আরাবিয়ান প্রবাসী বাংলাদেশী

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • আরাবিয়ান প্রবাসী বাংলাদেশী

আরাবিয়ান প্রবাসী বাংলাদেশী বুঝলি বন্ধু, শখের বিদেশ বিমানে উঠার আগেই সুন্দর

02/10/2025

প্রবাসী জীবন।

আপনার শখের প্রবাস জীবন শুরু হয়েছে সৌদি আরবের কোন শহর থেকে। 🇧🇩🇸🇦✈️
01/09/2025

আপনার শখের প্রবাস জীবন শুরু হয়েছে সৌদি আরবের কোন শহর থেকে। 🇧🇩🇸🇦✈️

27/08/2025

প্রবাসীদের প্রতিদিনের যন্ত্রণার আরেক নাম একজন খারাপ রুমমেট বা খারাপ সহকর্মী।

27/08/2025

সৌদিতে আসার জন্য স্কিল ভেরিফিকেশন সার্টিফিকেট তথা তাকামুল সার্টিফিকেট একটা নতুন প্যারা।
নীম্মে দেওয়া ১১ টি পেশায় তাকামুল সার্টিফিকেট লাগবে না।
১- সায়েখ খাস- ঘরের ব্যাক্তিগত ড্রাইভার।
২- আমেল মাঞ্জিল - ঘরের ব্যাক্তিগত দেখবাল করার কর্মী।
৩- তাব্বাক মাঞ্জিল- ঘরের রান্নার বাবুর্চি।
৪- আমেল চোপরা - ঘরের খাবার পরিবেশনের কর্মী।
৫- খাদ্দামা - নারী গৃহকর্মী।
৭- আমেল নাদাফা- বলদিয়া কোম্পানির ক্ষেত্রে ( রোড ক্লিনার)
৮- আমেল মোহাইসী- মেষ পালক,পশু পালক।
৯- আমেল জারাই- কৃষি শ্রমিক।
১০- গার্ডেন ক্লিনার।
১১- হসপিটাল ক্লিনার।

বি:-দ্র- ঘরের কাজের ভিসায় যে পেশায় আসেন না কেন,তাকামুল সার্টিফিকেট লাগবে না।
সৌদি অথবা বিদেশিদের ঘরের জন্য ব্যাক্তিগত কর্মী সহজ করে বললে ডোমেস্টিক পেশায় তাকামুল লাগবে না।
#সংগৃীত

যেদিন মেডিকেল করতে গেছিলাম,, সেদিন আকাশে বিমান দেখে মনে অনেক আনন্দ হচ্ছিল! মনে মনে ভাবছিলাম আমিও বিমানে উঠবো! মনের ভিতর ...
12/08/2025

যেদিন মেডিকেল করতে গেছিলাম,, সেদিন আকাশে বিমান দেখে মনে অনেক আনন্দ হচ্ছিল! মনে মনে ভাবছিলাম আমিও বিমানে উঠবো! মনের ভিতর আনন্দ ছিল অনেক,, তারপর যখন ভিসা বের হল,, তখন থেকেই কেন জানিনা মনটা প্রচন্ড খারাপ হয়ে গেল! মনে মনে ভাবতাম বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে চলে যেতে হবে...|||
"এই ভেবে রাত্রিবেলা বসে বসে কান্না করতাম! যখন আমার বিদেশে আসার ডেট হয়ে গেল,, তখন আমি প্রচন্ড ভেঙে পড়ছিলাম! আর যেদিন বিমানে উঠলাম সেদিনই যেন আমার মুখ থেকে হাসি গুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল! বিমানে উঠে জানালার ধারে বসে নিজেই নিজেকে প্রশ্ন করলাম,, আজকে তো আমার আনন্দ পাওয়ার কথা,, কিন্তু চোখে পানি কেন চলে আসছে...|||
"আমি ভেবেছিলাম দিনটা খুব আনন্দের হবে,, কিন্তু বিশ্বাস করেন আমার জন্মের পর থেকে এরকম জঘন্য দিন আমার জীবনে আসেনি...
ভালো থাকোক সকল প্রবাসী

07/08/2025

৬ ঘন্টার রাস্তা কিন্তু হাজারো প্রবাসি ৬ বছরেও
আসা হয়`না বাড়িতে 🥺💔👷‍♂️

07/08/2025

বিদেশ গিয়ে ..কিছু টাকা কামিয়ে ২ বছর পরে দেশে ফিরবো!
কি ফিরতে পেরেছেন কেউ দেশে!

