কলিতে কৃষ্ণ নাম

কলিতে কৃষ্ণ নাম ধর্ম প্রচারণা ফেইসবুক পেইজ (Religion Publicity Faceboo

Hare Krishna 💕💖❤️💞
27/08/2023

Hare Krishna 💕💖❤️💞

21/08/2023
হরে কৃষ্ণ
03/08/2023

হরে কৃষ্ণ

Joy Sree Krishna
01/08/2023

Joy Sree Krishna

ওম নম শিবায়ঃ
31/07/2023

ওম নম শিবায়ঃ

শ্রাদ্ধান্ন কি খাওয়া উচিত?বিংশ শতাব্দীর মহান দার্শনিক তথা ধর্মগুরু শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী বলেছেন-“শ্রাদ্ধান্ন যেহেতু প...
23/07/2023

শ্রাদ্ধান্ন কি খাওয়া উচিত?
বিংশ শতাব্দীর মহান দার্শনিক তথা ধর্মগুরু শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী বলেছেন-“শ্রাদ্ধান্ন যেহেতু প্রীতান্ন বা আপদান্ন কোনটাই নয়,তাই তা গ্রহণ করা অবিধেয়”। অর্থাৎ শ্রাদ্ধের অন্ন কারও গ্রহণ করা উচিৎ নয়।কেননা সে ভালবেসে,আদর করে কাউকে এখানে খেতে দিচ্ছে না,তাই এটা প্রীতান্ন নয়।আবার সমাজের কেউ এমন বিপদেও পড়েনি যে এই খাবার না খেলে সে মারা যাবে, তাই এটা আপদান্নও নয়।তাই কেন আমরা এই শ্রাদ্ধান্ন, শোকের অন্ন গ্রহণ করবো?এই সময়ে সবার উচিত শোকগ্রস্থ,বিপদগ্রস্থ পরিবারকে সান্তনা দেওয়া,তাদের সাহায্য করা।কিন্তু যেখানে সমাজের উচিত শোক সন্তপ্ত পরিবারকে সান্তনা দেওয়া,তাদের এই মহাবিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া,তা না করে তাদের এই বিপদের সুযোগ নিয়ে তাদের নির্মমভাবে শোষণ করা হচ্ছে শত শত বৎসর ধরে।
(সংগৃহীত)

শ্রীচৌরাগ্রগণ্যপুরুষাষ্টকম্ব্রজে প্রসিদ্ধং নবনীতচৌরংগোপাঙ্গনানাং চ দুকূলচৌরম্।অনেক-জন্মার্জিত-পাপচৌরং চৌরাগ্রগণ্যং পুরুষ...
21/07/2023

