Bcs exam preparation

Bcs exam preparation there are many pages about bcs & bank job,but this page is more affluence and intelligence, you can

26/10/2024

চাকরির বয়স ৩৫ না করে ৩২ নির্ধারণ করাটা এই সরকারের জন্য সবেচেয়ে বড় ভুল সিদ্ধান্ত।

10/04/2024

ঈদ মোবারক ।
সবাইকে পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা ।

আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আশা করি ভালোই আছেন। আমি ৪০তম বিসিএস নন-ক্যাডারের একজন প্রার্থী। আমি ৪০তম বিসিএস নন-ক্যাডা...
12/10/2023

আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আশা করি ভালোই আছেন। আমি ৪০তম বিসিএস নন-ক্যাডারের একজন প্রার্থী। আমি ৪০তম বিসিএস নন-ক্যাডার পছন্দক্রম আহবান সংক্রান্ত বিজ্ঞপ্তির আলোকে গত ০৫/০৯/২০২৩ তারিখে দুপুর ২ টা ২৫ মিনিট ৫৩ সেকেন্ড সময়ে শুধু কয়েকটি নবম গ্রেড ও টেকনিক্যাল বিষয়ের (কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং) ইনস্ট্রাক্টর পদে আবেদন করি। কিন্তু, গত ২০/০৯/২০২৩ তারিখে ৪০তম নন-ক্যাডার ফলাফলের প্রেস বিজ্ঞপ্তিতে আমার ০৫/০৯/২০২৩ তারিখ, দুপুর ২ টা ২৫ মিনিট ৫৩ সেকেন্ড সময়ে আবেদনকৃত পছন্দক্রম অনুযায়ী আমাকে সুপারিশ করে নি, অথচ আমার টেকনিক্যাল পদ ইনস্ট্রাক্টর প্রায় ৩০ টা ফাঁকা রয়ে গেছে এবং আমি অবাক হয়েছি, পিএসসি আমাকে ১১ম গ্রেড, ডেপুটি জেলার পদে সুপারিশ করেছে৷ যেহেতু আমি শুধু নবম গ্রেডেই আবেদন করেছিলাম এবং
যেহেতু, বিপিএসসি ফরম-০১ এ পূরণকৃত প্রদত্ত উচ্চতা কম থাকায়, একারণে আমি এর আগে যেখানে নবম গ্রেড সহকারী পরিচালক, মাদক অধিদপ্তর-এই আবেদন করি নি। বিধায় পরবর্তীতে, আমি পছন্দক্রম আবেদনটি যাচাই করার জন্য রেজাল্ট পাওয়ার অব্যবহতি পরেই পুনরায় ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে দেখি, আমার পছন্দক্রমটি আবেদনের ০৭/০৯/২০২৩ তারিখ, রাত ১১ টা ৫৯ মিনিট ৩৮ সেকেন্ড সময়ে অল্টার করা হয়েছে; যা আমি আবেদন করি নি। উল্লেখ্য, আমি ৪০তম বিসিএস নন-ক্যাডার আবেদনের শেষ সময় ছিলো ০৭/০৯/২০২৩ তারিখ, রাতঃ ১১ঃ৫৯ মিনিট। তাহলে, সার্ভারে আবেদনের সময় পার হওয়ার ৩৮ সেকেন্ড পরেও কিভাবে ডেটা ইনপুট নিলো? এবং কিভাবে বিপিএসসি ফরম-০১ এ প্রদত্ত উচ্চতা কম থাকা সত্ত্বেও পিএসসি আমাকে ডেপুটি জেলার ১১ম গ্রেডে সুপারিশ করলো? যেখানে আমি যোগদানও করতে পারবো না। আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। ধন্যবাদ।

19/03/2023

আগামী ১৯ মে ৪৫তম বিসিএস প্রিলি পরীক্ষার দিন ধার্য করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)

09/06/2022

প্রাথমিকের ২য় ধাপের রেজাল্ট এই মাত্র প্রকাশিত হয়েছে ।

08/06/2022

আগামীকাল প্রাথমিকের ২য় ধাপের রেজাল্ট প্রকাশিত হবে ।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Bcs exam preparation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bcs exam preparation:

Share

Category