06/08/2025

গালফভুক্ত ৬টি দেশের মধ্যে কোন দেশে থাকা-খাওয়া, রোজগার বেশি সুবিধাজনক বলে মনে করেন আপনি ?

06/08/2025

#ব্রেকিং সৌদি আরব দাম্মাম শহরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘ★টনায় প্রায় ১২ জন প্রবাসী বাংলাদেশী আহত এবং ২ জন নিহতের খবর পাওয়া গেছে । ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন । তারা সবাই সোলায়মান আল ফাহাদ কোম্পানিতে কর্মরত । ডিউটি শেষে বাসায় ফেরার পথে সৌদি সময় বিকেল অনুমানিক ৪ টায় এ দু★র্ঘটনা ঘটে ।

খুবই মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে আজ ৬ আগষ্ট ভোর রাতে। ওমান প্রবাসীকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে বাড়ি ফেরার পথে, সড়ক দুর্ঘটন...
06/08/2025

খুবই মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে আজ ৬ আগষ্ট ভোর রাতে। ওমান প্রবাসীকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে বাড়ি ফেরার পথে, সড়ক দুর্ঘটনায় মারা গেছেন একই পরিবারের সাত জন। ইন্না লিল্লাহি, ও ইন্না ইলাইহি রাজিউন।
জানা গেছে, ওমান প্রবাসীকে রিসিভ করে পুরো পরিবার ফিরছিল লক্ষ্মিপুরের গ্রামের বাড়িতে। পথিমধ্যে চন্দ্রগঞ্জ নামক জায়গায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গিয়ে একই পরিবারের সাতজনের জীবনাবসান ঘটে। ভোররাত সাড়ে ৫ টার দিকে চন্দ্রগঞ্জের জগদিশপুরে এই দুর্ঘটনাটি ঘটে।

আর অল্প রাস্তা পেরুলেই তারা পৌঁছে যেতেন নিজ বাড়িতে। ভাগ্যের পরিহাসে তারা হারিয়ে গেলেন চিরতরে। এই হৃদয় বিদারক ঘটনায় এলাকাতে, এবং দেশে বিদেশে সকল প্রবাসী পরিবার এবং প্রবাসীদের মাঝে এক শোকের ছায়া নেমে আসে!

নিহতরা হলেন- ফয়জুন নেসা (৮০), খুরশিদা বেগম (৫৫), কবিতা বেগম (৩০), লাবনী বেগম (৩০), রেশমি আক্তার (১০), মীম আক্তার (২) ও লামিয়া আক্তার (৯)। নিহতরা লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার হাজীরপাড়া ইউনিয়নের পশ্চিম চৌপালী এলাকার বাসিন্দা।
#প্রবাসি #ওমানপ্রবাসী

28/07/2025

প্রবাসে আপনার একমাত্র শত্রু পাবেন একজন বাংলাদেশী !!

01/07/2025

#সতর্কবার্তা
সৌদি প্রবাসীদের মধ্যে রিয়াদ, জেদ্দা ও দাম্মামে যারা অবস্থান করছেন ডিউটি শেষে বাহিরে আড্ডা হতে আপাতত বিরত থাকুন, আর যারা ড্রাইভিং করেন রাতের বেলা অপরিচিত মিশুয়ার এড়িয়ে চলুন। ইদানিং রিয়াদে একাধিক অপহরণের ঘটনা ঘটেছে। অপরাধী চক্রের মধ্যে বাংলাদেশি ছাড়াও আরো অন্যান্য দেশীরাও বাংলাদেশীদের টার্গেট করে হাতিয়ে নিচ্ছে গাড়ি মোবাইল সহ গুরুত্বপূর্ণ মালামাল!

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when আরাবিয়ান প্রবাসী বাংলাদেশী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share