
22/07/2025
দফা এক, দাবি এক! শিক্ষা উপদেষ্টার পদত্যাগ! Literally রাত ১২ টা পর্যন্ত পড়ার সর্বোচ্চ চেষ্টা করেও ব্যর্থ হয়ে ১ টার সময় ঘুমাইতে গেছি ২ টা ৫০ এর এলার্ম সেট করে..! এখন Fb তে ঢুকে দেখি পরীক্ষা স্থগিত। তাও সবার জোড়া জোড়িতে! কেন ভাই? শিক্ষা উপদেষ্টার কি ব্রেইন নাই? সবাই তাকে বিকেল থেকে কল করে যাচ্ছে এমনকি উপদেষ্টার পরিষদের সদস্যরা। কিন্তু সে কোনো সিদ্ধান্ত নেয়নি। উল্টো সাবারে বলছে "দেখতেছি"! এখন রাত ৩ টায়ও তার দেখা শেষ হয় নাই। সে একরকম বাধ্য হয়ে পরিক্ষা স্থগিত করেছে। ওনি গদিতে বসার পর থেকেই আমাদের মেন্টাললি টর্চার করতেছে। আমি বুঝি না শিক্ষা সচিব কি শিক্ষা উপদেষ্টা? শিক্ষা উপদেষ্টা থাকার পরও শিক্ষা সচিব এমন সিদ্ধান্ত কিভাবে নেয়? বিশ্বাস করেন ভাই ২৪ এর জুলাইয়ের কথা মনে পরতাছিল তখন ফ্যাসিস্ট রেজিম ও ২৪ ব্যাচ এর পরিক্ষা স্থগিত করেছিল বাধ্য হয়ে। আর এখন এই ২৫-এর শিক্ষা উপদেষ্টা।
আমরা এমন বিবেকহীন শিক্ষা সচিব ও উপদেষ্টা চাই না।
Comrades Loud and clear...
cr: unknown