13/08/2025
এই দেশে ভালা মানুষের দাম নাই- বলেই কান্নায় ভেঙ্গে পরলেন সেই ভাইরাল সৎ হোটেল ব্যাবসায়ী। কতটা পশু হলে পরে এমন একজন নিরীহ মানুষের সাথে এমন অমানবিক কাজ করতে পারে মানুষ নামক জানো*য়ারের বাচ্চারা। তার পাতিল থেকে ভাত, ডিম, মাছ, মাংস সব খেয়ে যাচ্ছে কিন্তু কোনো কিছুর বিনিময় মূল্য না দিয়েই চলে যাচ্ছেন কাস্টমার নামক কু*ত্তার বা*চ্চারা।
এই জন্যই হয়তো কবি বলেছেন, "অন্ধের দেশে আয়না বিক্রি করতে নেই।"
আমিতো বলবো, দোষী সে নিজে, না হলে এমন চো*র-বাট*পার-চাঁ*দাবা*জদের দেশে তাকে এতো ভালো মানুষ হতে হবে কেনো যে, কোনো ক্যাশিয়ার থাকবে না, কোনো মেসিয়ার থাকবে না। নিজ হাতে বেড়ে, পেট পুরে খেয়ে, তার সামান্য প্রাপ্যটুকু তার কৌটায় রেখে যাবে, এখানেও প্রতারণা। হায়রে মানুষ!
মানুষ হিসাবে আমি লজ্জিত। পারলে আপনি ক্ষমা করে দিয়েন।