বাংলাদেশ চলচ্চিত্র

বাংলাদেশ চলচ্চিত্র Welcome to Bangladesh Films

নয়াদিগন্তের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির থেকে শুভেচ্ছা জানান সমিতির সন্মানিত  সভাপতি শাহ...
25/10/2025

নয়াদিগন্তের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির থেকে শুভেচ্ছা জানান সমিতির সন্মানিত সভাপতি শাহীন সুমন ও কোষাধ্যক্ষ মোঃ তারিকুল ইসলাম ভুঁইয়া (সায়মন তারিক)।

জনপ্রিয় নির্মাতারা পরিচালক সমিতিতে। সেই সব সিনেমার দিন গুলো।
25/10/2025

জনপ্রিয় নির্মাতারা পরিচালক সমিতিতে। সেই সব সিনেমার দিন গুলো।

বিগেস্ট সুপারস্টার ইলিয়াস কাঞ্চন এবং তার পরিবার।
25/10/2025

বিগেস্ট সুপারস্টার ইলিয়াস কাঞ্চন এবং তার পরিবার।

25/10/2025
🎬  #সালমান_শাহর মৃ"ত্যু"র দিন পাশের বাসাতেই ছিলেন  #দীপা_খন্দকার! 😢বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ— মাত্র ২৫ বছর ব...
25/10/2025

🎬 #সালমান_শাহর মৃ"ত্যু"র দিন পাশের বাসাতেই ছিলেন #দীপা_খন্দকার! 😢

বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ— মাত্র ২৫ বছর বয়সে রহস্যজনকভাবে বিদায় নেন তিনি।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটন প্লাজার ফ্ল্যাটে মৃ"ত্যু হয় এই কিংবদন্তি নায়কের।

🔹 জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার জানিয়েছেন, সেই দিন তিনি ছিলেন সালমান শাহর পাশের বাসাতেই!
তিনি বলেন —
👉“সালমান শাহ যেদিন মা"রা যান, আমি কিন্তু ওনার পাশের বাসাতেই ছিলাম।
আমি তখন ইস্কাটন গার্ডেনে থাকতাম, ওনার বাসার একেবারে পাশেই।”

দীপা আরও জানান —
👉 “খবরটা যখন চারদিকে ছড়িয়ে পড়লো, তখনই প্রথম জানলাম, আমার বাসার পাশেই থাকতেন একজন সুপারহিরো — সালমান শাহ।”

🕯️ ২৯ বছর পর সেই রহস্যজনক মৃ"ত্যু"র মা'মলাটি এখন হ"ত্যা মা'মলা হিসেবে তদন্তাধীন।
এই মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়েছে।
প্রধান আসামি — সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক,
এছাড়া আছেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, অভিনেতা ডন,
সাবেক শাশুড়ি লতিফা হক লুসি, এবং আরও কয়েকজন।

💔 তিন দশক পরও প্রশ্ন রয়ে গেছে —
সেদিন আসলে কী ঘটেছিল ইস্কাটন প্লাজার সেই ফ্ল্যাটে?

#সালমানশাহ #বাংলাদেশচলচ্চিত্র

এই লোকটাকে খুঁজে বের করতে হবে যে কোন মূল্যে...♦️তথ্য ও ছবি : সংগৃহীত।
25/10/2025

এই লোকটাকে খুঁজে বের করতে হবে যে কোন মূল্যে...

♦️তথ্য ও ছবি : সংগৃহীত।

বিদেশে পাহাড়-সমুদ্রে ঘেরা পরিবেশে মহানায়ক মান্না।
25/10/2025

বিদেশে পাহাড়-সমুদ্রে ঘেরা পরিবেশে মহানায়ক মান্না।

🎬 বাংলা চলচ্চিত্রের গ্ল্যামার কুইন  #রোজিনা 🌸রোজিনা— বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এক উজ্জ্বল নাম। রাজবাড়ী জেলার গোয়ালন্দ...
23/10/2025

🎬 বাংলা চলচ্চিত্রের গ্ল্যামার কুইন #রোজিনা 🌸

রোজিনা— বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এক উজ্জ্বল নাম। রাজবাড়ী জেলার গোয়ালন্দে ২০ এপ্রিল ১৯৫৫ সালে জন্ম নেওয়া এই গুণী অভিনেত্রীর প্রকৃত নাম রওশন আরা রেণু।

চলচ্চিত্রে আসার আগে রোজিনা ঢাকায় মঞ্চনাটক ও বিজ্ঞাপনে কাজ করতেন। মায়া বড়ি বিজ্ঞাপনের মাধ্যমে আলোচনায় আসেন তিনি, আর সেখান থেকেই বড়পর্দায় যাত্রা।