শ্রীচৌরাগ্রগণ্যপুরুষাষ্টকম্
ব্রজে প্রসিদ্ধং নবনীতচৌরং
গোপাঙ্গনানাং চ দুকূলচৌরম্।
অনেক-জন্মার্জিত-পাপচৌরং
চৌরাগ্রগণ্যং পুরুষং নমামী ॥১॥
অনুবাদঃ যিনি ব্রজে নবনীত চোর ও গোপাঙ্গনাদের বসন চোর বলে প্রসিদ্ধ ও যিনি স্বীয় ভক্তদের অশেষ জন্মার্জিত পাপ সকল হরণ করেন, সেই চোর শিরোমনিকে আমি নমস্কার করি।
শ্রীরাধিকায়া হৃদয়স্য চৌরং
নবাম্বুদশ্যামলকান্তিচৌরম্।
পদাশ্রিতানাং চ সমস্তচৌরং
চৌরাগ্রগণ্যং পুরুষং নমামী ॥২॥
অনুবাদঃ যিনি রাধিকার চিত্ত চোর, যিনি নবজলধর মেঘের কান্তি চোর ও যিনি স্ব-চরণাশ্রিত ভক্তগণের সর্বস্ব হরণ করেন, সেই চোর শিরোমনিকে আমি প্রণাম করি।
অকিঞ্চনীকৃত্য পদাশ্রিতং যঃ
করোতি ভিক্ষুং পথি গেহহীনম্।
কেনাপ্যহো ভীষণচৌর ঈদৃগ্
দৃষ্টঃ শ্রুতো বা ন জগত্রয়েঽপি ॥৩॥
অনুবাদঃ যিনি স্বচরণাশ্রিত ভক্তদের অকিঞ্চন করে (তাদের স্ত্রী-পুত্র, ধনাদি সর্বস্ব হরণ করে) তাদেরকে গৃহহীন ও পথের ভিক্ষুক করেন, তাঁর ন্যায় ভীষণ চোর জগতে কেউ দেখেওনি বা শোনেনি।
যদীয় নামাপি হরত্যশেষং
গিরি-প্রসারানপি পাপরাশীন্।
আশ্চর্যরূপো ননু চৌর ঈদৃগ্
দৃষ্টঃ শ্রুতো বা ন ময়া কদাপি ॥৪॥
অনুবাদঃ যাঁর নাম মাত্রেই জীবের পর্বত প্রমাণ পাপরাশি নিঃশেষে হরণ করে, এরূপ আশ্চর্য চোর আমি কখনও দেখিনি বা শুনিনি।
ধনং চ মানং চ তথেন্দ্রিয়াণি
প্রাণাংশ্চ হৃত্বা মম সর্বমেব।
পলায়সে কুত্র ধৃতোঽদ্য চৌর
ত্বং ভক্তিদাম্নাসি ময়া নিরুদ্ধঃ ॥৫॥
অনুবাদঃ হে চোর! তুমি আমার ধন, মান, ইন্দ্রিয় ও প্রাণ প্রভৃতি হরণ করে কোথায় পলায়ন করছ? আমি তোমাকে ভক্তিরজ্জু দ্বারা বেঁধে রাখলাম।
ছিনৎসি ঘোরং যমপাশবন্ধং
ভিনৎসি ভীমং ভবপাশবন্ধম্।
ছিনৎসি সর্বস্য সমস্তবন্ধং
নৈবাত্ননো ভক্তকৃতং তু বন্ধম্ ॥৬॥
অনুবাদঃ তুমি মনুষ্য মাত্রেরই ঘোর যমপাশ ছিন্ন করতে পার, তার ভয়ানক সংসার বন্ধনও ছিন্ন করতে পার। এমনকি সকলের সবরকম বন্ধনই ছিন্ন করতে পার; কিন্তু স্বভক্তকৃত নিজ বন্ধন ছিন্ন করতে পার না।
মন্মানসে তামসরাশিঘোরে
কারাগৃহে দুঃখময়ে নিবদ্ধঃ।
লভস্ব হে চৌর! হরে! চিরায়
স্বচৌর্যদোষোচিতমেব দণ্ডম্ ॥৭॥
অনুবাদঃ হে চোর, তুমি ঘোর তমসাচ্ছন্ন দুঃখময় কারাগৃহ রূপ আমার হৃদয়ে চিরকালের জন্য নিবদ্ধ হয়ে নিজের চৌর্যকার্যের উপযুক্ত দণ্ড গ্রহণ করো।
কারাগৃহে বস সদা হৃদয়ে মদীয়ে
মদ্ভক্তিপাশদৃঢ়বন্ধন-নিশ্চলঃ সন্।
ত্বাং কৃষ্ণ হে! প্রলয়কোটিশতান্তরেঽপি
সর্বস্ব-চৌর হৃদয়ান্নহি মোচয়ামি ॥৮॥
অনুবাদঃ অতঃপর তুমি আমার হৃদয় কারাগারে আমার ভক্তিপাশ দ্বারা দৃঢ়রূপে বদ্ধ হয়ে সর্বদা নিশ্চলভাবে অবস্থান কর। হে কৃষ্ণ! হে আমার সর্বস্ব চোর! শতকোটি প্রলয়াবসানেও হৃদয় কারাগার হতে তোমাকে মুক্ত করব না।

Address

Kishoreganj
Dhaka
2300

Website

Alerts

Be the first to know and let us send you an email when কলিতে কৃষ্ণ নাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কলিতে কৃষ্ণ নাম:

Share

Category