া বাজারে অন্যান্য স্কেলে নাই। অন্যান্য স্কেলে শুধু সরাসরি ৯৯৯ বেশি লিখতে পারবে না।
১০) ব্যাটারী এবং চার্জার কেবল কাষ্টমার আলদা কিনতে পারবেন।
১১) সবচেয়ে বেশি মডেল আছে আর,এফ, এল স্কেল
যেমন
৫ কেজি মডেল -৪টা
১৮০ কেজি Man স্কেল -৩টা
২০কেজি মডেল-২টা
৩০কেজি মডেল-৪টা
৪০ কেজি মডেল -৫টা
৬০ কেজি মডেল-২টা
১০০ কেজি মডেল-৩টা
২০০ কেজি মডেল-৩টা
৩০০ কেজি মডেল-৩টা
৩০০০ কেজি মডেল-২টা
১২) ২০ কেজি ওজন স্কেল, সময়,তারিখ,সাল দেখতে পারবে। য়া অন্য কোন কোম্পানির স্কেলে নাই।
১৩) ব্যাটারী অনেক দিন টেকসই হবে
সপ্তাহে একদিন অবশ্যই ৮ ঘন্টা ফুল চার্জ দিতে হবে। যদি দীর্ঘ দিন ধরে ফুল চার্জ না করে ব্যাটারী দ্রুত নষ্ট হয়ে যাবে।
১৪) উভয় পাশে এলইডি ডিসপ্লে।
১৫)লিড এসিড ব্যাটারী , চার্জ সাশ্রয়ী স্কেল।
১৭)লো চার্জ এলাম ও অতিরিক্ত ওজন নির্দেশক এলাম দিবে য়া বাজারে অন্যান্য স্কেলে নাই।