🎥 চলচ্চিত্রে আগমনঃ
=================
১৯৭৬ সালে রোজিনা প্রথম অভিনয় করেন ‘জানোয়ার’ চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে। পরবর্তীতে এফ. কবীর পরিচালিত ‘রাজমহল’ ছবিতে একক নায়িকা হিসেবে পর্দায় আসেন তিনি। ছবিটি ব্যাপক সাফল্য পায় এবং রোজিনা দ্রুতই প্রথম সারির নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

✨ সুঅভিনয়, সৌন্দর্য ও গ্ল্যামারের মিশেলে রোজিনা হয়ে ওঠেন বাংলা সিনেমার এক অনন্য নাম। তার অধিকাংশ ছবিই ছিল পোষাকী ঘরানার, যেখানে তিনি দর্শকদের মুগ্ধ করেছেন অনবদ্য অভিনয়ে।

🏆 পুরস্কার ও সম্মাননাঃ
==================
🎖️ জাতীয় চলচ্চিত্র পুরস্কার

🏅 শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী — কসাই (১৯৮০)

🏅 শ্রেষ্ঠ অভিনেত্রী — জীবন ধারা (১৯৮৮)

🎖️ বাচসাস পুরস্কার

🏅 শ্রেষ্ঠ অভিনেত্রী — সুরু মিঞা (১৯৮৪)

🌟 অভিনয়ে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার রোজিনাকে আজীবন সম্মাননা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত করে।

রোজিনা শুধু একজন অভিনেত্রী নন, তিনি বাংলা চলচ্চিত্রের সোনালি যুগের এক অনবদ্য প্রতীক — যাঁর অভিনয় আজও দর্শকের মনে অম্লান। 💫

📢  #সালমান_শাহ হ"ত্যা মা'মলার আসামিদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা! ✈️🚫বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ হ"ত্যা মা'মলায় ...
23/10/2025

📢 #সালমান_শাহ হ"ত্যা মা'মলার আসামিদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা! ✈️🚫

বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ হ"ত্যা মা'মলায় বড় পদক্ষেপ নিয়েছে পুলিশ!
রমনা থানা থেকে ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে, যাতে কোনো আসামি যেন দেশ ছাড়তে না পারেন।

🔹 রমনা থানার ওসি গোলাম ফারুক জানিয়েছেন —
“আদালতের নির্দেশ অনুযায়ী মা'মলার তদন্ত এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। তাই কোনো আসামি যেন দেশ ছাড়তে না পারেন, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।”

🛑১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহের রহস্যজনক মৃ"ত্যু হয়। প্রথমে একে আ"ত্মহ"ত্যা বলা হলেও, পরিবার দাবি করে এটি পরিকল্পিত হ"ত্যা।
বছরের পর বছর তদন্তেও মেলেনি সঠিক ফলাফল। তবে সম্প্রতি আদালতের নির্দেশে অপ"মৃ"ত্যু মা'মলা এখন হ"ত্যা"মা'মলায় রূপ নিয়েছে — যা নতুন করে আলোচনায় এনেছে এই কিংবদন্তি নায়ককে।

পুলিশ সূত্রে জানা গেছে, নতুন তদন্তে নতুন তথ্য ও সাক্ষ্য-প্রমাণ যাচাই করা হচ্ছে।

👉 মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়েছে।
প্রধান আসামি: 🎭 সামিরা হক (সালমান শাহর সাবেক স্ত্রী)

অন্যান্য আসামিরা হলেন —
আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি (মেফিয়া বিউটি সেন্টার), আবদুস সাত্তার, সাজু ও রিজভী আহমেদ ফরহাদ।

🔥 আদালতের নির্দেশে মামলার পুনঃতদন্ত এখন পুরোদমে চলছে।
ভক্তদের একটাই প্রশ্ন — এবার কি সত্যিই মিলবে সালমান শাহর মৃ"ত্যু"র রহস্যের জবাব? 🕊️💔

বড় ছেলে হাসান মোহাম্মদ ওয়ালিদ ও ছোট ছেলে ওয়াইজ করণীর সঙ্গে জনপ্রিয় খলঅভিনেতা  #মিশা_সওদাগর ❤️❤️
23/10/2025

বড় ছেলে হাসান মোহাম্মদ ওয়ালিদ ও ছোট ছেলে ওয়াইজ করণীর সঙ্গে জনপ্রিয় খলঅভিনেতা #মিশা_সওদাগর ❤️❤️

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ চলচ্চিত্র posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share