
09/06/2025
বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের অনেক সদস্যকে 'শি-শু' আখ্যা দিয়ে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেইন কায়কোবাদ বলেন, এই শি-শু উপদেষ্টাদের কথা আমি বলতে চাই না। শুধু এতটুকু বলব, কোন শি-শু-কে যদি তার অভিভাবক হাতে ছু-রি ধরিয়ে দেয় এবং সেই শি-শু যদি ছু-রি দিয়ে কাউকে হ-ত্যা করে এ জন্য কী শি-শু দায়ী থাকবে? তেমনি করে শি-শু উপদেষ্টাদের হাতে ছু-রি দিয়ে, ধা-রা-লো অ-স্ত্র দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তারা যত অ-প-ক-র্ম করবে এর জন্য দায়ী থাকবে এই সরকার। ভবিষ্যতে তাদের অ-প-ক-র্মে-র বিচার করতে গিয়ে এই সরকারও আ-সা-মি হতে পারে।
সোমবার (৯ জুন) বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়ন বিএনপির আয়োজনে পরমতলা শব্দর খান উচ্চ বিদ্যালয় মাঠে এসব কথা বলেন তিনি।