20/10/2023
****কি প্রতিদান দিলাম আমরা****>>>>>
>>>>>
>>>>>
মনে করুন আমি বা আপনি আমাদের কোন বন্ধু বা আত্মীয় স্বজন অথবা পরিবারের কাউকে কোন উপহার দিলাম,
সে সেই উপহার পেয়ে অনেক খুশি সেইসাথে আমাকে বা আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিল,তাতে আমাদের ভালো লাগলো সে আমার দেয়া উপহার টা নিয়ে খুশি,
কিন্তু কিছু দিন পরে যখন আপনি বা আমি দেখছি আমাদের দেয়া উপহার টা সে অযত্নে রেখেছে এবং তার উপরে ধুলাবালি জমে গেছে,তখন কিন্তু আমাদের অনেক কষ্ট লাগবে তাইতো,মনে আছে কি তাকে যখন সেই উপহার টি দিয়েছিলাম তখন সে আমার বা আপনার প্রতি যে নম্র ছিল এবং অনেক অনেক ধন্যবাদ দিয়ে ছিল, আসলে সে বা আমরা যখন কোন উপহার পেয়ে থাকি তখন কিন্তু উপহার বা উপহার দাতার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ থাকি,কিন্তু কিছু সময় বা কিছুদিন পরে আমরা সেই উপহার বা উপহার দাতাকে মনেই রাখিনা,তাহলে কেন আমরা সেই উপহারের জন্য তাকে সম্মান দিয়েছিলাম এর কোন মানে আছে কি? আমার কাছে নেই,আমাকে বা আমাদেরকে দেয়া উপহার টা আমরাই অযত্নে রেখে দিতেছি বা বুঝার চেষ্টা করতেছি না,
আসলে এতকিছু বলার একটাই কারণ, দেখুন মহান আল্লাহুতায়ালা আমাদের কে পৃথিবীতে বসবাস করার জন্য যা কিছু প্রয়োজন তা সবি দিয়েছেন এবং মহান আল্লাহুতায়ালা আমাদের কে আরো অনেক অনেক অনেক মূল্যবান একটি উপহার দিয়েছেন,কি সেই উপহার টা জানেন সেটা হল,
"আল কুরআন"
একবার ভেবে দেখুন তো মহান আল্লাহুতায়ার দেয়া সেরা উপহারটার সাথে আমাদের কতটুকু সম্পর্ক আছে,মহান আল্লাহুতায়ালার দেয়া সেরা উপহার টার কতটুকু যত্ন নিতেছি বা তার ভিতরে কি বলেছে মহান রব তা কি বুঝার চেষ্টা করতেছি আমরা,
কোন উত্তর কি আছে আমাদের কাছে?
তাই আসুন আমরা সকলেই মহান রবের কাছে ক্ষমা পার্থনা করি এবং মহান রব যেন আমাদের কে তার দেয়া সেরা উপহারের সাথে সম্পর্ক গড়তে পাড়ি সেই তৌফিক দান করেন,(আমীন)